ETV Bharat / bharat

ভারতের পথে রাফাল ছুঁল আরব আমিরশাহির মাটি - 36টি সুপারসনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট

2016 সালে 36টি রাফালের জন্য ভারত ফ্রান্সের সঙ্গে 60 হাজার কোটি টাকার চুক্তি করে ৷ 36টি রাফাল জেটের মধ্যে 30টি ফাইটার জেট থাকবে এবং ছয়টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে ৷

image
রাফাল
author img

By

Published : Jul 27, 2020, 8:41 PM IST

দিল্লি, 27 জুলাই : ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে ভারতের পথে রওনা দিয়েছিল পাঁচটি রাফাল যুদ্ধবিমান ৷ 7 ঘণ্টার ব্যবধানে আরব আমিরশাহির আল ধাফরা এয়ারবেসে অবতরণ করল পাঁচটি রাফাল যুদ্ধবিমান ৷ এখানে জ্বালানি ভরে ফের ভারতের উদ্দেশে রওনা দেবে বিমানগুলি ৷ যুদ্ধবিমানগুলি ভারতের আম্বালা বায়ুসেনা স্টেশনে এসে পৌঁছবে 29 জুলাই অর্থাৎ বুধবার ৷

ফ্রান্সের কাছে ভারত 36টি সুপারসনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট কিনছে ৷ এই 36টির মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফাল রয়েছে ৷ এখনও পর্যন্ত 12জন বায়ুসেনার পাইলট ফ্রান্সে রাফাল যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন ৷ আরও কয়েকজন তাঁদের প্রশিক্ষণ পর্বের শেষের দিকে রয়েছেন ৷ ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, 36 জন ভারতীয় বায়ুসেনার পাইলটকে রাফাল কমব্যাট জেটের প্রশিক্ষণ দেবেন ফ্রান্সের পাইলটরা ৷ বেশিরভাগ ভারতীয় বায়ুসেনার পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণ দেওয়া হবে, ওই পাইলটদের কয়েকজন সেই প্রশিক্ষণটাই ভারতে এসে বাকিদের শেখাবেন ৷

2 জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফোনে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্রোরেন্স পার্লের সঙ্গে কথা বলেন ৷ তখন ফ্লোরেন্স জানান, ফ্রান্সে কোরোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও তাঁরা নির্ধারিত সময়েই ভারতের হাতে রাফাল স্থানান্তরিত করবেন ৷ এই যুদ্ধবিমানগুলি ক্ষমতাশালী অস্ত্র বহনে সক্ষম ৷ রাফালে যে সমস্ত অস্ত্রগুলি থাকবে তার মধ্যে প্রধান ভিজ়ুয়াল রেঞ্জের বাইরে এয়ার-টু-এয়ার মিজ়াইল এবং SCALP এয়ার-টু-গ্রাউন্ড মিজ়াইল ৷ মনে করা হচ্ছে যে, ভারতীয় বায়ুসেনা পরে এই যুদ্ধবিমানের শক্তি আরও বাড়ানোর জন্য ফ্রান্স থেকে হ্যামার মিজ়াইল নিয়ে আসতে পারে ৷ 60-70 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুপক্ষে আঘাত হানার ক্ষমতা রাখে এই হ্যামার ক্ষেপণাস্ত্রটি ৷

ভারতের পথে রওনা দেওয়া 5 রাফাল বিমানের চুক্তি চূড়ান্ত করার বিষয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান RKS ভাদৌরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ তাঁকে সম্মান জানাতে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত রাফাল এয়ারক্রাফ্টে RB সিরিজ়ের টেল নম্বর রাখা হবে ৷ 2016 সালে 36টি রাফালের জন্য ভারত ফ্রান্সের সঙ্গে 60 হাজার কোটি টাকার চুক্তি করে ৷ 36টি রাফাল জেটের মধ্যে 30টি ফাইটার জেট থাকবে এবং ছয়টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে ৷

এই যুদ্ধবিমান ভারতীয় সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ সুখোই 30 ও সুখোই 30 MKI এর প্রাক্তন স্কোয়াড্রন কমান্ডার মহন্ত পাঙ্গিন ETV ভারতকে এক সাক্ষাৎকারে রাফাল বিমানের টাচ ডাউনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ মহন্ত আরও বলেছেন, তিনি ফের যুদ্ধ বিমান চালানোর জন্য তৈরি ৷ যদি সরকার অনুমতি দেয় তাহলে তিনি চিনা যুদ্ধ বিমানের বিরুদ্ধে লড়াই করতে চান ৷

দিল্লি, 27 জুলাই : ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে ভারতের পথে রওনা দিয়েছিল পাঁচটি রাফাল যুদ্ধবিমান ৷ 7 ঘণ্টার ব্যবধানে আরব আমিরশাহির আল ধাফরা এয়ারবেসে অবতরণ করল পাঁচটি রাফাল যুদ্ধবিমান ৷ এখানে জ্বালানি ভরে ফের ভারতের উদ্দেশে রওনা দেবে বিমানগুলি ৷ যুদ্ধবিমানগুলি ভারতের আম্বালা বায়ুসেনা স্টেশনে এসে পৌঁছবে 29 জুলাই অর্থাৎ বুধবার ৷

ফ্রান্সের কাছে ভারত 36টি সুপারসনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট কিনছে ৷ এই 36টির মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফাল রয়েছে ৷ এখনও পর্যন্ত 12জন বায়ুসেনার পাইলট ফ্রান্সে রাফাল যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন ৷ আরও কয়েকজন তাঁদের প্রশিক্ষণ পর্বের শেষের দিকে রয়েছেন ৷ ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, 36 জন ভারতীয় বায়ুসেনার পাইলটকে রাফাল কমব্যাট জেটের প্রশিক্ষণ দেবেন ফ্রান্সের পাইলটরা ৷ বেশিরভাগ ভারতীয় বায়ুসেনার পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণ দেওয়া হবে, ওই পাইলটদের কয়েকজন সেই প্রশিক্ষণটাই ভারতে এসে বাকিদের শেখাবেন ৷

2 জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফোনে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্রোরেন্স পার্লের সঙ্গে কথা বলেন ৷ তখন ফ্লোরেন্স জানান, ফ্রান্সে কোরোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও তাঁরা নির্ধারিত সময়েই ভারতের হাতে রাফাল স্থানান্তরিত করবেন ৷ এই যুদ্ধবিমানগুলি ক্ষমতাশালী অস্ত্র বহনে সক্ষম ৷ রাফালে যে সমস্ত অস্ত্রগুলি থাকবে তার মধ্যে প্রধান ভিজ়ুয়াল রেঞ্জের বাইরে এয়ার-টু-এয়ার মিজ়াইল এবং SCALP এয়ার-টু-গ্রাউন্ড মিজ়াইল ৷ মনে করা হচ্ছে যে, ভারতীয় বায়ুসেনা পরে এই যুদ্ধবিমানের শক্তি আরও বাড়ানোর জন্য ফ্রান্স থেকে হ্যামার মিজ়াইল নিয়ে আসতে পারে ৷ 60-70 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুপক্ষে আঘাত হানার ক্ষমতা রাখে এই হ্যামার ক্ষেপণাস্ত্রটি ৷

ভারতের পথে রওনা দেওয়া 5 রাফাল বিমানের চুক্তি চূড়ান্ত করার বিষয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান RKS ভাদৌরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ তাঁকে সম্মান জানাতে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত রাফাল এয়ারক্রাফ্টে RB সিরিজ়ের টেল নম্বর রাখা হবে ৷ 2016 সালে 36টি রাফালের জন্য ভারত ফ্রান্সের সঙ্গে 60 হাজার কোটি টাকার চুক্তি করে ৷ 36টি রাফাল জেটের মধ্যে 30টি ফাইটার জেট থাকবে এবং ছয়টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে ৷

এই যুদ্ধবিমান ভারতীয় সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ সুখোই 30 ও সুখোই 30 MKI এর প্রাক্তন স্কোয়াড্রন কমান্ডার মহন্ত পাঙ্গিন ETV ভারতকে এক সাক্ষাৎকারে রাফাল বিমানের টাচ ডাউনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ মহন্ত আরও বলেছেন, তিনি ফের যুদ্ধ বিমান চালানোর জন্য তৈরি ৷ যদি সরকার অনুমতি দেয় তাহলে তিনি চিনা যুদ্ধ বিমানের বিরুদ্ধে লড়াই করতে চান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.