দিল্লি, ১৪ ফেব্রুয়ারি : CAG (কনট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল)-র রিপোর্টকে মানতে নারাজ কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধি। তিনি বলেন, "আমি CAG-র রিপোর্টকে বিশ্বাস করি না। যতদূর জানি, এই রিপোর্টে সব তথ্য উল্লেখ করা হয়নি। এই রিপোর্টটি যথাযথ নয়।"
গতকাল রাজ্যসভায় রাফাল চুক্তি সংক্রান্ত CAG-র রিপোর্ট পেশ হয়। রিপোর্ট অনুয়ায়ী, রাফাল যুদ্ধবিমানের বর্তমান দাম UPA-র ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। রিপোর্টে আরও বলা হয়েছে, UPA সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার যে চুক্তি করা হয় তাতে ১৭.০৮% টাকা সাশ্রয় হয়েছে।
CAG-র এই রিপোর্ট পেশের পরই বিতর্কের ঝড় ওঠে বিরোধী রাজনৈতিক মহলে। CAG-র রিপোর্ট খারিজ করে রাহুল গান্ধি বলেন, "রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী প্রথমে দাবি করেছিলেন যে, এই চুক্তি হয়েছিল মূলত দাম ও বায়ুসেনাকে দ্রুত যুদ্ধবিমান সরবরাহের জন্য। কিন্তু, নতুন যে চুক্তিতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন তাতে দেখা যাচ্ছে যুদ্ধবিমান মিলবে আরও দেরিতে। এমনকী CAG-র রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্র মোদি, নির্মলা সীতারমন এবং অরুণ জেটলি সংসদে মিথ্যা কথা বলেছেন।"