ETV Bharat / bharat

রাফাল চুক্তি ; CAG-র রিপোর্ট মানতে নারাজ রাহুল - Rafale deal

"আমি CAG-র রিপোর্টকে বিশ্বাস করি না। যতদূর জানি, এই রিপোর্টে সব তথ্য উল্লেখ করা হয়নি। এই রিপোর্টটি যথাযথ নয়।" CAG-র রিপোর্ট নিয়ে মন্তব্য রাহুল গান্ধির।

রাহুল গান্ধি
author img

By

Published : Feb 14, 2019, 6:30 AM IST

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি : CAG (কনট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল)-র রিপোর্টকে মানতে নারাজ কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধি। তিনি বলেন, "আমি CAG-র রিপোর্টকে বিশ্বাস করি না। যতদূর জানি, এই রিপোর্টে সব তথ্য উল্লেখ করা হয়নি। এই রিপোর্টটি যথাযথ নয়।"

গতকাল রাজ্যসভায় রাফাল চুক্তি সংক্রান্ত CAG-র রিপোর্ট পেশ হয়। রিপোর্ট অনুয়ায়ী, রাফাল যুদ্ধবিমানের বর্তমান দাম UPA-র ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। রিপোর্টে আরও বলা হয়েছে, UPA সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার যে চুক্তি করা হয় তাতে ১৭.০৮% টাকা সাশ্রয় হয়েছে।

CAG-র এই রিপোর্ট পেশের পরই বিতর্কের ঝড় ওঠে বিরোধী রাজনৈতিক মহলে। CAG-র রিপোর্ট খারিজ করে রাহুল গান্ধি বলেন, "রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী প্রথমে দাবি করেছিলেন যে, এই চুক্তি হয়েছিল মূলত দাম ও বায়ুসেনাকে দ্রুত যুদ্ধবিমান সরবরাহের জন্য। কিন্তু, নতুন যে চুক্তিতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন তাতে দেখা যাচ্ছে যুদ্ধবিমান মিলবে আরও দেরিতে। এমনকী CAG-র রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্র মোদি, নির্মলা সীতারমন এবং অরুণ জেটলি সংসদে মিথ্যা কথা বলেছেন।"

undefined

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি : CAG (কনট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল)-র রিপোর্টকে মানতে নারাজ কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধি। তিনি বলেন, "আমি CAG-র রিপোর্টকে বিশ্বাস করি না। যতদূর জানি, এই রিপোর্টে সব তথ্য উল্লেখ করা হয়নি। এই রিপোর্টটি যথাযথ নয়।"

গতকাল রাজ্যসভায় রাফাল চুক্তি সংক্রান্ত CAG-র রিপোর্ট পেশ হয়। রিপোর্ট অনুয়ায়ী, রাফাল যুদ্ধবিমানের বর্তমান দাম UPA-র ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। রিপোর্টে আরও বলা হয়েছে, UPA সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার যে চুক্তি করা হয় তাতে ১৭.০৮% টাকা সাশ্রয় হয়েছে।

CAG-র এই রিপোর্ট পেশের পরই বিতর্কের ঝড় ওঠে বিরোধী রাজনৈতিক মহলে। CAG-র রিপোর্ট খারিজ করে রাহুল গান্ধি বলেন, "রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী প্রথমে দাবি করেছিলেন যে, এই চুক্তি হয়েছিল মূলত দাম ও বায়ুসেনাকে দ্রুত যুদ্ধবিমান সরবরাহের জন্য। কিন্তু, নতুন যে চুক্তিতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন তাতে দেখা যাচ্ছে যুদ্ধবিমান মিলবে আরও দেরিতে। এমনকী CAG-র রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্র মোদি, নির্মলা সীতারমন এবং অরুণ জেটলি সংসদে মিথ্যা কথা বলেছেন।"

undefined
Jaipur (Rajasthan), Feb 13 (ANI): Businessman and Congress president Rahul Gandhi's brother-in-law Robert Vadra appeared before ED in Jaipur for interrogation in connection with Bikaner land deal case. The ED is questioning Vadra in criminal case in connection with the deal in 2015.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.