ফ্রান্সে তৈরি রাফাল একটি বহুক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ৷ এটির নকশা ও যুদ্ধবিমানটি তৈরি করেছে ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশন ৷ অস্ত্রে ভরপুর এই রাফাল জল-স্থল-আকাশে যে কোনও অভিযানের জন্য প্রস্তুত ৷
ভারতে রাফাল অভিযানের ইতিহাস
2011 সালের ফেব্রুয়ারিতে ভারতে ফরাসি রাফাল, সুখোই-30-র বিরুদ্ধে এয়ার-টু-এয়ার লড়াই সহ উড়ান প্রদর্শন করে ৷ 2011 সালের এপ্রিলে ভারতীয় বায়ুসেনা 10.4 বিলিয়ন ডলারের চুক্তির জন্য রাফাল এবং ইউরোফাইটার টাইফুনকে বিবেচিত করে ৷ 2012 সালের 31 জানুয়ারি বায়ুসেনা রাফালকে বেশি পছন্দের বলে ঘোষণা করে ৷ প্রস্তাব দেওয়া হয়েছিল, 2015 সালের মধ্যে ব্যবহারে উপযোগী অবস্থায় 18টি রাফাল ভারতীয় বায়ুসেনায় সরবরাহ করা হবে । বাকি 108টি প্রযুক্তি চুক্তি হস্তান্তরের অধীনে ভারতে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) তৈরি করবে । 126টি রাফাল, পরিষেবা এবং যন্ত্রাংশগুলির জন্য চুক্তিটি 20 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে ৷
ভারতে উৎপাদন নিয়ে মতবিরোধের কারণে এই চুক্তি স্থগিত হয় । ড্যাসল্ট 108টি HAL উৎপাদিত রাফালের দায়িত্ব নিতে অস্বীকার করে ৷ পরিবর্তে ড্যাসল্টের তরফে বলা হয়েছিল যে, উভয় সংস্থার আলাদা দু'টি উৎপাদন চুক্তি নিয়ে আলোচনা করতে হবে । পরিবর্তে প্রতিরক্ষা মন্ত্রক চেয়েছিল যে ড্যাসল্ট 126টি বিমানেরই বিক্রয় ও সরবরাহের জন্য একমাত্র দায়বদ্ধ হোক । 2013 সালের মে মাসে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, 2017 সালে প্রথম 18টি রাফাল সরবরাহ করার পরিকল্পনা নিয়ে ফের আলোচনা হতে পারে । আর একটি বিষয় হল- ড্যাসল্ট এই চুক্তির দ্বারা আয়ের 50 শতাংশ ফের বিনিয়োগের কথা বলে । 2014 সালের মার্চ মাসে, উভয়পক্ষই সম্মত হয় যে প্রথম 18টি রাফাল ভারতে পৌঁছে দেওয়া হবে এবং বাকি 108টি রাফালের 70 শতাংশ তৈরি করবে HAL। 2014 সালের ডিসেম্বরে জানা যায়, ভারত ও ফ্রান্স 2015 সালের মার্চের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করবে ৷
2015 সালের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্যারিস সফরের সময় ভারত উড়ানে সক্ষম অবস্থায় থাকা 36টি রাফালের দ্রুত সরবরাহের অনুরোধ করে । তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর বলেছিলেন যে, এগুলি দুই বছরের মধ্যে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে ।
2016 সালের 23 সেপ্টেম্বর 36টি রাফালের জন্য ফ্রান্সের সঙ্গে 59 হাজার কোটি টাকার চুক্তি করা হয় ৷ এই রাফালগুলির মধ্যে 30টি ফাইটার জেট থাকবে এবং ছ'টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে ৷
এরপর 2020 সালের 29 জুলাই দেশে প্রথম দফায় পাঁচটি রাফাল এসে পৌঁছায় ৷ ফ্রান্স থেকে রওনা দেওয়ার দু'দিন পর আম্বালা বিমানঘাঁটিতে এসে পৌঁছায় এই যুদ্ধবিমানগুলি ৷
কোন কোন দেশ রাফাল ব্যবহার করে ?
- ফ্রান্স
- মিশর
- ভারত
- কাতার
রাফাল পরিবার
রাফাল পরিবারের সদস্য অনেক ৷ এই পরিবারে রয়েছে রাফাল এ, রাফাল ডি, রাফাল বি এফ3-আর, রাফাল সি এফ3-আর, রাফাল এম এফ3-আর, রাফাল এন, রাফাল আর, রাফাল ডিএম, রাফাল ইএম, রাফাল ডিএইচ, রাফাল ইএইচ ৷
ভারতীয় বায়ুসেনায় রাফাল
ভারতীয় বায়ুসেনা মোট 36টি রাফাল অর্ডার দিয়েছিল ৷ 28টি একক সিটের ও আটটি দুই সিটযুক্ত ৷ সব ক'টি যুদ্ধবিমান 2021-এর মধ্যে ভারতকে হস্তান্তর করা হবে ৷ 10টি ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ যার মধ্যে পাঁচটি যুদ্ধবিমান ভারতে এসেছে 29 জুলাই ৷ আর পাঁচটি ফ্রান্সে প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে ৷ 17 নম্বর স্কোয়াডরন (গোল্ডেন অ্যারোজ়)-এর অন্তর্ভুক্ত করা হয়েছে রাফালকে ৷ হাসিমারা বিমানঘাঁটিতে এই রাফালগুলি রাখার পরিকল্পনা রয়েছে ৷