ETV Bharat / bharat

কেরালায় প্রথম মহিলা DGP আর শ্রীলেখা - Kerala

একসময় কলেজে অধ্যাপনা ও রিজার্ভ ব্যাংকের কর্মী হিসেবে কাজ করেছেন আর শ্রীলেখা ।

First woman DGP of Kerala
প্রথম মহিলা হিসেবে DGP-র দায়িত্ব নিচ্ছেন আর শ্রীলেখা
author img

By

Published : Jun 1, 2020, 1:42 PM IST

তিরুবনন্তপুরম, 1 জুন : কেরালার প্রথম মহিলা হিসেবে DGP পদে যোগ দিলেন আর শ্রীলেখা । দমকল ও ত্রাণ বিভাগের দায়িত্ব নিলেন তিনি । আজ তিরুবনন্তপুরমে দমকলের হেডকোয়ার্টারে তাঁঁর হাতে দায়িত্ব তুলে দেন এ হেমচন্দ্রন ।

1987 সালে IPS হন শ্রীলেখা । সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি কলেজে অধ্যাপক ও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক ছিলেন । কেরালার পাথানামথিট্টা ও ত্রিচূড় জেলায় DCP -র পদ সামলেছেন ।

পাশাপাশি এর্নাকুলামে DIG হিসেবে যোগ দিয়েছিলেন শ্রীলেখা । কোচি এবং দিল্লিতে সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন (CBI) আধিকারিক হিসেবেও কাজ করেছেন শ্রীলেখা ।

1987 সালে কেরালার প্রথম মহিলা IPS হন আর শ্রীলেখা । 2017 সালে ঠিক হয় ওই ব্যাচের শ্রীলেখা, টোমিন থাচাঙ্কারি, অরুণ কুমার সিনহা ও সুদেশ কুমারের DGP পদে পদোন্নতি হবে । কেরালায় DGP-র চারটি পদ রয়েছে । দু'টি ক্যাডার এবং বাকি দু'টি এক্স ক্যাডারের । বহুমুখী প্রতিভার অধিকারী শ্রীলেখা একজন লেখকও ।

তিরুবনন্তপুরম, 1 জুন : কেরালার প্রথম মহিলা হিসেবে DGP পদে যোগ দিলেন আর শ্রীলেখা । দমকল ও ত্রাণ বিভাগের দায়িত্ব নিলেন তিনি । আজ তিরুবনন্তপুরমে দমকলের হেডকোয়ার্টারে তাঁঁর হাতে দায়িত্ব তুলে দেন এ হেমচন্দ্রন ।

1987 সালে IPS হন শ্রীলেখা । সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি কলেজে অধ্যাপক ও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক ছিলেন । কেরালার পাথানামথিট্টা ও ত্রিচূড় জেলায় DCP -র পদ সামলেছেন ।

পাশাপাশি এর্নাকুলামে DIG হিসেবে যোগ দিয়েছিলেন শ্রীলেখা । কোচি এবং দিল্লিতে সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন (CBI) আধিকারিক হিসেবেও কাজ করেছেন শ্রীলেখা ।

1987 সালে কেরালার প্রথম মহিলা IPS হন আর শ্রীলেখা । 2017 সালে ঠিক হয় ওই ব্যাচের শ্রীলেখা, টোমিন থাচাঙ্কারি, অরুণ কুমার সিনহা ও সুদেশ কুমারের DGP পদে পদোন্নতি হবে । কেরালায় DGP-র চারটি পদ রয়েছে । দু'টি ক্যাডার এবং বাকি দু'টি এক্স ক্যাডারের । বহুমুখী প্রতিভার অধিকারী শ্রীলেখা একজন লেখকও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.