ETV Bharat / bharat

মা-বাবা সম্পর্কিত প্রশ্ন সরানো যেতে পারে NPR থেকে, মন্তব্য পাসওয়ানের - CAA 2019

NPR ফর্মে বাবা-মার জন্মতারিখ ও স্থান নিয়ে ইতিমধ্যে দেশের নানা জায়গায় বিরোধিতা শুরু হয়েছে । এর মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের মন্তব্য ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে । পাসওয়ান বলেন, বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রশ্ন সরানোর দাবি নিয়ে সরকারের বিবেচনা করা উচিত।

ছবি
ছবি
author img

By

Published : Jan 22, 2020, 10:56 AM IST

দিল্লি, 22 জানুয়ারি : ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (NPR) ফর্ম থেকে বাদ দেওয়া যেতে পারে বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রশ্ন । ইতিমধ্যে দেশের নানা প্রান্তে বিরোধিতা শুরু হয়েছে । এবার তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান । তাঁর পরামর্শ বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রশ্ন সরানোর এই দাবি নিয়ে সরকারের বিবেচনা করা উচিত ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাসওয়ান বলেন, ''আমি নিজেই আমার বাবা-মার জন্মতারিখ জানি না । তা প্রমাণ করার নথিপত্র তো দূর-অস্ত । আশা করি, এবিষয়ে সরকার বিবেচনা করবে এবং জন্মতারিখ সংক্রান্ত প্রামাণ্য নথি তৈরি বাধ্যতামূলক হবে না।''

ইতিমধ্যে একাধিক রাজ্যের তরফেও দাবি উঠেছে, যাতে NPR ফর্ম থেকে বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রশ্ন বাদ দেওয়া হয় । কারণ বেশিরভাগ উত্তরদাতারাই তাঁদের বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রমাণ দিতে পারবেন না । তবে ,এখনও পর্যন্ত NPR ফর্ম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি । এসম্পর্কে সরকারও কিছু জানায়নি । তবে রামবিলাস পাসওয়ানের এহেন মন্তব্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দিল্লি, 22 জানুয়ারি : ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (NPR) ফর্ম থেকে বাদ দেওয়া যেতে পারে বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রশ্ন । ইতিমধ্যে দেশের নানা প্রান্তে বিরোধিতা শুরু হয়েছে । এবার তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান । তাঁর পরামর্শ বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রশ্ন সরানোর এই দাবি নিয়ে সরকারের বিবেচনা করা উচিত ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাসওয়ান বলেন, ''আমি নিজেই আমার বাবা-মার জন্মতারিখ জানি না । তা প্রমাণ করার নথিপত্র তো দূর-অস্ত । আশা করি, এবিষয়ে সরকার বিবেচনা করবে এবং জন্মতারিখ সংক্রান্ত প্রামাণ্য নথি তৈরি বাধ্যতামূলক হবে না।''

ইতিমধ্যে একাধিক রাজ্যের তরফেও দাবি উঠেছে, যাতে NPR ফর্ম থেকে বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রশ্ন বাদ দেওয়া হয় । কারণ বেশিরভাগ উত্তরদাতারাই তাঁদের বাবা-মার জন্মতারিখ ও স্থান সম্পর্কিত প্রমাণ দিতে পারবেন না । তবে ,এখনও পর্যন্ত NPR ফর্ম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি । এসম্পর্কে সরকারও কিছু জানায়নি । তবে রামবিলাস পাসওয়ানের এহেন মন্তব্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Kolkata, Jan 21 (ANI): Bharatiya Janata Party (BJP) West Bengal vice president CK Bose on January 21 sparked controversy with his comments on erstwhile political leaders while speaking of India's partition. He said, "Jinnah was a secular leader, he never wanted partition and he was compelled and alienated by the Congress party. Jinnah was not in favour of Pakistan, India got divided because of the communal leaders of the Congress regime, Sardar Patel, Pandit Nehru and even Mahatma Gandhi who accepted partition."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.