ETV Bharat / bharat

ছক কষেই জওয়ানদের উপর হামলা, অনুমান তদন্তকারীদের - terrorist

জওয়ানদের উপর হামলা ছক করেই করা হয়েছে। প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Feb 15, 2019, 5:40 AM IST

পুলওয়ামা, ১৫ ফেব্রুয়ারি : জওয়ানদের উপর হামলা পূর্বপরিকল্পিত। রীতিমতো ছক কষে এই হামলা চালানো হয়, প্রাথমিক তদন্তের পর মনে করছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা, CRPF-র বড়সড় কনভয় ওই রাস্তা দিয়ে যাবে সেই তথ্য আগে থেকেই জঙ্গিদের কাছে ছিল। সেইমতো তারা ব্লুপ্রিন্ট তৈরি করে। আর হামলা চালানো হয়।

গতকালের এই হামলার ঘটনা উরির ভয়াবহতাকেও ছাপিয়ে গেছে। আত্মঘাতী এই জঙ্গি হামলায় কমপক্ষে ৪৪ CRPF জওয়ান শহিদ হয়েছেন। জখম হয়েছেন একাধিক। দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার লাটুমোদের হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল এই কনভয়। তখনই হামলা চালানো হয়। সাধারণত একটি কনভয়ে ১০০০ জন জওয়ান থাকেন। কিন্তু এই কনভয়ে ছিলেন ২৫৪৭ জন। এক তদন্তকারী অফিসার জানান, একসঙ্গে অনেক জওয়ান ওই এলাকা দিয়ে যাবেন, এই খবর সম্ভবত জঙ্গিদের কাছে আগে থেকেই ছিল। খারাপ আবহাওয়া ও প্রশাসনিক কারণে হাইওয়ের ওই এলাকা থেকে জওয়ানদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে NIA ও NSG।

সাম্প্রতিক কালে এত বড় জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে হয়নি। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে চারজন জঙ্গি হামলা চালায়। ভোর ৫টা ৩০ নাগাদ চলে এই হামলা। ঘটনায় ১৯ জন জওয়ান নিহত হন। ২০১০-এর পর জওয়ানদের উপর এত বড় হামলা ঘটনা। সেবার ছত্তিশগড়ে জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা। ৭৬ জন জওয়ান শহিদ হন।

undefined

পুলওয়ামা, ১৫ ফেব্রুয়ারি : জওয়ানদের উপর হামলা পূর্বপরিকল্পিত। রীতিমতো ছক কষে এই হামলা চালানো হয়, প্রাথমিক তদন্তের পর মনে করছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা, CRPF-র বড়সড় কনভয় ওই রাস্তা দিয়ে যাবে সেই তথ্য আগে থেকেই জঙ্গিদের কাছে ছিল। সেইমতো তারা ব্লুপ্রিন্ট তৈরি করে। আর হামলা চালানো হয়।

গতকালের এই হামলার ঘটনা উরির ভয়াবহতাকেও ছাপিয়ে গেছে। আত্মঘাতী এই জঙ্গি হামলায় কমপক্ষে ৪৪ CRPF জওয়ান শহিদ হয়েছেন। জখম হয়েছেন একাধিক। দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার লাটুমোদের হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল এই কনভয়। তখনই হামলা চালানো হয়। সাধারণত একটি কনভয়ে ১০০০ জন জওয়ান থাকেন। কিন্তু এই কনভয়ে ছিলেন ২৫৪৭ জন। এক তদন্তকারী অফিসার জানান, একসঙ্গে অনেক জওয়ান ওই এলাকা দিয়ে যাবেন, এই খবর সম্ভবত জঙ্গিদের কাছে আগে থেকেই ছিল। খারাপ আবহাওয়া ও প্রশাসনিক কারণে হাইওয়ের ওই এলাকা থেকে জওয়ানদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে NIA ও NSG।

সাম্প্রতিক কালে এত বড় জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে হয়নি। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে চারজন জঙ্গি হামলা চালায়। ভোর ৫টা ৩০ নাগাদ চলে এই হামলা। ঘটনায় ১৯ জন জওয়ান নিহত হন। ২০১০-এর পর জওয়ানদের উপর এত বড় হামলা ঘটনা। সেবার ছত্তিশগড়ে জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা। ৭৬ জন জওয়ান শহিদ হন।

undefined
RESTRICTION SUMMARY: NO ACCESS RUSSIA/EVN
SHOTLIST:
RUSSIAN POOL - NO ACCESS RUSSIA/EVN
Sochi - 14 February 2019
1. Various of Russian President Vladimir Putin warming up with Russian judo champions
2. Various of Putin training with the champions
3. Various of group posing for photos
STORYLINE:
Russian President Vladimir Putin joined the country's judo team for a training session in Sochi on Thursday.
The president warmed up and trained with Russia's best judo fighters in the city that hosted the 2014 Winter Olympics.
He performed various takedowns on male fighters and was only toppled to the ground by a female fighter.
Putin then posed for a photo with the team.
Speaking to journalists, Putin said he enjoyed the training and likes judo, which he said cheers him up.
Putin is in Sochi for discussions with Turkey and Iran about the planned withdrawal of US troops from Syria.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.