পুলওয়ামা, ১৫ ফেব্রুয়ারি : জওয়ানদের উপর হামলা পূর্বপরিকল্পিত। রীতিমতো ছক কষে এই হামলা চালানো হয়, প্রাথমিক তদন্তের পর মনে করছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা, CRPF-র বড়সড় কনভয় ওই রাস্তা দিয়ে যাবে সেই তথ্য আগে থেকেই জঙ্গিদের কাছে ছিল। সেইমতো তারা ব্লুপ্রিন্ট তৈরি করে। আর হামলা চালানো হয়।
গতকালের এই হামলার ঘটনা উরির ভয়াবহতাকেও ছাপিয়ে গেছে। আত্মঘাতী এই জঙ্গি হামলায় কমপক্ষে ৪৪ CRPF জওয়ান শহিদ হয়েছেন। জখম হয়েছেন একাধিক। দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার লাটুমোদের হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল এই কনভয়। তখনই হামলা চালানো হয়। সাধারণত একটি কনভয়ে ১০০০ জন জওয়ান থাকেন। কিন্তু এই কনভয়ে ছিলেন ২৫৪৭ জন। এক তদন্তকারী অফিসার জানান, একসঙ্গে অনেক জওয়ান ওই এলাকা দিয়ে যাবেন, এই খবর সম্ভবত জঙ্গিদের কাছে আগে থেকেই ছিল। খারাপ আবহাওয়া ও প্রশাসনিক কারণে হাইওয়ের ওই এলাকা থেকে জওয়ানদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে NIA ও NSG।
সাম্প্রতিক কালে এত বড় জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে হয়নি। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে চারজন জঙ্গি হামলা চালায়। ভোর ৫টা ৩০ নাগাদ চলে এই হামলা। ঘটনায় ১৯ জন জওয়ান নিহত হন। ২০১০-এর পর জওয়ানদের উপর এত বড় হামলা ঘটনা। সেবার ছত্তিশগড়ে জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা। ৭৬ জন জওয়ান শহিদ হন।