চন্ডীগড়, 6 জানুয়ারি : কোরোনা পরিস্থিতির পরে পঞ্জাবের সমস্ত স্কুলে শুরু হতে চলেছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনির পঠনপাঠন । স্কুল খোলা থাকবে সকাল 10 টা থেকে 3 টে পর্যন্ত বলে জানিয়েছেন পঞ্জাবের শিক্ষামন্ত্রী বিজয়ইন্দর সিংলা ।
শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিংলা বলেন, অভিভাবকদের অবিরাম দাবি করার পরেই সরকারি, আধা সরকারি এবং বেসরকারি স্কুল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, "কোরোনা পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে । সমস্ত স্কুলগুলিকে রাজ্য স্বাস্থ্য বিভাগ দ্বারা জারি করা কোরোনার কঠোর বিধি মানতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অবলম্বন করতে হবে ।"
আবার স্কুলের প্রশাসনিক বিভাগের তরফে অনুরোধ জানানো হয়, স্কুলের শিক্ষা বিভাগ খুলে দেওয়া হোক । বার্ষিক পরীক্ষার আগে পঠনপাঠন চালু হলে তা ছাত্রছাত্রীদেরই সুবিধা হবে ।
2020 সালের প্রথমার্ধে কোরোনা সংক্রমণ হতে শুরু করে । সংক্রমণ এড়াতে সারা দেশে লকডাউন কার্যকর করা হয় । তবে সম্প্রতি কোরোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় সমস্ত পরিষেবা পুনরায় খুলতে শুরু করেছে । কোরোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রথমে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, এবং প্রাপ্ত বয়স্কদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের প্রধান ।