চণ্ডীগড়, 12 এপ্রিল : পাতিয়ালায় লকডাউনে কর্মরত পুলিশকর্মীদের উপর হামলা নিহং(ধর্মীয় গোষ্ঠী) সদস্যদের । কেটে নেওয়া হল এক পুলিশ আধিকারিকের হাত । বর্তমানে তিনি নিকটবর্তী PGI হাসপাতালে চিকিৎসাধীন । হামলায় জখম হন আরও দুই আধিকারিক। তাঁদেরও চিকিৎসা চলছে ।
লকডাউনের জেরে পাতিয়ালায় একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে । আজ সকালে পাতিয়ালার সানৌরের একটি সবজি বাজারে এসেছিলেন নিহং গোষ্ঠীর কয়েকজন। সবজি কিনছিলেন তাঁরা । এলাকায় মোতায়েন থাকা পুলিশ আধিকারিক-কর্মীরা তখন তাঁদের করফিউ পাস দেখাতে বলেন । কিন্তু তা দেখাতে রাজি হননি তাঁরা ।
সেই সূত্রেই পুলিশ ও নিহংদের মধ্যে বচসা শুরু হয় । ব্যারিকেড ভেঙে পালাতে চেষ্টা করেন নিহংরা । উভয়পক্ষের মধ্যে ঝামেলা বাধে । অস্ত্রধারী নিহংরা চড়াও হন পুলিশের উপর । ঘটনায় এক পুলিশ আধিতকারিকের হাত কাটা যায় । এরপরই ঘটনাস্থান থেকে পালিয়ে গিয়ে নিকটবর্তী একটি গুরুদোয়ারায় গা ঢাকা দেন নিহংরা । খবর পেয়ে পুলিশবাহিনী পৌঁছায় এলাকায় । ওই গুরুদোয়ারা এলাকা ঘিরে ফেলা হয় । ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশের গুলিতে জখম হয়েছেন এক নিহং সদস্য । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থানে রয়েছেন DIG জিতেন্দ অউলাখ, SSP মণদীপ সিং সিদ্ধু ।