ETV Bharat / bharat

সার্জিকাল স্ট্রাইকের ভয়ে লঞ্চপ্যাড থেকে জঙ্গি সরাচ্ছে পাকিস্তান !

পুলওয়ামা হামলার লাইন অফ কন্ট্রোল বরাবর লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের সরিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 17, 2019, 8:58 PM IST

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় হামলার পর ভারতের তরফে একাধিকবার ঘুরিয়ে সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই আশঙ্কায় লাইন অফ কন্ট্রোল বরাবর লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের সরিয়ে সেনা ছাউনির কাছে নিয়ে যাচ্ছে পাকিস্তান।

বৃহস্পতিবার দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলার পর থেকেই নাম না করে পাকিস্তানকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সেনাকেও কড়া পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একাধিক মহলের দাবি, ঘুরিয়ে কার্যত সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন মোদি। ২০১৬ সালে উরি সেনা ছাউনিতে হামলার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। সীমান্ত বরাবর জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করা হয়। তাই এবার আগেভাগেই লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের সরিয়ে নিয়ে আসছে পাকিস্তান।

যদিও গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সীমান্ত বরাবর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলেও কেউই আগ্রাসী পদক্ষেপ নেয়নি। কিন্তু, ভারত আক্রমণ চালালে তা প্রতিহত করতে নিজেদের ঘর গুছিয়ে রাখছে পাকিস্তান। তাই সীমান্ত বরাবর শীতকালীন ছাউনিগুলি থেকে সেনা সরায়নি পাকিস্তান। সাধারণত শীতের পর এই সময় প্রতি বছর ছাউনিগুলি খালি করে দেওয়া হয়। গোয়েন্দাদের অনুমান, কমপক্ষে ৫০-৬০টি ছাউনিতে এখনও পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। তবে সেখানে ঠিক কতজন রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই।

undefined

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় হামলার পর ভারতের তরফে একাধিকবার ঘুরিয়ে সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই আশঙ্কায় লাইন অফ কন্ট্রোল বরাবর লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের সরিয়ে সেনা ছাউনির কাছে নিয়ে যাচ্ছে পাকিস্তান।

বৃহস্পতিবার দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলার পর থেকেই নাম না করে পাকিস্তানকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সেনাকেও কড়া পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একাধিক মহলের দাবি, ঘুরিয়ে কার্যত সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন মোদি। ২০১৬ সালে উরি সেনা ছাউনিতে হামলার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। সীমান্ত বরাবর জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করা হয়। তাই এবার আগেভাগেই লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের সরিয়ে নিয়ে আসছে পাকিস্তান।

যদিও গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সীমান্ত বরাবর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলেও কেউই আগ্রাসী পদক্ষেপ নেয়নি। কিন্তু, ভারত আক্রমণ চালালে তা প্রতিহত করতে নিজেদের ঘর গুছিয়ে রাখছে পাকিস্তান। তাই সীমান্ত বরাবর শীতকালীন ছাউনিগুলি থেকে সেনা সরায়নি পাকিস্তান। সাধারণত শীতের পর এই সময় প্রতি বছর ছাউনিগুলি খালি করে দেওয়া হয়। গোয়েন্দাদের অনুমান, কমপক্ষে ৫০-৬০টি ছাউনিতে এখনও পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। তবে সেখানে ঠিক কতজন রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই।

undefined

New Delhi, Feb 17 (ANI): After more than 40 Central Reserve Police Force (CRPF) jawans were killed in the Pulwama terror attack on February 14, riders of the Storm Motorcycle Club organised a brotherhood ride to pay homage to the slain soldiers of Pulwama terror incident in Delhi. This is the first time that all the super bike riders came under one umbrella and riding different kinds of bikes including-Harley-Davidson, Ducati, BMW and triumph bikes. All the bikers initially gathered in front of Hotel Taj Mansingh. They also lighted candles at India Gate to pay tribute to the soldiers who lost their lives in this gruesome incident. This was the worst ever terror attack in Jammu and Kashmir since militancy erupted in 1989.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.