ETV Bharat / bharat

"আজমের দরগায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ হোক"

আজমিরের দরগায় পাকিস্তান্দের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানালেন দরগা প্রধান জয়নুল আবেদিন আলি খান।

আজমের দরগা
author img

By

Published : Feb 16, 2019, 7:23 AM IST

আজমের, ১৬ ফেব্রুয়ারি : পাকিস্তান থেকে আসা তীর্থযাত্রীদের আজমের দরগায় প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানালেন ওই দরগার প্রধান জয়নুল আবেদিন আলি খান। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন জ়াইনুল আবেদিন আলি খান।

আজমের শরিফ দরগায় দেশ-বিদেশ থেকে বহু ভক্ত আসে। পাকিস্তান থেকেও তীর্থযাত্রী আসে এখানে। কিন্তু পুলওয়ামা হামলার পর পাকিস্তানের তীর্থযাত্রীদের দরগায় প্রবেশ করতে দেওয়া উচিত নয় বলে মনে করেন জ়াইনুল আবেদিন আলি খান। এই হামলার নিন্দা করে তাঁর আরও বক্তব্য, পুলওয়ামার এই জঙ্গি হামলা ইসলাম কোনওভাবেই সমর্থন করে না। শহিদদের পরিবার পিছু এক কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেন তিনি। জ়াইনুল আবেদিন আলি খানের কথায়, "নির্দোষদের উপর এই আক্রমণ ইসলাম বিরোধী। জঙ্গিরা কাপুরুষের মতো কাজ করেছে।"

বৃহস্পতিবার শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর একটি কনভয় যাচ্ছিল। সেইসময় ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের ভ্যানে ধাক্কা মারে। বিস্ফোরণে শহিদ হন ৪৫ জন CRPF জওয়ান। ঘটনার তীব্র নিন্দা করেছে বিশ্বের বহু দেশ। ভারতের পাশে দাঁড়িয়েছে অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "কাপুরুষোচিত এই আক্রমণের মূল্য চোকাতে হবে জঙ্গিদের।"

undefined

আজমের, ১৬ ফেব্রুয়ারি : পাকিস্তান থেকে আসা তীর্থযাত্রীদের আজমের দরগায় প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানালেন ওই দরগার প্রধান জয়নুল আবেদিন আলি খান। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন জ়াইনুল আবেদিন আলি খান।

আজমের শরিফ দরগায় দেশ-বিদেশ থেকে বহু ভক্ত আসে। পাকিস্তান থেকেও তীর্থযাত্রী আসে এখানে। কিন্তু পুলওয়ামা হামলার পর পাকিস্তানের তীর্থযাত্রীদের দরগায় প্রবেশ করতে দেওয়া উচিত নয় বলে মনে করেন জ়াইনুল আবেদিন আলি খান। এই হামলার নিন্দা করে তাঁর আরও বক্তব্য, পুলওয়ামার এই জঙ্গি হামলা ইসলাম কোনওভাবেই সমর্থন করে না। শহিদদের পরিবার পিছু এক কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেন তিনি। জ়াইনুল আবেদিন আলি খানের কথায়, "নির্দোষদের উপর এই আক্রমণ ইসলাম বিরোধী। জঙ্গিরা কাপুরুষের মতো কাজ করেছে।"

বৃহস্পতিবার শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর একটি কনভয় যাচ্ছিল। সেইসময় ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের ভ্যানে ধাক্কা মারে। বিস্ফোরণে শহিদ হন ৪৫ জন CRPF জওয়ান। ঘটনার তীব্র নিন্দা করেছে বিশ্বের বহু দেশ। ভারতের পাশে দাঁড়িয়েছে অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "কাপুরুষোচিত এই আক্রমণের মূল্য চোকাতে হবে জঙ্গিদের।"

undefined
Madurai (Tamil Nadu), Feb 15 (ANI): Union Law Minister Ravi Shankar Prasad condemned the attack on CPRF personnel in Pulwama district on Jammu and Kashmir. Addressing the mediapersons, he said, "We condemn the attack on our security forces. The country stands fully and firmly behind the sacrifice of the brave jawans of CRPF. And surely their sacrifice, will not be allowed to go in vain." Talking about the fitting measures against the act of terrorism he added, "There would be appropriate and suitable response. Pakistan stands isolated. Those who have perpetrated, supported and patronized such kind of heinous offence shall not go unpunished."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.