ETV Bharat / bharat

পরিবেশ দূষণ রুখতে পথ দেখাচ্ছে প্লাস্টিকমুক্ত পিল্লাইয়ারকুপ্পম - No Plastic Life Fantastic

প্লাস্টিকের বদলে কাপড় আর কাগজের ব্যাগের ব্যবহার বাড়াচ্ছে পুদুচেরির পিল্লাইয়ারকুপ্পম ৷ 2010 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই গ্রাম প্লাস্টিকমুক্ত ৷

No Plastic Life Fantastic
পিল্লাইয়ারকুপ্পম
author img

By

Published : Jan 15, 2020, 8:36 AM IST

পুদুচেরি, 14 জানুয়ারি : প্লাস্টিকের ব্যবহার কমাতে নতুন দিশা দেখাচ্ছে পুদুচেরির পিল্লাইয়ারকুপ্পম ৷ একক ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে গ্রামবাসীরা বানাচ্ছে কাপড় আর কাগজের ব্যাগ ৷ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পিল্লাইয়ারকুপ্পম এখন হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ৷

গ্রামের লোকদের এই উদ্যোগে সাহায্য করছে পুদুচেরি পরিবেশ দপ্তর ৷ শুরুর দিকে গ্রামবাসীদের কাপড় আর কাগজের ব্যাগ বানাতে প্রশিক্ষণও দিয়েছে পরিবেশ দপ্তর ৷ কাপড় আর কাগজের এই ব্যাগগুলি গ্রামবাসীরা এলাকার মুদিখানা ও অন্যান্য দোকানগুলিকে পাঠানো হয় ৷ পিল্লাইয়ারকুপ্পমের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷

প্লাস্টিকমুক্ত পিল্লাইয়ারকুপ্পম হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র

পুদুচেরি সরকারের পরিবেশ দপ্তরের ইঞ্জিনিয়র সুরেশ জানিয়েছেন, "2010 সাল থেকে পিল্লাইয়ারকুপ্পম গ্রামকে প্লাস্টিক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আমরা কাপড় আর কাগজের ব্যাগ বানাতে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াচ্ছি ৷ স্থানীয় মহিলা ও যুবকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ৷ "

পুদুচেরি, 14 জানুয়ারি : প্লাস্টিকের ব্যবহার কমাতে নতুন দিশা দেখাচ্ছে পুদুচেরির পিল্লাইয়ারকুপ্পম ৷ একক ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে গ্রামবাসীরা বানাচ্ছে কাপড় আর কাগজের ব্যাগ ৷ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পিল্লাইয়ারকুপ্পম এখন হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ৷

গ্রামের লোকদের এই উদ্যোগে সাহায্য করছে পুদুচেরি পরিবেশ দপ্তর ৷ শুরুর দিকে গ্রামবাসীদের কাপড় আর কাগজের ব্যাগ বানাতে প্রশিক্ষণও দিয়েছে পরিবেশ দপ্তর ৷ কাপড় আর কাগজের এই ব্যাগগুলি গ্রামবাসীরা এলাকার মুদিখানা ও অন্যান্য দোকানগুলিকে পাঠানো হয় ৷ পিল্লাইয়ারকুপ্পমের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷

প্লাস্টিকমুক্ত পিল্লাইয়ারকুপ্পম হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র

পুদুচেরি সরকারের পরিবেশ দপ্তরের ইঞ্জিনিয়র সুরেশ জানিয়েছেন, "2010 সাল থেকে পিল্লাইয়ারকুপ্পম গ্রামকে প্লাস্টিক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আমরা কাপড় আর কাগজের ব্যাগ বানাতে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াচ্ছি ৷ স্থানীয় মহিলা ও যুবকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ৷ "


New Delhi, Jan 14 (ANI): External Affairs Minister S Jaishankar attended the inaugural session of Raisina Dialogue 2020 in Delhi on Jan 14. Speaking at the event, he said, "5 years ago, Prime Minister, you gave us a challenge. It was your view that as a rising power, India should not just be participating in global conversations organised by others." "You felt strongly that it was imp to create our own platforms, organise discourses and shape narratives. 5 years later, I can state with some confidence that we have delivered to a great measure on those expectations," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.