ETV Bharat / bharat

কোরোনা হাসপাতালের শৌচালয় পরিষ্কার করলেন স্বাস্থ্যমন্ত্রী - কোরোনা

একাধিকবার অভিযোগ পেয়েছিলেন, কোরোনা ওয়ার্ডের শৌচালয় পরিষ্কার হচ্ছে না ৷ সেই কারণে পুদুচেরির স্বাস্থ্যমন্ত্রী নিজেই হাসপাতালে গিয়ে শৌচালয় পরিষ্কার করলেন ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 31, 2020, 8:49 AM IST

পুদুচেরি, 30 অগাস্ট : হাতে ঝাঁটা । সঙ্গে সাবান ৷ কোরোনা হাসপাতালের শৌচাগার পরিষ্কার করতে দেখা গেল খোদ মন্ত্রীকে ৷ এই ছবি ধরা পড়ল পুদুচেরির ইন্দিরা গান্ধি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷

পুদুচেরির স্বাস্থ্যমন্ত্রী মালাদি কৃষ্ণা রাও ৷ অনেকদিন ধরেই অভিযোগ পাচ্ছিলেন, ওই হাসপাতালের কোরোনা ওয়ার্ডের শৌচালয় অপরিষ্কার ৷ ক্রমাগত ব্যবহার করার পরও কেউ সেই শৌচালয় পরিষ্কার করছেন না ৷ এই সব অভিযোগ পাওয়ার পর তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন ৷ এবং নিজেই ব্রাশ ও সাবান নিয়ে শৌচাগার পরিষ্কার করতে শুরু করেন ৷ এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়মিত শৌচালয় পরিষ্কার করার নির্দেশ দেন ৷

একই সঙ্গে তিনি রোগীদের উদ্দেশে বলেন, কোরোনার কারণে শৌচালয় পরিষ্কারের কর্মী কম থাকায় তাঁরা নিজেরাও যেন সতর্ক থাকেন । পাশাপাশি সাফাইকর্মীদের বুঝিয়ে বলেন শৌচাগার পরিষ্কারের গুরুত্ব ৷ তিনি জানান, "সরকার চুক্তির ভিত্তিতে ৪৫৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে ৷ যার মধ্যে চিকিৎসক, নার্স, স্যানিটারি কর্মী এবং অন্যান্য শ্রেণির কর্মী রয়েছে । আরও ৮০ জন কর্মী ও নার্স ৩০ অগাস্ট কাজে যোগ দেবেন ৷"

পুদুচেরি, 30 অগাস্ট : হাতে ঝাঁটা । সঙ্গে সাবান ৷ কোরোনা হাসপাতালের শৌচাগার পরিষ্কার করতে দেখা গেল খোদ মন্ত্রীকে ৷ এই ছবি ধরা পড়ল পুদুচেরির ইন্দিরা গান্ধি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷

পুদুচেরির স্বাস্থ্যমন্ত্রী মালাদি কৃষ্ণা রাও ৷ অনেকদিন ধরেই অভিযোগ পাচ্ছিলেন, ওই হাসপাতালের কোরোনা ওয়ার্ডের শৌচালয় অপরিষ্কার ৷ ক্রমাগত ব্যবহার করার পরও কেউ সেই শৌচালয় পরিষ্কার করছেন না ৷ এই সব অভিযোগ পাওয়ার পর তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন ৷ এবং নিজেই ব্রাশ ও সাবান নিয়ে শৌচাগার পরিষ্কার করতে শুরু করেন ৷ এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়মিত শৌচালয় পরিষ্কার করার নির্দেশ দেন ৷

একই সঙ্গে তিনি রোগীদের উদ্দেশে বলেন, কোরোনার কারণে শৌচালয় পরিষ্কারের কর্মী কম থাকায় তাঁরা নিজেরাও যেন সতর্ক থাকেন । পাশাপাশি সাফাইকর্মীদের বুঝিয়ে বলেন শৌচাগার পরিষ্কারের গুরুত্ব ৷ তিনি জানান, "সরকার চুক্তির ভিত্তিতে ৪৫৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে ৷ যার মধ্যে চিকিৎসক, নার্স, স্যানিটারি কর্মী এবং অন্যান্য শ্রেণির কর্মী রয়েছে । আরও ৮০ জন কর্মী ও নার্স ৩০ অগাস্ট কাজে যোগ দেবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.