দিল্লি, 6 মে: খুব তাড়াতাড়ি গোটা দেশজুড়ে সচল হবে পরিবহন পরিষেবা । যদিও সেক্ষেত্রে কেন্দ্রের দেওয়া কিছু নির্দেশিকা মেনে চলতে হবে । বুধবার এমনই আশার বাণী শুনিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ।
লকডাউনে পরিবহন পরিষেবা বন্ধ থাকায় বিপদে পড়েছে সাধারণ মানুষ । পাশাপাশি পরিবহন সংস্থাগুলিও চরম ক্ষতির সম্মুখীন হয়েছে । সব মিলিয়ে দেশজুড়ে পরিবহন পরিষেবা স্বাভাবিক করার দাবি উঠেছে বারবারই । এই নিয়ে বুধবার ভিডিয়ো কনফারেন্সে দেশের বাস ও কার অপারেটরস কনফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ।
-
#LiveNow Interaction with members of Bus & Car Operators Confederation of India https://t.co/Q74pzXLlgt
— Nitin Gadkari (@nitin_gadkari) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#LiveNow Interaction with members of Bus & Car Operators Confederation of India https://t.co/Q74pzXLlgt
— Nitin Gadkari (@nitin_gadkari) May 6, 2020#LiveNow Interaction with members of Bus & Car Operators Confederation of India https://t.co/Q74pzXLlgt
— Nitin Gadkari (@nitin_gadkari) May 6, 2020
বৈঠকে তিনি বলেন, "খুব শীঘ্রই জন পরিবহন ব্যবস্থা চালু করা হবে । তবে কিছু গাইডলাইন মেনে চলতে হবে । যেমন বাসের মধ্যে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । মাস্ক ব্যবহার করতে হবে । পাশাপাশি বাস চালকদের হ্যান্ড স্যানিটাইজ়ার, ফেস মাস্কের মতো সমস্তরকম সুরক্ষা মেনে চলতে হবে ।" যদিও ঠিক কবে থেকে পরিবহন পরিষেবা সচল হবে তা স্পষ্ট করে কিছু জানাননি পরিবহন মন্ত্রী । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন বলে জানান গড়করি ।
এমনিতে গ্রিন জ়োনগুলিতে পরিবহন চলাচলের অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার । তবে গোটা দেশে কবে থেকে পরিবহন পরিষেবা চালু হবে তা এখনও স্পষ্ট নয় । হয়তো খুব তাড়াতাড়ি এই বিষয়ে কেন্দ্র সরকার ঘোষণা করবে । তারই ইঙ্গিত দিয়ে রাখলেন পরিবহন মন্ত্রী ।