ETV Bharat / bharat

PUBG সহ 118টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের - ইউসি ব্রাউজ়ার

নিষিদ্ধ PUBG
নিষিদ্ধ PUBG
author img

By

Published : Sep 2, 2020, 5:32 PM IST

Updated : Sep 2, 2020, 6:12 PM IST

17:27 September 02

দিল্লি, 2 সেপ্টেম্বর :  ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের ৷ জনপ্রিয় মোবাইল অ্যাপ PUBG সহ 118টি অ্যাপ্লিকেশন ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ সবকটি অ্যাপের সঙ্গেই চিনা সংস্থার সংযোগ রয়েছে ৷ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে 118টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয় ৷ এই অ্যাপগুলির মধ্যে আছে জনপ্রিয় মোবাইল গেম PUBG ৷ এছাড়া আছে WeChat, Baidu, Super clean, Chess Rush, PUBG mobile lite, Photo Gallery And Album-র মতো জনপ্রিয় অ্যাপ ৷  

সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ও দেশের সাইবার নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে ৷ এর আগে 29 জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীর সরকারের তরফে ।  

15 জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় ও চিনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় দু'পক্ষের লড়াইয়ে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । চিনা দ্রব্য বয়কটের দাবি জানানো হয় দেশের বিভিন্ন জায়গা থেকে ৷ তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 

17:27 September 02

দিল্লি, 2 সেপ্টেম্বর :  ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের ৷ জনপ্রিয় মোবাইল অ্যাপ PUBG সহ 118টি অ্যাপ্লিকেশন ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ সবকটি অ্যাপের সঙ্গেই চিনা সংস্থার সংযোগ রয়েছে ৷ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে 118টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয় ৷ এই অ্যাপগুলির মধ্যে আছে জনপ্রিয় মোবাইল গেম PUBG ৷ এছাড়া আছে WeChat, Baidu, Super clean, Chess Rush, PUBG mobile lite, Photo Gallery And Album-র মতো জনপ্রিয় অ্যাপ ৷  

সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ও দেশের সাইবার নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে ৷ এর আগে 29 জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীর সরকারের তরফে ।  

15 জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় ও চিনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় দু'পক্ষের লড়াইয়ে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । চিনা দ্রব্য বয়কটের দাবি জানানো হয় দেশের বিভিন্ন জায়গা থেকে ৷ তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 

Last Updated : Sep 2, 2020, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.