ETV Bharat / bharat

JNU : সংসদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আটক 100 পড়ুয়া - Protesting JNU Students Stopped By Cops

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংসদ অভিযান কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকেই সরগরম ছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ৷ পড়ুয়াদের আটকানোর জন্য বসানো হয়েছিল একাধিক ব্যারিকেড ৷ সংসদ অভিযান শুরু হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে পড়ুয়াদের ৷ ভাঙা হয় ব্যারিকেড ৷

জেএনইউ প্রোটেস্ট
author img

By

Published : Nov 18, 2019, 12:52 PM IST

Updated : Nov 18, 2019, 11:27 PM IST

দিল্লি, 18 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংসদ অভিযান কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকেই সরগরম ছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ৷ পড়ুয়াদের আটকানোর জন্য বসানো হয়েছিল একাধিক ব্যারিকেড ৷ সংসদ অভিযান শুরু হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে পড়ুয়াদের ৷ ভাঙা হয় ব্যারিকেড ৷ আটক করা হয় 100 জনকে ৷

প্রথমে বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের সামনে, দ্বিতীয়বার বের সরাই রোড, এবং তারপর সফদারগঞ্জ সৌধের কাছে বাধা দেওয়া হয় আন্দোলনরত পড়ুয়াদের ৷ আজ পড়ুয়া-পুলিশ সংঘর্ষের জেরে দিল্লির প্যাটেল চক, উদ্যোগ ভবন, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, লোকনায়েঙ্ক মার্গ এই স্টেশনগুলিতে থামানো হয়নি মেট্রো ৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে হস্টেলে ফি বাড়িয়েছে । ফি বৃদ্ধির প্রতিবাদে 11 নভেম্বর সমাবর্তনের দিন উত্তাল হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ সমাবর্তনে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ বসন্তকুঞ্জের AICTE প্রেক্ষাগৃহে সমাবর্তনের অনুষ্ঠান চললেও বাইরে পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধ হয়েছিল ৷ এবার তাই শুরু থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল দিল্লি পুলিশ ৷

ফি বৃদ্ধির প্রতিবাদে এবং আগের ফি পুনরায় বহাল করার দাবিতে আজ সংসদ অভিযান কর্মসূচি নেয় আন্দোলনরত পড়ুয়ারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ৷ আন্দোলনরত কয়েকশো পড়ুয়াকে বাধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের সামনে বসানো হয় ব্যারিকেড ৷ ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে এগোতে শুরু করে পড়ুয়ারা ৷ এরপর বের সরাই রোডের সামনে আবারও বাধা দেওয়ার চেষ্টা করা হয় পড়ুয়াদের ৷ প্রায় বিকেল 4টে নাগাদ সফদারগঞ্জ সৌধের কাছে আটকে দেওয়া হয় আন্দোলনরত পড়ুয়াদের ৷ প্রতিবাদ কর্মসূচিতে অভিযোগ উঠেছে পুলিশের লাঠিচার্জেরও ৷ দিল্লি পুলিশের জন সংযোগ আধিকারিক মদনদীপ এস রন্ধাওয়া বলেন, "আমরা পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলি জানার চেষ্টা করছি ৷ পাশাপাশি আইনকে নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্যও তাদের অনুরোধ করা হচ্ছে ৷ লাঠিচার্জের অভিযোগের বিষয়টিও আমরা তদন্ত করে দেখব ৷" উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷

দিল্লি, 18 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংসদ অভিযান কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকেই সরগরম ছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ৷ পড়ুয়াদের আটকানোর জন্য বসানো হয়েছিল একাধিক ব্যারিকেড ৷ সংসদ অভিযান শুরু হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে পড়ুয়াদের ৷ ভাঙা হয় ব্যারিকেড ৷ আটক করা হয় 100 জনকে ৷

প্রথমে বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের সামনে, দ্বিতীয়বার বের সরাই রোড, এবং তারপর সফদারগঞ্জ সৌধের কাছে বাধা দেওয়া হয় আন্দোলনরত পড়ুয়াদের ৷ আজ পড়ুয়া-পুলিশ সংঘর্ষের জেরে দিল্লির প্যাটেল চক, উদ্যোগ ভবন, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, লোকনায়েঙ্ক মার্গ এই স্টেশনগুলিতে থামানো হয়নি মেট্রো ৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে হস্টেলে ফি বাড়িয়েছে । ফি বৃদ্ধির প্রতিবাদে 11 নভেম্বর সমাবর্তনের দিন উত্তাল হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ সমাবর্তনে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ বসন্তকুঞ্জের AICTE প্রেক্ষাগৃহে সমাবর্তনের অনুষ্ঠান চললেও বাইরে পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধ হয়েছিল ৷ এবার তাই শুরু থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল দিল্লি পুলিশ ৷

ফি বৃদ্ধির প্রতিবাদে এবং আগের ফি পুনরায় বহাল করার দাবিতে আজ সংসদ অভিযান কর্মসূচি নেয় আন্দোলনরত পড়ুয়ারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ৷ আন্দোলনরত কয়েকশো পড়ুয়াকে বাধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের সামনে বসানো হয় ব্যারিকেড ৷ ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে এগোতে শুরু করে পড়ুয়ারা ৷ এরপর বের সরাই রোডের সামনে আবারও বাধা দেওয়ার চেষ্টা করা হয় পড়ুয়াদের ৷ প্রায় বিকেল 4টে নাগাদ সফদারগঞ্জ সৌধের কাছে আটকে দেওয়া হয় আন্দোলনরত পড়ুয়াদের ৷ প্রতিবাদ কর্মসূচিতে অভিযোগ উঠেছে পুলিশের লাঠিচার্জেরও ৷ দিল্লি পুলিশের জন সংযোগ আধিকারিক মদনদীপ এস রন্ধাওয়া বলেন, "আমরা পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলি জানার চেষ্টা করছি ৷ পাশাপাশি আইনকে নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্যও তাদের অনুরোধ করা হচ্ছে ৷ লাঠিচার্জের অভিযোগের বিষয়টিও আমরা তদন্ত করে দেখব ৷" উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷

Sannidhanam (Kerala), Nov 18 (ANI): Devotees thronged the Sabarimala Temple to offer prayers on November 18. The shrine was opened on Nov 16 evening for the 'Mandala Pooja' festival. One of the priests opened the sanctum sanctorum of the temple, marking the beginning of 41-day long pooja session.
Last Updated : Nov 18, 2019, 11:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.