দিল্লি, 18 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংসদ অভিযান কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকেই সরগরম ছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ৷ পড়ুয়াদের আটকানোর জন্য বসানো হয়েছিল একাধিক ব্যারিকেড ৷ সংসদ অভিযান শুরু হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে পড়ুয়াদের ৷ ভাঙা হয় ব্যারিকেড ৷ আটক করা হয় 100 জনকে ৷
প্রথমে বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের সামনে, দ্বিতীয়বার বের সরাই রোড, এবং তারপর সফদারগঞ্জ সৌধের কাছে বাধা দেওয়া হয় আন্দোলনরত পড়ুয়াদের ৷ আজ পড়ুয়া-পুলিশ সংঘর্ষের জেরে দিল্লির প্যাটেল চক, উদ্যোগ ভবন, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, লোকনায়েঙ্ক মার্গ এই স্টেশনগুলিতে থামানো হয়নি মেট্রো ৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে হস্টেলে ফি বাড়িয়েছে । ফি বৃদ্ধির প্রতিবাদে 11 নভেম্বর সমাবর্তনের দিন উত্তাল হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ সমাবর্তনে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ বসন্তকুঞ্জের AICTE প্রেক্ষাগৃহে সমাবর্তনের অনুষ্ঠান চললেও বাইরে পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধ হয়েছিল ৷ এবার তাই শুরু থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল দিল্লি পুলিশ ৷
ফি বৃদ্ধির প্রতিবাদে এবং আগের ফি পুনরায় বহাল করার দাবিতে আজ সংসদ অভিযান কর্মসূচি নেয় আন্দোলনরত পড়ুয়ারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ ৷ আন্দোলনরত কয়েকশো পড়ুয়াকে বাধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের সামনে বসানো হয় ব্যারিকেড ৷ ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে এগোতে শুরু করে পড়ুয়ারা ৷ এরপর বের সরাই রোডের সামনে আবারও বাধা দেওয়ার চেষ্টা করা হয় পড়ুয়াদের ৷ প্রায় বিকেল 4টে নাগাদ সফদারগঞ্জ সৌধের কাছে আটকে দেওয়া হয় আন্দোলনরত পড়ুয়াদের ৷ প্রতিবাদ কর্মসূচিতে অভিযোগ উঠেছে পুলিশের লাঠিচার্জেরও ৷ দিল্লি পুলিশের জন সংযোগ আধিকারিক মদনদীপ এস রন্ধাওয়া বলেন, "আমরা পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলি জানার চেষ্টা করছি ৷ পাশাপাশি আইনকে নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্যও তাদের অনুরোধ করা হচ্ছে ৷ লাঠিচার্জের অভিযোগের বিষয়টিও আমরা তদন্ত করে দেখব ৷" উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷