ETV Bharat / bharat

উত্তপ্ত দিল্লি, গাড়িতে আগুন ; জলকামান পুলিশের

দিল্লিতে ফের বিক্ষোভ । পুলিশের বাধা উপেক্ষা করেই ফের আন্দোলনে নামে বিক্ষোভকারীরা । আগুন লাগিয়ে দেয় একাধিক গাড়ি ও বাইকে । পরিস্থিতি সামলাতে জসকামান ব্যবহার করে পুলিশ । বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে একাধিক মেট্রো স্টেশন ।

Delhi
দিল্লি
author img

By

Published : Dec 20, 2019, 8:01 PM IST

Updated : Dec 21, 2019, 9:29 AM IST

দিল্লি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে উত্তপ্ত দিল্লি । পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলে যোগ ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদের । পুড়ল একাধিক গাড়ি । পরিস্থিতি সামলাতে জলকামান পুলিশের ।

আজ দিল্লির জামা মসজিদ থেকে মিছিল বের করে ভীম সেনা । নমাজ পড়ার পরই শুরু হয় মিছিল । অনুমতি না পাওয়া সত্ত্বেও মিছিল করায় ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদকে ধরতে সকাল থেকেই সজাগ ছিল পুলিশ । কিন্তু মিছিলটি শুরু হয়ে গেলে ভিড়ের মধ্যে মিশে যান চন্দ্রশেখর। নেতৃত্ব দেন গোটা মিছিলের । কার্যত হাত ফসকে বেরিয়ে যান তিনি । হাতে ভারতীয় সংবিধানের প্রতিলিপি । জামা মসজিদের বাইরে বেরোনোর গেট বন্ধ করে দিয়ে প্রতিবাদীদের আটকানোর চেষ্টা করে পুলিশ । কিন্তু জনস্রোতের সামনে কার্যত সংখ্যায় কম পড়ে যায় তারা । জামা মসজিদ থেকে রাস্তায় বেরিয়ে পড়ে মিছিল । এর কিছু পরে যদিও দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আটক করতে পারে পুলিশ । তবে তাঁকে আটক করে রাখতে পারেনি বেশিক্ষণ । ভ্যানে তোলার আগেই পুলিশের হাত ছেড়ে ফের মিছিলে ঢুকে পড়েন তিনি ।

এদিকে, আজ বিকেলে দিল্লিতে ফের বিক্ষোভ শুরু হয় । পুলিশের বাধা উপেক্ষা করেই ফের আন্দোলনে নামে তারা । আগুন লাগিয়ে দেয় একাধিক গাড়ি ও বাইকে । পরিস্থিতি সামলাতে জলকামানের ব্যবহার করে পুলিশ । বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, চৌরি বাজার, চাদনি চক. রাজীব চক, জামা মসজিদ, লাল কেল্লা, দিল্লি গেট, খান মার্কেট, জনপত, প্রগতি ময়দান, মাণ্ডি হাউজ়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মৌজপুর-বাবারপুর, শিববিহার, জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন ।

ইন্ডিয়া গেটে বিক্ষোভে শামিল হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ।

  • Congress leader Priyanka Gandhi Vadra at a protest, at India Gate, Delhi: #CitizenshipAct & NRC are against the poor. The poor they will be most affected by it. What will the daily wage labourers do?; Demonstrations should be held peacefully. pic.twitter.com/icuqghggTc

    — ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, আজকের বিক্ষোভ নিয়ে দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক এম এস রানধওয়া জানান, জামা মসজিদে সকাল থেকেই বিক্ষোভ চলছিল শান্তিপূর্ণভাবে । সন্ধ্যে সাড়ে 6টা নাগাদ বহিরাগতরা ঢুকে পড়ে বিক্ষোভে । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় । পরে তাদের জলকামান ব্যবহার করতে হয় ।

  • Delhi Police PRO, MS Randhawa on protest at Jama Masjid: Protest going on since morning was peaceful. Around 6.30 pm, some outsiders came here&started pelting stones. We used water cannon. People were pushed back. Some policemen received injuries. Some people have been detained. pic.twitter.com/yOlAo8vS4L

    — ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার দিল্লির সীলামপুরে ভাঙচুর করা হয় স্কুলবাসে । বিক্ষোভকারীরা আগুন লাগায় পুলিশ ফাঁড়িতে । পুলিশের অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । তারপর জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ।

দিল্লি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে উত্তপ্ত দিল্লি । পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলে যোগ ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদের । পুড়ল একাধিক গাড়ি । পরিস্থিতি সামলাতে জলকামান পুলিশের ।

আজ দিল্লির জামা মসজিদ থেকে মিছিল বের করে ভীম সেনা । নমাজ পড়ার পরই শুরু হয় মিছিল । অনুমতি না পাওয়া সত্ত্বেও মিছিল করায় ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদকে ধরতে সকাল থেকেই সজাগ ছিল পুলিশ । কিন্তু মিছিলটি শুরু হয়ে গেলে ভিড়ের মধ্যে মিশে যান চন্দ্রশেখর। নেতৃত্ব দেন গোটা মিছিলের । কার্যত হাত ফসকে বেরিয়ে যান তিনি । হাতে ভারতীয় সংবিধানের প্রতিলিপি । জামা মসজিদের বাইরে বেরোনোর গেট বন্ধ করে দিয়ে প্রতিবাদীদের আটকানোর চেষ্টা করে পুলিশ । কিন্তু জনস্রোতের সামনে কার্যত সংখ্যায় কম পড়ে যায় তারা । জামা মসজিদ থেকে রাস্তায় বেরিয়ে পড়ে মিছিল । এর কিছু পরে যদিও দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আটক করতে পারে পুলিশ । তবে তাঁকে আটক করে রাখতে পারেনি বেশিক্ষণ । ভ্যানে তোলার আগেই পুলিশের হাত ছেড়ে ফের মিছিলে ঢুকে পড়েন তিনি ।

এদিকে, আজ বিকেলে দিল্লিতে ফের বিক্ষোভ শুরু হয় । পুলিশের বাধা উপেক্ষা করেই ফের আন্দোলনে নামে তারা । আগুন লাগিয়ে দেয় একাধিক গাড়ি ও বাইকে । পরিস্থিতি সামলাতে জলকামানের ব্যবহার করে পুলিশ । বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, চৌরি বাজার, চাদনি চক. রাজীব চক, জামা মসজিদ, লাল কেল্লা, দিল্লি গেট, খান মার্কেট, জনপত, প্রগতি ময়দান, মাণ্ডি হাউজ়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মৌজপুর-বাবারপুর, শিববিহার, জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন ।

ইন্ডিয়া গেটে বিক্ষোভে শামিল হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ।

  • Congress leader Priyanka Gandhi Vadra at a protest, at India Gate, Delhi: #CitizenshipAct & NRC are against the poor. The poor they will be most affected by it. What will the daily wage labourers do?; Demonstrations should be held peacefully. pic.twitter.com/icuqghggTc

    — ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, আজকের বিক্ষোভ নিয়ে দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক এম এস রানধওয়া জানান, জামা মসজিদে সকাল থেকেই বিক্ষোভ চলছিল শান্তিপূর্ণভাবে । সন্ধ্যে সাড়ে 6টা নাগাদ বহিরাগতরা ঢুকে পড়ে বিক্ষোভে । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় । পরে তাদের জলকামান ব্যবহার করতে হয় ।

  • Delhi Police PRO, MS Randhawa on protest at Jama Masjid: Protest going on since morning was peaceful. Around 6.30 pm, some outsiders came here&started pelting stones. We used water cannon. People were pushed back. Some policemen received injuries. Some people have been detained. pic.twitter.com/yOlAo8vS4L

    — ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার দিল্লির সীলামপুরে ভাঙচুর করা হয় স্কুলবাসে । বিক্ষোভকারীরা আগুন লাগায় পুলিশ ফাঁড়িতে । পুলিশের অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । তারপর জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ।

New Delhi, Dec 20 (ANI): Delhi Police is keeping an eye through five drone cameras in North East Delhi on Dec 20 after violent protests broke out against Citizenship Amendment Act. Section 144 has been imposed in 12 out of 14 stations of North East Delhi. Police is conducting flag march and keeping a close watch on social media accounts.

Last Updated : Dec 21, 2019, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.