বেনারস, 4 জুলাই : কেন্দ্রের তরফে এক নোটিশপাঠিয়ে প্রিয়াঙ্কা গান্ধিকে তাঁর দিল্লির আবাসনটি খালি করতে বলা হয়েছিল ৷ 1 অগাস্টের মধ্যে লোদি এস্টেটের ওইবাড়িটি খালি করার নির্দেশ দেওয়া হয় ৷ তার এক সপ্তাহ যেতে না যেতেই বেনারসে দোতলাবাড়িতে থাকার সুযোগ করে দিল কংগ্রেসের এক সমর্থক ৷
বেনারসেরখোজবার বাসিন্দা পুনিত মিশ্র, প্রিয়াঙ্কা গান্ধিকে দেওয়া তাঁর ওই দোতলা বাড়ির নেম প্লেটেহিন্দিতে লেখা, " হাউজ় অফ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, মহাসচিব, অখিল ভারতীয় কংগ্রেস কমিটি(AICC) ৷"
তিনিআরও জানান, সামনেইউত্তর প্রদেশে নির্বাচন ৷ বেনারস থেকে ভোটে লড়তে সুবিধে হবে ৷ শুধু প্রিয়াঙ্কাগান্ধিই নয়, পরিবারকেনিয়ে থাকলেও সমস্যা হবে না ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক এই বাড়িতে থাকার পাশাপাশিঅফিস হিসেবেও ব্যবহার করতে পারবেন ৷