দিল্লি, 13 জুলাই: রাজস্থানের রাজনৈতিক সংকট লাঘবে তথা শচিন পাইলটকে সামলাতে এবার উদ্যোগী খোদ প্রিয়াঙ্কা গান্ধি ৷
রাজস্থানে কংগ্রেস সরকার সংকটে ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের দ্বন্দ্বের কারণে রাজ্যে দলের অন্দরে যে ফাটল ধরেছে তা স্পষ্ট ৷ 16 জন কংগ্রেস বিধায়ক ও 3 নির্দল বিধায়ককে সঙ্গে নিয়ে শনিবার দিল্লি উড়ে গেছেন সচিন পাইলট ৷ তাঁর BJP-তে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে আজ জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে বিধায়কদের নিয়ে কংগ্রেসের দলীয় বৈঠক হয় ৷ পাশাপাশি সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা ৷
সূত্রের খবর, গোটা বিষয়ে নজর রেখে অগোছলো ঘর গোছাতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছেন প্রিয়াঙ্কা ৷ রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলছেন নিয়মিত ৷ তাঁরাও যোগাযোগ রাখছেন প্রিয়াঙ্কার সঙ্গে ৷ তবে, সরাসরি সচিন পাইলটের সঙ্গে প্রিয়াঙ্কার কথা হয়েছে কি না তা এখনও জানা যায়নি ৷ তবে, প্রিয়াঙ্কার পদক্ষেপের পরেই অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে দাবি সূত্রের ৷ এমনকী তাঁর নির্দেশেই নাকি জয়পুরে পাইলটের সমর্থকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দেন রণদীপ সিং সূরজেওয়ালা ৷
এদিকে রাজ্য সভাপতি অভিষেক পাণ্ডের মন্তব্য, "আমরা কথা বলছি বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে ৷ তবে, দলের অনুশাসন মানতেই হবে ৷"
সূত্রের খবর, কে সি ভেনুগোপালকে পাইলটের সঙ্গে কথা বলতে দায়িত্ব দেওয়া হয়েছে ৷