ETV Bharat / bharat

মূল্যবৃদ্ধির বিরোধিতায় যোগী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কার - টুইটে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ

মূল্যবৃদ্ধির জন্য আবার উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । বলেন, এই সরকার মানুষের সমস্যায় এখন নীরব ।

যোগী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কার
যোগী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কার
author img

By

Published : Oct 27, 2020, 1:29 PM IST

দিল্লি, 27 অক্টোবর : মূল্যবৃদ্ধির বিরোধিতায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । বলেন, যোগী আদিত্যনাথ মানুষের সমস্যা নিয়ে নীরব । এদিকে মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করেন । প্রিয়াঙ্কা লেখেন, "উৎসবের মরশুম । উত্তরপ্রদেশে এই সময়ে মানুষের উপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দেওয়া হয়েছে । সবজির দাম আকাশছোঁয়া । কাজ এবং ব্যবসাও বন্ধ । "

কিন্তু এই BJP সরকার মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করে । তবে মানুষের সমস্যায় এখন নীরব বলে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা ।

টুইটে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করার পাশাপাশি প্রিয়াঙ্কা লখনউয়ে বিভিন্ন সবজির দামও উল্লেখ করেন ।

  • पूरे उप्र में त्यौहारों के मौसम में महंगाई आम लोगों पर कहर बनकर टूट पड़ी है। सब्जियों के दाम आसमान छू रहे हैं। काम धंधे पहले से ठप्प पड़े हैं।

    लेकिन करोड़ों रुपए झूठे प्रचार में खर्च करने वाली भाजपा सरकार जनता की परेशानियों पर चुप है। pic.twitter.com/dRgpXS65U5

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্যতম মুখ প্রিয়াঙ্কা গান্ধি । বারবার উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করেছেন । হাথরসের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছিল তাঁকে । মূল্যবৃদ্ধির জন্য আবার উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন তিনি ।

দিল্লি, 27 অক্টোবর : মূল্যবৃদ্ধির বিরোধিতায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । বলেন, যোগী আদিত্যনাথ মানুষের সমস্যা নিয়ে নীরব । এদিকে মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করেন । প্রিয়াঙ্কা লেখেন, "উৎসবের মরশুম । উত্তরপ্রদেশে এই সময়ে মানুষের উপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দেওয়া হয়েছে । সবজির দাম আকাশছোঁয়া । কাজ এবং ব্যবসাও বন্ধ । "

কিন্তু এই BJP সরকার মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করে । তবে মানুষের সমস্যায় এখন নীরব বলে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা ।

টুইটে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করার পাশাপাশি প্রিয়াঙ্কা লখনউয়ে বিভিন্ন সবজির দামও উল্লেখ করেন ।

  • पूरे उप्र में त्यौहारों के मौसम में महंगाई आम लोगों पर कहर बनकर टूट पड़ी है। सब्जियों के दाम आसमान छू रहे हैं। काम धंधे पहले से ठप्प पड़े हैं।

    लेकिन करोड़ों रुपए झूठे प्रचार में खर्च करने वाली भाजपा सरकार जनता की परेशानियों पर चुप है। pic.twitter.com/dRgpXS65U5

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্যতম মুখ প্রিয়াঙ্কা গান্ধি । বারবার উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করেছেন । হাথরসের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছিল তাঁকে । মূল্যবৃদ্ধির জন্য আবার উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.