নয়াদিল্লি, 27 জানুয়ারি : যোগী সরকারের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে (NHRS) অভিযোগ দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ দলীয় সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশে CAA-এ বিরোধী অভিযানে পুলিশ্ অত্যাচারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷
জানা গিয়েছে, দলের তরফে সোমবার জাতীয় মানবাধিকার কমিশনে (NHRS) যাওয়ার দিন ধার্য করা হয়েছে ৷ CAA-এ বিরোধী অভিযানে যোগীর রাজ্যের বিভিন্ন এলাকায় বহু মানুষ প্রতিবাদে শামিল হন৷ প্রতিবাদ অভিযানেই মৃত্যু হয়েছে বহু মানুষের ৷ বহু বিক্ষোভকারী আহতও হয়েছেন ৷ ঘটনায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাজ্য পুলিশের ওপরই দায় চাপিয়েছেন৷
উল্লেখ্য, উত্তরপ্রদেশের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখাও করেন প্রিয়াঙ্কা গান্ধি ৷
অপরদিকে, CAA বিরোধী অভিযানে যারা গ্রেপ্তার হয়েছেন তাঁদের আইনি সহায়তা যেন দেওয়া হয়, সে বিষয়ে দলের সঙ্গে যুক্ত আইনজীবীদের নির্দেশও দেন তিনি৷