ETV Bharat / bharat

সোনভদ্রে নিহতদের বাড়ি যাওয়ার আগে প্রিয়াঙ্কার গাড়ি আটকাল পুলিশ - Detained

আজ সোনভদ্রে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা । সেইসময় মির্জাপুরের নারায়ণপুর চৌকিতে প্রিয়াঙ্কার গাড়ি আটকায় পুলিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 19, 2019, 2:05 PM IST

Updated : Jul 20, 2019, 9:27 AM IST

লখনউ, 19 জুলাই : সোনভদ্রে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধিকে আটকাল উত্তরপ্রদেশ পুলিশ । প্রিয়াঙ্কার দাবি, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ।

বুধবার জমি সংক্রান্ত বিবাদের জেরে সোনভদ্রে সংঘর্ষ হয় । যার জেরে তিন মহিলাসহ 10 জন খুন হন । জখম হন আরও 23 জন । তদন্তে নেমে 24 জনকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযোগ দায়ের হয় 78 জনের বিরুদ্ধে । এই ঘটনার পর শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিচালিত সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কার টুইট, "সোনভদ্রে এতজন মানুষের মৃত্যু হল । সরকার কি এখনও ঘুমোচ্ছে? কবে এই রাজ্য অপরাধ মুক্ত হবে ? " অন্যদিকে এই ঘটনার জন্য BJP-র তরফে কংগ্রেসকে দায়ি করা হয় ।

প্রিয়াঙ্কা গান্ধির বক্তব্য

এরই মধ্যে আজ জখমদের সঙ্গে দেখা করতে সোনভদ্র যাচ্ছিলেন প্রিয়াঙ্কা । সেইসময় মির্জাপুরের নারায়ণপুর চৌকিতে প্রিয়াঙ্কার গাড়ি আটকায় পুলিশ । পুলিশের তরফে জানানো হয়, সোনভদ্রে যেতে পারবেন না প্রিয়াঙ্কা । পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ করেন প্রিয়াঙ্কা । গাড়ি থেকে নেমে সেখানেই ধরনায় বসে পড়েন তিনি । প্রিয়াঙ্কা বলেন, "এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম । আমার ছেলের বয়সি একজন গুলিবিদ্ধ হয়েছে । সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । আমি তাকে দেখতে যাচ্ছিলাম । কোন আইনের বলে পুলিশের তরফে আমাকে আটকানো হল ?"

যদিও এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ি করেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এই ঘটনার পর তিনি বলেন, "জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত কংগ্রেস আমল থেকে । কংগ্রেসই জমি মাফিয়াদের সুরক্ষা দিয়েছে । সেই কারণে এই ঘটনা ।"

লখনউ, 19 জুলাই : সোনভদ্রে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধিকে আটকাল উত্তরপ্রদেশ পুলিশ । প্রিয়াঙ্কার দাবি, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ।

বুধবার জমি সংক্রান্ত বিবাদের জেরে সোনভদ্রে সংঘর্ষ হয় । যার জেরে তিন মহিলাসহ 10 জন খুন হন । জখম হন আরও 23 জন । তদন্তে নেমে 24 জনকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযোগ দায়ের হয় 78 জনের বিরুদ্ধে । এই ঘটনার পর শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিচালিত সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কার টুইট, "সোনভদ্রে এতজন মানুষের মৃত্যু হল । সরকার কি এখনও ঘুমোচ্ছে? কবে এই রাজ্য অপরাধ মুক্ত হবে ? " অন্যদিকে এই ঘটনার জন্য BJP-র তরফে কংগ্রেসকে দায়ি করা হয় ।

প্রিয়াঙ্কা গান্ধির বক্তব্য

এরই মধ্যে আজ জখমদের সঙ্গে দেখা করতে সোনভদ্র যাচ্ছিলেন প্রিয়াঙ্কা । সেইসময় মির্জাপুরের নারায়ণপুর চৌকিতে প্রিয়াঙ্কার গাড়ি আটকায় পুলিশ । পুলিশের তরফে জানানো হয়, সোনভদ্রে যেতে পারবেন না প্রিয়াঙ্কা । পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ করেন প্রিয়াঙ্কা । গাড়ি থেকে নেমে সেখানেই ধরনায় বসে পড়েন তিনি । প্রিয়াঙ্কা বলেন, "এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম । আমার ছেলের বয়সি একজন গুলিবিদ্ধ হয়েছে । সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । আমি তাকে দেখতে যাচ্ছিলাম । কোন আইনের বলে পুলিশের তরফে আমাকে আটকানো হল ?"

যদিও এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ি করেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এই ঘটনার পর তিনি বলেন, "জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত কংগ্রেস আমল থেকে । কংগ্রেসই জমি মাফিয়াদের সুরক্ষা দিয়েছে । সেই কারণে এই ঘটনা ।"

Bengaluru, July 19 (ANI): Karnataka Deputy Chief Minister G Parameshwara met Bharatiya Janata Party (BJP) MLAs who were on an overnight 'dharna' at Vidhana Soudha in Bengaluru on Friday. They went on 'dharna' over demand of floor test. Karnataka governor has written to state's Chief Minister HD Kumaraswamy, asking him to prove majority of the government on floor of the House by 1:30 pm today.
Last Updated : Jul 20, 2019, 9:27 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.