ETV Bharat / bharat

কোরোনার ভয় : ছাড়া পেয়েও জেলে থাকতে চাইছে 2 বন্দী

রাজপিপলা জেলের দুই বন্দীর মামলা চলছিল আদালতে । সেই মামলায় আদালত তাদের মুক্তির নির্দেশ দিলেও তারা এখন জেল ছাড়তে নারাজ । কারণ তাদের কথায়, এই পরিস্থিতিতে জেলেই ভালো থাকবে তারা । পাশাপাশি কোরোনার জেরে বাইরে যা নিয়মকানুন মানতে হচ্ছে তার থেকে জেলে অনেক কম অনুশাসন রয়েছে ।

representational Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 6, 2020, 3:50 PM IST

Updated : Apr 6, 2020, 4:30 PM IST

আহমেদাবাদ, 6 এপ্রিল : আদালতের নির্দেশে ছাড়া পেলেও কোরোনা সংক্রমণের ভয়ে জেলেই থাকতে চাইছে বন্দীরা । ঘটনাটি গুজরাতের নর্মদা জেলার রাজপিপলা জেলের ।

রাজপিপলা জেলের দুই বন্দীর মামলা চলছিল আদালতে । সেই মামলায় আদালত তাদের মুক্তির নির্দেশ দিলেও তারা এখন জেল ছাড়তে নারাজ । কারণ তাদের কথায়, এই পরিস্থিতিতে জেলেই ভালো থাকবে তারা । পাশাপাশি কোরোনার জেরে বাইরে যা নিয়মকানুন মানতে হচ্ছে তার থেকে জেলে অনেক কম অনুশাসন রয়েছে । সাত বছর জেলে থাকার পরও তাই আগামী কিছুদিন এখানেই থাকতে চাইছে দুই বন্দী । এর সঙ্গে তারা আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে তারা যদি জেল থেকে বাড়ি ফেরে তাহলে তাদের বাড়ির লোকের সংক্রমণ হতে পারে ।

সুপ্রিম কোর্টের নির্দেশে নিম্ন আদালত এই দুই বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছিল । কিন্তু তারা এই বিষয়টি নিয়ে ফের আদালতে আবেদন জানিয়েছে । অন্যদিকে এই জেলে নতুন করে আসা 4 জন আসামিকে স্যানিটাইজ় করে জেলে ঢোকানো হয়েছে । তাদের ট্র্যাভেল হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ । যাতে জেলের ভিতরে থাকা বন্দীদের মধ্যে কোনওভাবে কোরোনার সংক্রমণ ছড়িয়ে না পরে ।

আহমেদাবাদ, 6 এপ্রিল : আদালতের নির্দেশে ছাড়া পেলেও কোরোনা সংক্রমণের ভয়ে জেলেই থাকতে চাইছে বন্দীরা । ঘটনাটি গুজরাতের নর্মদা জেলার রাজপিপলা জেলের ।

রাজপিপলা জেলের দুই বন্দীর মামলা চলছিল আদালতে । সেই মামলায় আদালত তাদের মুক্তির নির্দেশ দিলেও তারা এখন জেল ছাড়তে নারাজ । কারণ তাদের কথায়, এই পরিস্থিতিতে জেলেই ভালো থাকবে তারা । পাশাপাশি কোরোনার জেরে বাইরে যা নিয়মকানুন মানতে হচ্ছে তার থেকে জেলে অনেক কম অনুশাসন রয়েছে । সাত বছর জেলে থাকার পরও তাই আগামী কিছুদিন এখানেই থাকতে চাইছে দুই বন্দী । এর সঙ্গে তারা আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে তারা যদি জেল থেকে বাড়ি ফেরে তাহলে তাদের বাড়ির লোকের সংক্রমণ হতে পারে ।

সুপ্রিম কোর্টের নির্দেশে নিম্ন আদালত এই দুই বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছিল । কিন্তু তারা এই বিষয়টি নিয়ে ফের আদালতে আবেদন জানিয়েছে । অন্যদিকে এই জেলে নতুন করে আসা 4 জন আসামিকে স্যানিটাইজ় করে জেলে ঢোকানো হয়েছে । তাদের ট্র্যাভেল হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ । যাতে জেলের ভিতরে থাকা বন্দীদের মধ্যে কোনওভাবে কোরোনার সংক্রমণ ছড়িয়ে না পরে ।

Last Updated : Apr 6, 2020, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.