দিল্লি, 3 অক্টোবর : আজ অটল টানেলের উদ্বোধন । উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর । আজ সকাল 10 টায় রোহতাংয়ে এই টানেলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । এটিই হতে চলেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল ।
ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জয়রাম ঠাকুর জানান, "আমাদের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে । আমরা এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষা করছি । গতকাল প্রতিরক্ষামন্ত্রী পরিদর্শনে এসেছিলেন । হিমাচল প্রদেশের মানুষের কাছে এক এক আনন্দের মুহূর্ত । শনিবার এক ইতিহাসের সাক্ষী থাকব আমরা ।"
যোগাযোগ স্থাপনে এই টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী । এই টানেল যে শুধুমাত্র জাতীয় নিরাপত্তাকেই দৃঢ় করবে তা নয়, এর ফলে সাধারণ মানুষের যাতায়াতেও সুবিধা হবে ।
জয়রাম ঠাকুর বলেন, "শনিবার অনুষ্ঠানে 200 জন উপস্থিত থাকবেন । প্রধানমন্ত্রীও যে এই উদ্বোধন নিয়ে কতটা উৎসাহিত সে সম্বন্ধে আমাদের কিছুদিন আগে চিঠি পাঠিয়েছিলেন । সাত মাস পর তিনি সশরীরে এখানে উপস্থিত হবেন একটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে । আমরা একটি বড়সড় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলাম । কিন্তু কোরোনার জন্য অনুষ্ঠান সূচি কাটছাঁট করা হয়েছে । সীমান্তরক্ষার ক্ষেত্রেও টানেলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।"
অটল টানেলের সাউথ পোর্টালটি মানালি থেকে 25 কিলোমিটার দূরত্বে 3,060 মিটার উচ্চতায় অবস্থিত । টানেলের নর্থ পোর্টালটি লাহাউল ভ্যালির 3.071 মিটার উচ্চতায় তেলিং গ্রামের কাছে অবস্থিত । ঘোড়ার খুরের মতো আকৃতি বিশিষ্ট, একক টিউব, দুই লেনের টানেল এটি । এর মধ্যে আট মিটারের একটি রাস্তা রয়েছে । একদিনে এই টানেলের মধ্যে দিয়ে 3000 গাড়ি যাতায়াত করতে পারবে । প্রতি ঘণ্টায় 80 কিমি বেগে একদিনে চলাচল করতে পারবে 1500 ট্রাক । আধুনিক ইলেকট্রোকেমিকাল পদ্ধতিতে তৈরি হয়েছে টানেলটি । থাকছে সেমি ট্রান্সভার্সে ভেন্টিলেশন সিস্টেম, ইলুমিনেশন এবং মনিটরিং সিস্টেম ।