ETV Bharat / bharat

আশা হারাবেন না, দেশবাসী আপনাদের জন্য গর্বিত : মোদি

ISRO-র বৈজ্ঞানিকদের পিঠ চাপড়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী । বললেন, "জীবনে অনেক উথাল-পাতাল হয় । দেশ আপনাদের উপর গর্ব করে । আপনাদের চেষ্টা দেশবাসী মনে রাখবে । আবার বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে অনেক কিছু জানতে পারব । আমার তরফ থেকে ধন্যবাদ । আপনারা দেশের অনেক বড় সেবা করেছেন । আপনাদের চেষ্টায় দেশ আবার সাফল্য পাবে ।"

author img

By

Published : Sep 7, 2019, 2:39 AM IST

Updated : Sep 7, 2019, 7:32 AM IST

নরেন্দ্র মোদি

বেঙ্গালুরু, 7 সেপ্টেম্বর : সকাল থেকে ছিল উৎকণ্ঠা । রাতে আরও বাড়ল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন । সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার আগেই সংযোগ ছিন্ন হয়ে গেল ল্যান্ডার বিক্রমের সঙ্গে । রাত 2টো 15 নাগাদ ঘোষণা করলেন ISRO চেয়ারম্যান কে সিভন ।

চেয়ারম্যানের ঘোষণার সঙ্গে সঙ্গে ISRO দপ্তরে নিস্তব্ধতা । সবাই যেন থ । পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উৎসাহ জোগালেন । বললেন, "তোমরাই দেশের গর্ব ।"

শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য

ISRO-র বৈজ্ঞানিকদের পিঠ চাপড়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী । বললেন, "জীবনে অনেক উথাল-পাতাল হয় । দেশ আপনাদের জন্য গর্ব করে । আপনাদের চেষ্টা দেশবাসী মনে রাখবে । আবার বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে অনেক কিছু জানতে পারব । আমার তরফ থেকে ধন্যবাদ । আপনারা দেশের অনেক বড় সেবা করেছেন । আপনাদের চেষ্টায় দেশ আবার সাফল্য পাবে ।"

এরপরই প্রধানমন্ত্রী চলে গেলেন পড়ুয়াদের কাছে । জীবনের লক্ষ্য সম্বন্ধে এক পড়ুয়া জানতে চায় । তিনি বলেন, "লক্ষ্য অনেক বড় রাখো । যা পাওনি তা ভুলে যাও । যেটা পাওয়ার আশা আছে সেই লক্ষ্যে দৌড়াও ।"

বেঙ্গালুরু, 7 সেপ্টেম্বর : সকাল থেকে ছিল উৎকণ্ঠা । রাতে আরও বাড়ল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন । সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার আগেই সংযোগ ছিন্ন হয়ে গেল ল্যান্ডার বিক্রমের সঙ্গে । রাত 2টো 15 নাগাদ ঘোষণা করলেন ISRO চেয়ারম্যান কে সিভন ।

চেয়ারম্যানের ঘোষণার সঙ্গে সঙ্গে ISRO দপ্তরে নিস্তব্ধতা । সবাই যেন থ । পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উৎসাহ জোগালেন । বললেন, "তোমরাই দেশের গর্ব ।"

শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য

ISRO-র বৈজ্ঞানিকদের পিঠ চাপড়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী । বললেন, "জীবনে অনেক উথাল-পাতাল হয় । দেশ আপনাদের জন্য গর্ব করে । আপনাদের চেষ্টা দেশবাসী মনে রাখবে । আবার বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে অনেক কিছু জানতে পারব । আমার তরফ থেকে ধন্যবাদ । আপনারা দেশের অনেক বড় সেবা করেছেন । আপনাদের চেষ্টায় দেশ আবার সাফল্য পাবে ।"

এরপরই প্রধানমন্ত্রী চলে গেলেন পড়ুয়াদের কাছে । জীবনের লক্ষ্য সম্বন্ধে এক পড়ুয়া জানতে চায় । তিনি বলেন, "লক্ষ্য অনেক বড় রাখো । যা পাওনি তা ভুলে যাও । যেটা পাওয়ার আশা আছে সেই লক্ষ্যে দৌড়াও ।"

Bengaluru, Sep 07 (ANI): Scientists at ISRO (Indian Space Research Organisation) gear up for the soft landing of Vikram lander on the South Pole region of the moon. 60 students from across the country, who were selected through the ISRO's 'Space Quiz' competition to watch the landing along with PM Modi, also present at the ISRO centre.
Last Updated : Sep 7, 2019, 7:32 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.