ETV Bharat / bharat

আজ রাখিবন্ধন, দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

রাখিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ৷ টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Kovind and Modi
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
author img

By

Published : Aug 3, 2020, 10:47 AM IST

দিল্লি ও কলকাতা, 3 অগাস্ট : রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বঙ্গভঙ্গের প্রসঙ্গ টেনে টুইটারে রাখির শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

টুইটারে রাষ্ট্রপতি লেখেন, "দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা ৷ রাখি ভালোবাসা ও বিশ্বাসের এমন এক সুতো যা বোনদের ভাইয়ের সঙ্গে এক বিশেষ বন্ধনে বেঁধে রাখে ৷ আসুন আজকের এই দিনে মহিলাদের সম্মান ও মর্যাদাকে সুরক্ষিত করতে আরও একবার প্রতিশ্রুতিবদ্ধ হই ৷"

  • Greetings on Raksha Bandhan! Rakhi is the sacred thread of love and trust that connects sisters with brothers in a special bond. On this day, let us reiterate our commitment to secure the honour and dignity of women.

    — President of India (@rashtrapatibhvn) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাখি উপলক্ষে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ টুইটারে তিনি লেখেন, "রাখিবন্ধনের পুণ্য তিথিতে দেশবাসীকে অনেক অনেক শুভকামনা ৷"

  • रक्षा बंधन के पावन पर्व पर समस्त देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं।

    — Narendra Modi (@narendramodi) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ৷ তাঁর টুইটে উঠে এসেছে বঙ্গভঙ্গের প্রসঙ্গও ৷ মমতা টুইটারে লেখেন, "সকলকে জানাই রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা ৷ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন ৷ রচনা করেছিলেন, 'বাংলার মাটি, বাংলার জল' ৷ এই শুভদিন ভালো কাটুক সকলের ৷"

  • সকলকে জানাই রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা। লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন 'বাংলার মাটি, বাংলার জল'। এই শুভদিন ভাল কাটুক সকলের

    — Mamata Banerjee (@MamataOfficial) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ও কলকাতা, 3 অগাস্ট : রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বঙ্গভঙ্গের প্রসঙ্গ টেনে টুইটারে রাখির শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

টুইটারে রাষ্ট্রপতি লেখেন, "দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা ৷ রাখি ভালোবাসা ও বিশ্বাসের এমন এক সুতো যা বোনদের ভাইয়ের সঙ্গে এক বিশেষ বন্ধনে বেঁধে রাখে ৷ আসুন আজকের এই দিনে মহিলাদের সম্মান ও মর্যাদাকে সুরক্ষিত করতে আরও একবার প্রতিশ্রুতিবদ্ধ হই ৷"

  • Greetings on Raksha Bandhan! Rakhi is the sacred thread of love and trust that connects sisters with brothers in a special bond. On this day, let us reiterate our commitment to secure the honour and dignity of women.

    — President of India (@rashtrapatibhvn) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাখি উপলক্ষে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ টুইটারে তিনি লেখেন, "রাখিবন্ধনের পুণ্য তিথিতে দেশবাসীকে অনেক অনেক শুভকামনা ৷"

  • रक्षा बंधन के पावन पर्व पर समस्त देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं।

    — Narendra Modi (@narendramodi) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ৷ তাঁর টুইটে উঠে এসেছে বঙ্গভঙ্গের প্রসঙ্গও ৷ মমতা টুইটারে লেখেন, "সকলকে জানাই রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা ৷ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন ৷ রচনা করেছিলেন, 'বাংলার মাটি, বাংলার জল' ৷ এই শুভদিন ভালো কাটুক সকলের ৷"

  • সকলকে জানাই রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা। লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন 'বাংলার মাটি, বাংলার জল'। এই শুভদিন ভাল কাটুক সকলের

    — Mamata Banerjee (@MamataOfficial) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.