ETV Bharat / bharat

"আশা করি সমাজে সুখ ও শান্তি বাড়াবে", ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Aug 12, 2019, 10:21 AM IST

Updated : Aug 12, 2019, 10:33 AM IST

দেশবাসীকে 'ইদ উল আজ়হা'-র শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সমাজে সুখ ও শান্তি আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ।

নরেন্দ্র মোদি, রামনাথ কোবিন্দ ও বেঙ্কাইয়া নাইডু

দিল্লি, 12 অগাস্ট : দেশবাসীকে 'ইদ উল আজ়হা'-র শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'ইদ উল আজ়হা' বকরি ইদ নামেও পরিচিত ।

টুইটে রাষ্ট্রপতি লেখেন, "সকল দেশবাসীকে ইদ মোবারক । বিদেশে থাকা মুসলিম ভাই ও বোনেদেরও জানাচ্ছি । মানবতার প্রতি প্রেম, ভ্রাতৃত্ব ও সেবার প্রতীক এই ইদ উল আজ়হা । আমাদের বহু সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এই সর্বজনীন মূল্যবোধের প্রতি আমাদের আত্মনিয়োগ করতে হবে ।" টুইটারে শুভেচ্ছাবার্তায় উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু লেখেন, "আমি ইদ-উল-আজ়হা উপলক্ষ্যে দেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই । এই উৎসব নিষ্ঠা, বিশ্বাস ও ত্যাগ, ভ্রাতৃত্ব, মমতা ও একতার অনুভূতিকে অনুপ্রাণিত করে । ইদ-উল-আজ়হারের মহৎ আদর্শগুলি আমাদের জীবনে ও দেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক ।"

ইদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "ইদ উল আজ়হা উপলক্ষ্যে আমার শুভেচ্ছা । আমি আশা করি ইদ আমাদের সমাজে শান্তি ও সুখ আরও বাড়িয়ে তুলবে । ইদ মোবারক ।" প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও টুইট করেছেন । তিনি লেখেন, "এই উৎসব সমাজে শান্তি ও সম্প্রীতি জোরদার করে ।"

দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দেশবাসীকে বকরি ইদের শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস । কংগ্রেসের টুইট, "আমাদের সকল ভাই-বোনদের ইদ মোবারক । এই শুভ উপলক্ষ্য আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক ।"

দিল্লি, 12 অগাস্ট : দেশবাসীকে 'ইদ উল আজ়হা'-র শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'ইদ উল আজ়হা' বকরি ইদ নামেও পরিচিত ।

টুইটে রাষ্ট্রপতি লেখেন, "সকল দেশবাসীকে ইদ মোবারক । বিদেশে থাকা মুসলিম ভাই ও বোনেদেরও জানাচ্ছি । মানবতার প্রতি প্রেম, ভ্রাতৃত্ব ও সেবার প্রতীক এই ইদ উল আজ়হা । আমাদের বহু সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এই সর্বজনীন মূল্যবোধের প্রতি আমাদের আত্মনিয়োগ করতে হবে ।" টুইটারে শুভেচ্ছাবার্তায় উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু লেখেন, "আমি ইদ-উল-আজ়হা উপলক্ষ্যে দেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই । এই উৎসব নিষ্ঠা, বিশ্বাস ও ত্যাগ, ভ্রাতৃত্ব, মমতা ও একতার অনুভূতিকে অনুপ্রাণিত করে । ইদ-উল-আজ়হারের মহৎ আদর্শগুলি আমাদের জীবনে ও দেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক ।"

ইদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "ইদ উল আজ়হা উপলক্ষ্যে আমার শুভেচ্ছা । আমি আশা করি ইদ আমাদের সমাজে শান্তি ও সুখ আরও বাড়িয়ে তুলবে । ইদ মোবারক ।" প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও টুইট করেছেন । তিনি লেখেন, "এই উৎসব সমাজে শান্তি ও সম্প্রীতি জোরদার করে ।"

দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দেশবাসীকে বকরি ইদের শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস । কংগ্রেসের টুইট, "আমাদের সকল ভাই-বোনদের ইদ মোবারক । এই শুভ উপলক্ষ্য আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক ।"

Morbi (Gujarat), Aug 12 (ANI): The heartwarming video of constable Pruthviraj Jadeja rescuing the children was widely shared on Twitter earning praise from many including chief minister Vijay Rupani who tweeted his appreciation for the policeman's hard work and dedication. Jadeja was part of the police team called in to help students of a school in the Kalyanpur village who were unable to get out after water accumulated around the school building after hours of rain. "We received information regarding the presence of over 40 people trapped near Kalyaan road. Our team reached to the spot and rescued everyone. The situation was such that there was no time to think. People had to be rescued at any cost. So I carried both children on my shoulders," said Jadeja.
Last Updated : Aug 12, 2019, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.