ETV Bharat / bharat

তিন তালাক ইশুতে কংগ্রেসত্যাগী আরিফ কেরালার নতুন রাজ্যপাল

আজ এক বিজ্ঞপ্তি জারি করে তেলাঙ্গানা, হিমাচলপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র ও রাজস্থানের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

তিন তালাক ইশুতে কংগ্রেসত্যাগী আরিফ কেরালার নতুন রাজ্যপাল
author img

By

Published : Sep 1, 2019, 2:32 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর : নাম ঘোষণা করা হল পাঁচ রাজ্যের রাজ্যপালের । আজ এক বিজ্ঞপ্তি জারি করে তেলাঙ্গানা, হিমাচলপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র ও রাজস্থানের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

নতুন রাজ্যপালদের মধ্যে উল্লেখযোগ্য আরিফ মহম্মদ খান । তিনি রাজীব গান্ধির সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন । 1986 সালে সাহ বানো মামলায় সুপ্রিম কোর্টের রায় না মেনে মুসলিম পার্সোনাল ও তিন তালাক আইন পাশ করে রাজীব গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার । এর বিরোধিতায় মন্ত্রীপদ ছেড়েছিলেন আরিফ মহম্মদ খান । কংগ্রেসও ছেড়ে দেন । এরপর মায়াবতীর দলে ছিলেন বেশ কিছু দিন । পরে কিছুদিন BJP-তে ছিলেন ।

আরিফ মহম্মদ খান ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়কে দায়িত্ব দেওয়া হয়েছে হিমাচলপ্রদেশের । হিমাচলপ্রদেশের রাজ্যপাল পদে ছিলেন কলরাজ মিশ্র । তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্থানের । মহারাষ্ট্রের রাজ্যপাল পদে নাম ঘোষণা করা হয়েছে ভগত সিং কোশারির ।

এদিকে তেলাঙ্গানার রাজ্যপাল হিসাবে নাম ঘোষণা করা হয়েছে তামিলিসাই সৌন্দরারাজনের । তিনি তামিলনাড়ু রাজ্য BJP-র সভাপতি ছিলেন । এর আগে অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার যৌথ দায়িত্বে ছিলেন রাজ্যপাল ই এস এল নরসিমহন । তাঁর জায়গায় তেলাঙ্গানার প্রথম পৃথক রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন তামিলিসাই ।

দিল্লি, 1 সেপ্টেম্বর : নাম ঘোষণা করা হল পাঁচ রাজ্যের রাজ্যপালের । আজ এক বিজ্ঞপ্তি জারি করে তেলাঙ্গানা, হিমাচলপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র ও রাজস্থানের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

নতুন রাজ্যপালদের মধ্যে উল্লেখযোগ্য আরিফ মহম্মদ খান । তিনি রাজীব গান্ধির সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন । 1986 সালে সাহ বানো মামলায় সুপ্রিম কোর্টের রায় না মেনে মুসলিম পার্সোনাল ও তিন তালাক আইন পাশ করে রাজীব গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার । এর বিরোধিতায় মন্ত্রীপদ ছেড়েছিলেন আরিফ মহম্মদ খান । কংগ্রেসও ছেড়ে দেন । এরপর মায়াবতীর দলে ছিলেন বেশ কিছু দিন । পরে কিছুদিন BJP-তে ছিলেন ।

আরিফ মহম্মদ খান ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়কে দায়িত্ব দেওয়া হয়েছে হিমাচলপ্রদেশের । হিমাচলপ্রদেশের রাজ্যপাল পদে ছিলেন কলরাজ মিশ্র । তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্থানের । মহারাষ্ট্রের রাজ্যপাল পদে নাম ঘোষণা করা হয়েছে ভগত সিং কোশারির ।

এদিকে তেলাঙ্গানার রাজ্যপাল হিসাবে নাম ঘোষণা করা হয়েছে তামিলিসাই সৌন্দরারাজনের । তিনি তামিলনাড়ু রাজ্য BJP-র সভাপতি ছিলেন । এর আগে অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার যৌথ দায়িত্বে ছিলেন রাজ্যপাল ই এস এল নরসিমহন । তাঁর জায়গায় তেলাঙ্গানার প্রথম পৃথক রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন তামিলিসাই ।

Bhind (MP), Sep 01 (ANI): While speaking to medianpersons, Congress leader Digvijaya Singh alleged that Bajrang Dal and Bharatiya Janata Party (BJP) are taking money from ISI. "Bajrang Dal, Bharatiya Janata Party (BJP) is taking money from ISI (Inter-Services Intelligence). Attention should be paid to this. Non-Muslims are spying for Pakistan's ISI more than Muslims. This should be understood."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.