দিল্লি, 1 সেপ্টেম্বর : নাম ঘোষণা করা হল পাঁচ রাজ্যের রাজ্যপালের । আজ এক বিজ্ঞপ্তি জারি করে তেলাঙ্গানা, হিমাচলপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র ও রাজস্থানের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
নতুন রাজ্যপালদের মধ্যে উল্লেখযোগ্য আরিফ মহম্মদ খান । তিনি রাজীব গান্ধির সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন । 1986 সালে সাহ বানো মামলায় সুপ্রিম কোর্টের রায় না মেনে মুসলিম পার্সোনাল ও তিন তালাক আইন পাশ করে রাজীব গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার । এর বিরোধিতায় মন্ত্রীপদ ছেড়েছিলেন আরিফ মহম্মদ খান । কংগ্রেসও ছেড়ে দেন । এরপর মায়াবতীর দলে ছিলেন বেশ কিছু দিন । পরে কিছুদিন BJP-তে ছিলেন ।
আরিফ মহম্মদ খান ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়কে দায়িত্ব দেওয়া হয়েছে হিমাচলপ্রদেশের । হিমাচলপ্রদেশের রাজ্যপাল পদে ছিলেন কলরাজ মিশ্র । তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্থানের । মহারাষ্ট্রের রাজ্যপাল পদে নাম ঘোষণা করা হয়েছে ভগত সিং কোশারির ।
এদিকে তেলাঙ্গানার রাজ্যপাল হিসাবে নাম ঘোষণা করা হয়েছে তামিলিসাই সৌন্দরারাজনের । তিনি তামিলনাড়ু রাজ্য BJP-র সভাপতি ছিলেন । এর আগে অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার যৌথ দায়িত্বে ছিলেন রাজ্যপাল ই এস এল নরসিমহন । তাঁর জায়গায় তেলাঙ্গানার প্রথম পৃথক রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন তামিলিসাই ।