ETV Bharat / bharat

বিমানে কলকাতা আসার প্রমাণ পায়নি কেন্দ্র : প্রশান্ত কিশোর - Kolkata

কোরোনা মোকাবিলায় পরামর্শ দিতেই কলকাতায় আসেন তিনি । তবে, কীভাবে এসেছেন কলকাতায় তা নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্র । তিনি কার্গো বিমানে করে কলকাতা এসেছিলেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন । আজ ETV ভারতকে প্রশান্ত কিশোর জানান, কার্গো বিমানে করে কলকাতা আসেননি তিনি । কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে কোনও প্রমাণ পায়নি ।

প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর
author img

By

Published : Apr 26, 2020, 11:44 PM IST

কলকাতা, 26 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লকডাউনের মাঝেই কলকাতা আসেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । কোরোনা মোকাবিলায় পরামর্শ দিতেই কলকাতায় আসেন তিনি । তবে, কীভাবে এসেছেন কলকাতায় তা নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্র । কিন্তু, আজ ETV ভারতকে প্রশান্ত কিশোর জানান, কার্গো বিমানে করে কলকাতা আসননি তিনি । কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে কোনও প্রমাণ পায়নি ।

তিনি বলেন, "আমি কার্গো বিমানে করে কলকাতা আসিনি । কেন্দ্র সরকার পুরো মামলার তদন্ত করেছে । কেন্দ্রীয় সরকারও কোনও প্রমাণ পায়নি ।" লকডাউনে দিল্লি থেকে বিমানে কলকাতা এসেছেন বলেই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল কেন্দ্র । তবে, কেন্দ্র কোনও তথ্য পায়নি বলেই জানালেন নির্বাচনী কৌশলবিদ ।

তিনি আরও জানান, "আমি 19 মার্চের পর কোনও বিমানবন্দরে যাইনি । যদি কারও কাছে এর বিরুদ্ধে কোনও তথ্য থাকে, তাহলে সবার সামনে বিস্তারিতভাবে এই তথ্য দেওয়া উচিত ।"

24 এপ্রিল এই বিষয়ে তদন্ত শুরু করে কেন্দ্র । জিজ্ঞাসাবাদ করা হয় কলকাতা আসা সমস্ত কার্গো বিমান সংস্থাগুলিকেও । তবে, সকলেই বিষয়টি অস্বীকার করেছে বলে জানান ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশনের এক সিনিয়র আধিকারিক ।

কলকাতা, 26 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লকডাউনের মাঝেই কলকাতা আসেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । কোরোনা মোকাবিলায় পরামর্শ দিতেই কলকাতায় আসেন তিনি । তবে, কীভাবে এসেছেন কলকাতায় তা নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্র । কিন্তু, আজ ETV ভারতকে প্রশান্ত কিশোর জানান, কার্গো বিমানে করে কলকাতা আসননি তিনি । কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে কোনও প্রমাণ পায়নি ।

তিনি বলেন, "আমি কার্গো বিমানে করে কলকাতা আসিনি । কেন্দ্র সরকার পুরো মামলার তদন্ত করেছে । কেন্দ্রীয় সরকারও কোনও প্রমাণ পায়নি ।" লকডাউনে দিল্লি থেকে বিমানে কলকাতা এসেছেন বলেই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল কেন্দ্র । তবে, কেন্দ্র কোনও তথ্য পায়নি বলেই জানালেন নির্বাচনী কৌশলবিদ ।

তিনি আরও জানান, "আমি 19 মার্চের পর কোনও বিমানবন্দরে যাইনি । যদি কারও কাছে এর বিরুদ্ধে কোনও তথ্য থাকে, তাহলে সবার সামনে বিস্তারিতভাবে এই তথ্য দেওয়া উচিত ।"

24 এপ্রিল এই বিষয়ে তদন্ত শুরু করে কেন্দ্র । জিজ্ঞাসাবাদ করা হয় কলকাতা আসা সমস্ত কার্গো বিমান সংস্থাগুলিকেও । তবে, সকলেই বিষয়টি অস্বীকার করেছে বলে জানান ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশনের এক সিনিয়র আধিকারিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.