পানাজি, ১৮ মার্চ : মনোহর পর্রিকরের মৃত্যুর সঙ্গে সঙ্গে জটিল হয়ে উঠেছে গোয়ার রাজনৈতিক পরিস্থিতি। ক্ষমতা দখল নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী আকচা-আকচি। পরবর্তী মুখ্যমন্ত্রী কে ? তা নিয়ে সামনে আসছে একাধিক নাম। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন BJP-র প্রমোদ সাওয়ান্ত। এছাড়া গোয়ায় BJP-র দুই শরিকদল মহারাষ্ট্র গোমন্তক পার্টি(MGP) ও গোয়া ফরোয়ার্ড পার্টি(GFP) -র থেকে দু'জন উপ মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হতে পারে।
দীর্ঘদিন অগ্ন্যাশয়ের অসুখে ভুগে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোহর পর্রিকর। তাঁৎ মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই গোয়ায় সরকার গঠনের দাবি জানায় কংগ্রেস। রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে চিঠিও পাঠায় তারা।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রমোদ সাওয়ান্তের নাম উঠে এলেও গোয়ায় BJP প্রধান বিনয় তেন্ডুলকর বলেন, "এরকম অনেকের নামই উঠে আসছে। আমার নামও উঠেছে। তবে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে আজ রাতে বিধায়কদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।"
এই মুহূর্তে গোয়া বিধানসভার চিত্র -
দুই বিধায়কের ইস্তফা ও মনোহর পর্রিকর সহ মোট দু'জনের মৃত্যুর পর বিধানসভায় বর্তমানে বিধায়কের সংখ্যা ৪০ থেকে কমে হয়েছে ৩৬। তাই এখন বিধানসভায় কংগ্রেস একক বৃহত্তম দল। তাদের বিধায়ক সংখ্যা ১৪। BJP-র হাতে এখন ১২ জন বিধায়ক।