ETV Bharat / bharat

বাবরি মসজিদ ধ্বংস করে আমরা গর্বিত ; প্রজ্ঞার মন্তব্যে নোটিশ কমিশনের - modi

ফের বিতর্কিত মন্তব্য ভোপালের BJP প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং-এর । তিনি বলেন, "বাবরি মসজিদ ধ্বংস নিয়ে দুঃখ প্রকাশ করব কেন ? আমরা আসলে গর্বিত ।" এই মন্তব্যর জেরে প্রজ্ঞাকে নোটিশ পাঠিয়েছে ভোপাল জেলার ইলেকশন অফিসার ।

সাধ্বী প্রজ্ঞা
author img

By

Published : Apr 21, 2019, 12:12 PM IST

ভোপাল, 21 এপ্রিল : "হ্যাঁ, আমি অযোধ্যায় গেছিলাম । গতকালও বলেছিলাম । কোনও কিছুই অস্বীকার করছি না আমি । আমি বাবরি মসজিদ ধ্বংস করেছিলাম । আমি সেখানে আবারও যাব । সেখানে মন্দির তৈরি করতে সাহায্য করব । আমাদের কেউ আটকাতে পারবে না ।" ফের বিতর্কিত মন্তব্য ভোপালের BJP প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং-এর । এই মন্তব্যর জেরে প্রজ্ঞাকে নোটিশ পাঠিয়েছে ভোপাল জেলার ইলেকশন অফিসার । একদিনের মধ্যে নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাকে ।

বাবরি মসজিদ ধ্বংস বিষয়ে প্রজ্ঞা আরও বলেন, "বাবরি মসজিদ ধ্বংস নিয়ে দুঃখ প্রকাশ করব কেন ? আমরা আসলে গর্বিত । রামমন্দিরের কিছু বর্জ্য পণ্য ছিল সেখানে । এবং আমরা তা সরিয়ে দিয়েছিলাম । এটা আমাদের দেশের আত্মমর্যাদা জাগিয়ে তুলেছে এবং আমরা একটি বিশাল রামমন্দির নির্মাণ করব ।"

এর আগে মালেগাওঁ বিস্ফোরণে অভিযুক্ত হিসেবে সাধ্বী প্রজ্ঞা সিং মন্তব্য করেছিলেন, তাঁর অভিশাপেই মৃত্যু হয় শহিদ IPS হেমন্ত কারকারের । সেই মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রজ্ঞা । তবে রামমন্দির নিয়ে এই মন্তব্যর জেরে নতুন বিতর্ক তৈরি হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ।

সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছিল BJP । তবে লোকসভা নির্বাচনে তাঁকে ভোপাল কেন্দ্র থেকে প্রার্থী করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে BJP । তবে প্রজ্ঞার সমর্থনে গতকাল মুখ খুলেছেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ সরাসরি কংগ্রেস সভাপতির তুলনা টেনে তিনি বলেন, "জামিনে মুক্ত রাহুল গান্ধি যদি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তাহলে সাধ্বী প্রজ্ঞা কেন নন ?"

ভোপাল, 21 এপ্রিল : "হ্যাঁ, আমি অযোধ্যায় গেছিলাম । গতকালও বলেছিলাম । কোনও কিছুই অস্বীকার করছি না আমি । আমি বাবরি মসজিদ ধ্বংস করেছিলাম । আমি সেখানে আবারও যাব । সেখানে মন্দির তৈরি করতে সাহায্য করব । আমাদের কেউ আটকাতে পারবে না ।" ফের বিতর্কিত মন্তব্য ভোপালের BJP প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং-এর । এই মন্তব্যর জেরে প্রজ্ঞাকে নোটিশ পাঠিয়েছে ভোপাল জেলার ইলেকশন অফিসার । একদিনের মধ্যে নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাকে ।

বাবরি মসজিদ ধ্বংস বিষয়ে প্রজ্ঞা আরও বলেন, "বাবরি মসজিদ ধ্বংস নিয়ে দুঃখ প্রকাশ করব কেন ? আমরা আসলে গর্বিত । রামমন্দিরের কিছু বর্জ্য পণ্য ছিল সেখানে । এবং আমরা তা সরিয়ে দিয়েছিলাম । এটা আমাদের দেশের আত্মমর্যাদা জাগিয়ে তুলেছে এবং আমরা একটি বিশাল রামমন্দির নির্মাণ করব ।"

এর আগে মালেগাওঁ বিস্ফোরণে অভিযুক্ত হিসেবে সাধ্বী প্রজ্ঞা সিং মন্তব্য করেছিলেন, তাঁর অভিশাপেই মৃত্যু হয় শহিদ IPS হেমন্ত কারকারের । সেই মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রজ্ঞা । তবে রামমন্দির নিয়ে এই মন্তব্যর জেরে নতুন বিতর্ক তৈরি হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ।

সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছিল BJP । তবে লোকসভা নির্বাচনে তাঁকে ভোপাল কেন্দ্র থেকে প্রার্থী করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে BJP । তবে প্রজ্ঞার সমর্থনে গতকাল মুখ খুলেছেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ সরাসরি কংগ্রেস সভাপতির তুলনা টেনে তিনি বলেন, "জামিনে মুক্ত রাহুল গান্ধি যদি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তাহলে সাধ্বী প্রজ্ঞা কেন নন ?"

New Delhi, Apr 20 (ANI): The crime branch of Delhi Police reached at Rohit Shekhar Tiwari's residence today. Rohit Shekhar was found dead on April 16 under mysterious circumstances. The questioning is taking place at Rohit's residence in Defence Colony in south Delhi. Speaking to ANI on this matter, Rohit Shekhar Tiwari's mother, Ujjwala Tiwari said, "There was tension between Rohit and his wife since the first day of marriage. It was a love marriage. Currently, Delhi crime branch is questioning the wife of Rohit Shekhar Tiwari." Rohit was declared dead when brought to the Max Hospital in Saket on April 16.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.