ভোপাল, 21 এপ্রিল : "হ্যাঁ, আমি অযোধ্যায় গেছিলাম । গতকালও বলেছিলাম । কোনও কিছুই অস্বীকার করছি না আমি । আমি বাবরি মসজিদ ধ্বংস করেছিলাম । আমি সেখানে আবারও যাব । সেখানে মন্দির তৈরি করতে সাহায্য করব । আমাদের কেউ আটকাতে পারবে না ।" ফের বিতর্কিত মন্তব্য ভোপালের BJP প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং-এর । এই মন্তব্যর জেরে প্রজ্ঞাকে নোটিশ পাঠিয়েছে ভোপাল জেলার ইলেকশন অফিসার । একদিনের মধ্যে নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাকে ।
বাবরি মসজিদ ধ্বংস বিষয়ে প্রজ্ঞা আরও বলেন, "বাবরি মসজিদ ধ্বংস নিয়ে দুঃখ প্রকাশ করব কেন ? আমরা আসলে গর্বিত । রামমন্দিরের কিছু বর্জ্য পণ্য ছিল সেখানে । এবং আমরা তা সরিয়ে দিয়েছিলাম । এটা আমাদের দেশের আত্মমর্যাদা জাগিয়ে তুলেছে এবং আমরা একটি বিশাল রামমন্দির নির্মাণ করব ।"
এর আগে মালেগাওঁ বিস্ফোরণে অভিযুক্ত হিসেবে সাধ্বী প্রজ্ঞা সিং মন্তব্য করেছিলেন, তাঁর অভিশাপেই মৃত্যু হয় শহিদ IPS হেমন্ত কারকারের । সেই মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রজ্ঞা । তবে রামমন্দির নিয়ে এই মন্তব্যর জেরে নতুন বিতর্ক তৈরি হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ।
সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছিল BJP । তবে লোকসভা নির্বাচনে তাঁকে ভোপাল কেন্দ্র থেকে প্রার্থী করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে BJP । তবে প্রজ্ঞার সমর্থনে গতকাল মুখ খুলেছেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ সরাসরি কংগ্রেস সভাপতির তুলনা টেনে তিনি বলেন, "জামিনে মুক্ত রাহুল গান্ধি যদি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তাহলে সাধ্বী প্রজ্ঞা কেন নন ?"