দিল্লি, ১ এপ্রিল : প্রথম ভারতীয় হিসেবে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য হতে পারেন AIFF (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল। আগামী শনিবার কুয়ালালামপুরে AFC (এশিয়ান ফুটবল কনফেডারেশন) -র থেকে এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্যপদের জন্য এই নির্বাচন হবে। AFC থেকে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের পাঁচটি পদের জন্য লড়ছেন ৮ জন। এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্যপদের মেয়াদ চার বছর।
AIFF সূত্রের খবর, নির্বাচনের ফলাফল প্যাটেলের পক্ষে হওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে প্যাটেল AFC-র ভাইস প্রেসিডেন্ট।
এই বিষয়ে AIFF-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেন, "FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলে প্রফুল প্যাটেলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা আশাবাদী। প্রফুল প্যাটেলকে AIFF প্রেসিডেন্ট শেখ সালমান সহ সব সদস্য দেশ সমর্থন জানিয়েছে। আমরা নিশ্চিত সেই সমর্থন ভোটে প্রতিফলিত হবে।"
এগজ়িকিউটিভ কাউন্সিল FIFA-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এর আগে প্রাক্তন AIFF প্রেসিডেন্ট প্রিয়রঞ্জন দাশমুন্সি FIFA-র টেকনিকাল কমিটির সদস্য ছিলেন। তবে কোনও ভারতীয় এর আগে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য হননি। ভারতের থেকে প্রফুল প্যাটেল ছাড়াও এই সদস্য পদের জন্য নির্বাচনে চিন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিনস ও কাতারের প্রতিনিধিরা লড়ছেন।