ETV Bharat / bharat

প্রথম ভারতীয় হিসেবে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলে যেতে পারেন প্রফুল প্যাটেল - fifa

প্রথম ভারতীয় হিসেবে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য হতে পারেন AIFF প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল। আগামী শনিবার কুয়ালালামপুরে AFC -র থেকে এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্যপদের জন্য এই নির্বাচন হবে। AIFF সূত্রের খবর, নির্বাচনের ফলাফল প্যাটেলের পক্ষে হওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে প্যাটেল AFC-র ভাইস প্রেসিডেন্ট।

প্রফুল প্যাটেল
author img

By

Published : Apr 1, 2019, 5:41 PM IST

দিল্লি, ১ এপ্রিল : প্রথম ভারতীয় হিসেবে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য হতে পারেন AIFF (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল। আগামী শনিবার কুয়ালালামপুরে AFC (এশিয়ান ফুটবল কনফেডারেশন) -র থেকে এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্যপদের জন্য এই নির্বাচন হবে। AFC থেকে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের পাঁচটি পদের জন্য লড়ছেন ৮ জন। এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্যপদের মেয়াদ চার বছর।

AIFF সূত্রের খবর, নির্বাচনের ফলাফল প্যাটেলের পক্ষে হওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে প্যাটেল AFC-র ভাইস প্রেসিডেন্ট।

এই বিষয়ে AIFF-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেন, "FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলে প্রফুল প্যাটেলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা আশাবাদী। প্রফুল প্যাটেলকে AIFF প্রেসিডেন্ট শেখ সালমান সহ সব সদস্য দেশ সমর্থন জানিয়েছে। আমরা নিশ্চিত সেই সমর্থন ভোটে প্রতিফলিত হবে।"

এগজ়িকিউটিভ কাউন্সিল FIFA-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এর আগে প্রাক্তন AIFF প্রেসিডেন্ট প্রিয়রঞ্জন দাশমুন্সি FIFA-র টেকনিকাল কমিটির সদস্য ছিলেন। তবে কোনও ভারতীয় এর আগে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য হননি। ভারতের থেকে প্রফুল প্যাটেল ছাড়াও এই সদস্য পদের জন্য নির্বাচনে চিন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিনস ও কাতারের প্রতিনিধিরা লড়ছেন।

দিল্লি, ১ এপ্রিল : প্রথম ভারতীয় হিসেবে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য হতে পারেন AIFF (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল। আগামী শনিবার কুয়ালালামপুরে AFC (এশিয়ান ফুটবল কনফেডারেশন) -র থেকে এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্যপদের জন্য এই নির্বাচন হবে। AFC থেকে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের পাঁচটি পদের জন্য লড়ছেন ৮ জন। এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্যপদের মেয়াদ চার বছর।

AIFF সূত্রের খবর, নির্বাচনের ফলাফল প্যাটেলের পক্ষে হওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে প্যাটেল AFC-র ভাইস প্রেসিডেন্ট।

এই বিষয়ে AIFF-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেন, "FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলে প্রফুল প্যাটেলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা আশাবাদী। প্রফুল প্যাটেলকে AIFF প্রেসিডেন্ট শেখ সালমান সহ সব সদস্য দেশ সমর্থন জানিয়েছে। আমরা নিশ্চিত সেই সমর্থন ভোটে প্রতিফলিত হবে।"

এগজ়িকিউটিভ কাউন্সিল FIFA-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এর আগে প্রাক্তন AIFF প্রেসিডেন্ট প্রিয়রঞ্জন দাশমুন্সি FIFA-র টেকনিকাল কমিটির সদস্য ছিলেন। তবে কোনও ভারতীয় এর আগে FIFA-র এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য হননি। ভারতের থেকে প্রফুল প্যাটেল ছাড়াও এই সদস্য পদের জন্য নির্বাচনে চিন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিনস ও কাতারের প্রতিনিধিরা লড়ছেন।

Thiruvananthapuram (Kerala), Apr 01 (ANI): Congress leader Shashi Tharoor on Monday filed nomination from Thiruvananthapuram parliamentary constituency. Soon after filing his nomination, Tharoor said, "This is the third time I am filing my nominations from Thiruvananthapuram, and this time we have higher expectations that the faith the voters of Thiruvananthapuram have placed in me twice, we will be repeated with even larger majority. I believe that Congress and its allies are going to go forward with tremendous confidence, we are even capable of winning all 20 seats for the UDF in Kerala."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.