ETV Bharat / bharat

মোবাইল ধরে রোগীর আত্মীয়, লোডশেডিংয়েই চিকিৎসা ডাক্তারদের !

বিদ্যুৎ সংযোগ নেই । অন্ধকারে টর্চ জ্বালিয়ে চলছে চিকিৎসা।

মোবাইলের লাইট জ্বালিয়ে রোগী দেখছে ডাক্তার
author img

By

Published : Jul 7, 2019, 1:48 PM IST

Updated : Jul 7, 2019, 2:10 PM IST

লখনউ, 7 জুলাই : মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ, টর্চ ধরে রয়েছেন রোগীর বাড়ির লোক । চলছে চিকিৎসা । বিদ্যুৎহীন হাসপাতালে এ ভাবেই রোগী দেখছেন ডাক্তাররা । দেশে চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থাটা সামনে এল আরও একবার । ঘটনাটি উত্তরপ্রদেশের ।
উত্তরপ্রদেশের সামভাল জেলায় সরকারি হাসপাতালের এই ঘটনা প্রকাশ্যে আসায় ফের সমালোচনার মুখে যোগী আদিত্যনাথের সরকার ।

বিদ্যুৎ সংযোগ নেই । অন্ধকারে টর্চ, ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে চলছে চিকিৎসা । এটাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতালের । এদিকে রোগীর ভিড় সামলাতে হচ্ছে চিকিৎসকদের । তাই রোগীর বাড়ির আত্মীয়দের সাহায্যে টর্চ জ্বালিয়ে রোগী দেখছেন তাঁরা ।

সংবাদসংস্থা ANI-কে এক রোগী বলেন, ''এই হাসপাতালে ন্যূনতম পরিষেবাটুকুও নেই । কোনও ইনভার্টারও নেই । আলো ছাড়াই রোগী দেখেন চিকিৎসকরা । প্রশাসনকে বারবার বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, কিন্তু কোনওরকম গুরুত্ব দেওয়া হয়নি।''

যদিও হাসপাতালের মুখ্য মেডিকেল সুপারিনটেনডেন্ট ড. এ কে গুপ্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ''সবটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে । কোনওরকম সমস্যা নেই।'' তিনি বলেন, "মাত্র এক ঘণ্টার জন্য হাসপাতালে বিদ্যুৎ সংযোগ ছিল না। কারণ ভারী বৃষ্টির ফলে কিছু সমস্যা ছিল ।" টর্চ জ্বালিয়ে কেবিনে চিকিৎসকরা রোগী দেখছেন, এমন কোনও কিছুই তাঁর কানে আসেনি বলেও মন্তব্য করেন তিনি ।

সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) দীপেন্দ্র কুমার বলেন, এই জাতীয় ঘটনা প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা হবে বলে আশ্বাস দেন তিনি।

লখনউ, 7 জুলাই : মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ, টর্চ ধরে রয়েছেন রোগীর বাড়ির লোক । চলছে চিকিৎসা । বিদ্যুৎহীন হাসপাতালে এ ভাবেই রোগী দেখছেন ডাক্তাররা । দেশে চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থাটা সামনে এল আরও একবার । ঘটনাটি উত্তরপ্রদেশের ।
উত্তরপ্রদেশের সামভাল জেলায় সরকারি হাসপাতালের এই ঘটনা প্রকাশ্যে আসায় ফের সমালোচনার মুখে যোগী আদিত্যনাথের সরকার ।

বিদ্যুৎ সংযোগ নেই । অন্ধকারে টর্চ, ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে চলছে চিকিৎসা । এটাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতালের । এদিকে রোগীর ভিড় সামলাতে হচ্ছে চিকিৎসকদের । তাই রোগীর বাড়ির আত্মীয়দের সাহায্যে টর্চ জ্বালিয়ে রোগী দেখছেন তাঁরা ।

সংবাদসংস্থা ANI-কে এক রোগী বলেন, ''এই হাসপাতালে ন্যূনতম পরিষেবাটুকুও নেই । কোনও ইনভার্টারও নেই । আলো ছাড়াই রোগী দেখেন চিকিৎসকরা । প্রশাসনকে বারবার বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, কিন্তু কোনওরকম গুরুত্ব দেওয়া হয়নি।''

যদিও হাসপাতালের মুখ্য মেডিকেল সুপারিনটেনডেন্ট ড. এ কে গুপ্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ''সবটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে । কোনওরকম সমস্যা নেই।'' তিনি বলেন, "মাত্র এক ঘণ্টার জন্য হাসপাতালে বিদ্যুৎ সংযোগ ছিল না। কারণ ভারী বৃষ্টির ফলে কিছু সমস্যা ছিল ।" টর্চ জ্বালিয়ে কেবিনে চিকিৎসকরা রোগী দেখছেন, এমন কোনও কিছুই তাঁর কানে আসেনি বলেও মন্তব্য করেন তিনি ।

সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) দীপেন্দ্র কুমার বলেন, এই জাতীয় ঘটনা প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা হবে বলে আশ্বাস দেন তিনি।

Aligarh (UP), Jul 06 (ANI): A muslim man in Uttar Pradesh's Aligarh alleged that he was beaten up at his residence by 2-3 people on July 4 for reading Ramayana. While speaking to ANI, he said, "I've been reading Hindu scriptures since 1979. They said they would shoot me if I continue this. They took away my Ramayana and Gita." "We have registered a case on the basis of his complaint. Two persons have been arrested", Vishal Pandey, Circle Officer, Aligarh told ANI.
Last Updated : Jul 7, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.