ETV Bharat / bharat

দপ্তর বণ্টন মধ্যপ্রদেশে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেন নরোত্তম মিশ্র - শিবরাজ সিং চৌহান

অন্য মন্ত্রীদের দায়িত্ব না দিয়ে সাধারণ প্রশাসন বিভাগ, জনসংযোগ, নর্মদা উপত্যকা উন্নয়ন এবং অন্যান্য বিভাগ নিজেই সামলাবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।

MP cabinet
MP cabinet
author img

By

Published : Jul 13, 2020, 5:22 PM IST

ভোপাল, 13 জুলাই : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভার দপ্তর বণ্টন হল আজ । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রইলেন নরোত্তম মিশ্র ।

সংসদ বিষয়ক এবং আইন ও বিচার বিভাগের দায়িত্বে রয়েছেন নরোত্তম মিশ্র । ক্রীড়া, যুব কল্যাণ, কারিগরি শিক্ষা, দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থান বিভাগের দায়িত্বে থাকছেন যশোধরা রাজে সিন্ধিয়া । গোপাল ভার্গবকে পূর্ত দপ্তর এবং গ্রামীণ ও কুটির শিল্পের দায়িত্ব দেওয়া হয়েছে । মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর পদে রয়েছেন ইমারতী দেবী । সাধারণ প্রশাসন বিভাগ, জনসংযোগ, নর্মদা উপত্যকা উন্নয়ন এবং অন্যান্য বিভাগের দায়িত্বে থাকছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।

2 জুলাই দ্বিতীয়বার মন্ত্রিসভা প্রসারিত করার পর, দিল্লিতে BJP-র শীর্ষ নেতাদের সঙ্গে স্পষ্টভাবে দপ্তর বরাদ্দ নিয়ে আলোচনা করেন শিবরাজ সিং চৌহান । যা রাজ্যে একটি রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করে । চতুর্থবারের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একমাস পর 21 এপ্রিল কংগ্রেসের দুই প্রাক্তন বিধায়কসহ পাঁচ মন্ত্রীকে অন্তর্ভুক্তির মাধ্যমে চৌহান মন্ত্রিসভার প্রাথমিক সম্প্রসারণ হয় ।

ভোপাল, 13 জুলাই : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভার দপ্তর বণ্টন হল আজ । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রইলেন নরোত্তম মিশ্র ।

সংসদ বিষয়ক এবং আইন ও বিচার বিভাগের দায়িত্বে রয়েছেন নরোত্তম মিশ্র । ক্রীড়া, যুব কল্যাণ, কারিগরি শিক্ষা, দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থান বিভাগের দায়িত্বে থাকছেন যশোধরা রাজে সিন্ধিয়া । গোপাল ভার্গবকে পূর্ত দপ্তর এবং গ্রামীণ ও কুটির শিল্পের দায়িত্ব দেওয়া হয়েছে । মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর পদে রয়েছেন ইমারতী দেবী । সাধারণ প্রশাসন বিভাগ, জনসংযোগ, নর্মদা উপত্যকা উন্নয়ন এবং অন্যান্য বিভাগের দায়িত্বে থাকছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।

2 জুলাই দ্বিতীয়বার মন্ত্রিসভা প্রসারিত করার পর, দিল্লিতে BJP-র শীর্ষ নেতাদের সঙ্গে স্পষ্টভাবে দপ্তর বরাদ্দ নিয়ে আলোচনা করেন শিবরাজ সিং চৌহান । যা রাজ্যে একটি রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করে । চতুর্থবারের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একমাস পর 21 এপ্রিল কংগ্রেসের দুই প্রাক্তন বিধায়কসহ পাঁচ মন্ত্রীকে অন্তর্ভুক্তির মাধ্যমে চৌহান মন্ত্রিসভার প্রাথমিক সম্প্রসারণ হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.