ETV Bharat / bharat

দিল্লির দূষণ দাপট এখন 'মাঝারি' নিয়ন্ত্রিত পর্যায়ে - আইএমডি

দিল্লি দূষণ নতুন কোনও বিষয় নয় । কুয়াশা, শৈত্যপ্রবাহ, বৃষ্টিপাতের মাঝে রাজধানীর বায়ুদূষণ সূচক কিছুটা হলেও স্বস্তিদায়ক । এয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, এদিন বায়ু দূষণ সূচকের পরিমাপ ছিল 'সন্তোষজনক' ।

দিল্লি দূষণ
দিল্লি দূষণ
author img

By

Published : Jan 5, 2021, 3:06 PM IST

দিল্লি, 5 জানুয়ারি : বায়ুর গুণমান এবং আবহাওয়ার পূর্বাভাস এবং গবেষণা পদ্ধতি (সাফার) এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত, দিল্লির বাতাসে দূষণের সূচক নেমেছে মাঝারি পর্যায়ে । দূষণ , শৈত্যপ্রবাহ এর সঙ্গে দোসর হয়েছে বৃষ্টিপাত । আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । সেই মতো গত 24 ঘণ্টায় সফরজং এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 4.7 মিমি , পালম এলাকায় 12.0 মিমি , লোধি রোডে 4.8 মিমি , রিডজ্ এলাকায় 6.2 মিমি এবং আয়ানগর এলাকায় 8.9 মিমি ।

আইএমডি-এর রিপোর্ট অনুযায়ী , গত 24 ঘণ্টায় দিল্লিতে দমকা বাতাসের সঙ্গে বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হয়েছে । রাজধানীর সফরজং এলাকায় আজকের তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস । এয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, এদিন বায়ু দূষণ সূচকের পরিমাপ ছিল 'সন্তোষজনক' ।

প্রসঙ্গত, শুক্রবারই রাজধানীতে তাপমাত্রা নেমে গিয়েছিল 1 ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। সঙ্গে ছিল কুয়াশার দাপটও। রাজধানীর বহু জায়গায় দৃশ্যমানতা নেমে গিয়েছিল শূন্যে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী , সূচকের পরিমাপ 0-50 এর মধ্যে থাকলে তা আশাজনক । 51-100 এর মধ্যে থাকলে তা সন্তোষজনক 101-200 এর মধ্যে থকলে তা সহনীয় 201-300 এর মধ্যে থাকলে তা নিরাশাজনক 301-500 এর মধ্যে থাকলে তা অত্যন্ত নিরাশাজনক ।

দিল্লি, 5 জানুয়ারি : বায়ুর গুণমান এবং আবহাওয়ার পূর্বাভাস এবং গবেষণা পদ্ধতি (সাফার) এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত, দিল্লির বাতাসে দূষণের সূচক নেমেছে মাঝারি পর্যায়ে । দূষণ , শৈত্যপ্রবাহ এর সঙ্গে দোসর হয়েছে বৃষ্টিপাত । আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । সেই মতো গত 24 ঘণ্টায় সফরজং এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 4.7 মিমি , পালম এলাকায় 12.0 মিমি , লোধি রোডে 4.8 মিমি , রিডজ্ এলাকায় 6.2 মিমি এবং আয়ানগর এলাকায় 8.9 মিমি ।

আইএমডি-এর রিপোর্ট অনুযায়ী , গত 24 ঘণ্টায় দিল্লিতে দমকা বাতাসের সঙ্গে বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হয়েছে । রাজধানীর সফরজং এলাকায় আজকের তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস । এয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, এদিন বায়ু দূষণ সূচকের পরিমাপ ছিল 'সন্তোষজনক' ।

প্রসঙ্গত, শুক্রবারই রাজধানীতে তাপমাত্রা নেমে গিয়েছিল 1 ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। সঙ্গে ছিল কুয়াশার দাপটও। রাজধানীর বহু জায়গায় দৃশ্যমানতা নেমে গিয়েছিল শূন্যে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী , সূচকের পরিমাপ 0-50 এর মধ্যে থাকলে তা আশাজনক । 51-100 এর মধ্যে থাকলে তা সন্তোষজনক 101-200 এর মধ্যে থকলে তা সহনীয় 201-300 এর মধ্যে থাকলে তা নিরাশাজনক 301-500 এর মধ্যে থাকলে তা অত্যন্ত নিরাশাজনক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.