ETV Bharat / bharat

কমছে দূষণ, দিল্লিতে খুলছে স্কুল - দিল্লির বাতাসের গুণমান সূচক

পরিস্থিতির আগের থেকে উন্নতি হলেও রাজধানীর আকাশ আজও ধোঁয়াশায় ঢাকা ৷ সকালের দিকে রাজপথে হালকা ধোঁয়াশার চাদর দেখা যায় ৷ সফর-লোধি রোডে আজ সকাল সাড়ে 6টায় বাতাসের গুণমান সূচক ছিল 279 (PM 2.5) এবং 250 (PM 10) ৷ এদিকে দীপাবলির পরে আজ থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ রাজধানীতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে দীপাবলীর ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৷ আজ সকালে প্রচুর পড়ুয়াকে রাস্তায় দেখা যায় ৷ স্কুলমুখী খুদেদের মুখে ছিল দূষণ নিয়ন্ত্রক মাস্ক ৷

কমছে দূষণ রাজধানীতে, খুলছে স্কুল, কিন্তু সচেতনতা কই?
author img

By

Published : Nov 6, 2019, 11:18 AM IST

দিল্লি, 6 নভেম্বর : জোড়-বিজোড় আইন চালু হওয়ার পর দিল্লির দূষণ পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ সফর-লোধি রোডে আজ সকাল সাড়ে 6টায় বাতাসের গুণমান সূচক ছিল 279 (PM 2.5) এবং 250 (PM 10) ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আজ জানান, সাধারণ মানুষ জোড়-বিজোড় আইন সচেতনতার সঙ্গে মেনে চলছে ৷ পাশাপাশি একাধিক নিয়ম ভাঙার ঘটনাও সামনে এসেছে ৷ শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 99 হাজারেরও বেশি জরিমানা জমা পড়েছে ৷

  • Delhi: Major pollutants PM 2.5 at 279 & PM 10 at 250, both in 'poor' category in Lodhi Road area, according to Air Quality Index (AQI) data. pic.twitter.com/N0Uhc9hCnQ

    — ANI (@ANI) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিস্থিতির আগের থেকে উন্নতি হলেও রাজধানীর আকাশ আজও ধোঁয়াশায় ঢাকা ৷ এদিকে দীপাবলির পরে আজ থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ রাজধানীতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে দীপাবলীর ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৷ আজ সকালে প্রচুর পড়ুয়াকে রাস্তায় দেখা যায় ৷ স্কুলমুখী খুদেদের মুখে ছিল দূষণ নিয়ন্ত্রক মাস্ক ৷

উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন " দিল্লির দূষণ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে ৷ আকাশে ধোঁয়াশার পরিমাণ আগের থেকে অনেক কমেছে ৷ আমরা পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখছি ৷ আশা করা যাচ্ছে নতুন করে পরিস্থিতির আর অবনতি হবে না ৷ "

প্রতিবছর দীপাবলীর পর দিল্লির দূষণের মাত্রা এভাবেই বেড়ে যায় ৷ রাজধানীর বিষ বাতাসে নিঃশ্বাস নেওয়াও হয়ে ওঠে দুষ্কর ৷ এবারের ধোঁয়াশার প্রকোপটা ছিল অতি বিপজ্জনক ৷ বাতাসের গুণমান সূচক প্রায় ছুঁয়ে ফেলেছিল 1000-এর গণ্ডি ৷ 180টি দেশের মধ্যে করা একটি সমীক্ষায় দেখা গেছে বাতাসের গুণমান সূচকে ভারতের স্থান সর্বশেষ ৷ দেশে গড়ে প্রতি 8 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে ৷ চিনে শিল্পজাত আবর্জনার পরিমাণ কমানোর পরে বায়ু দূষণের কারণে মৃত্যুর হারও কমেছে ৷ অন্যদিকে এদেশে বায়ুদূষণ জনিত মৃত্যুর হার বেড়েছে 23 শতাংশ ৷ দূষণের কারণে ফুসফুস ও হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সতর্কতাও জারি করেছে AIIMS ৷

  • Delhi: A layer of smog continues to cover the sky in the national capital. Visuals from the area around India Gate where the air quality remains in 'Unhealthy' category this morning. pic.twitter.com/emYn5UOc2g

    — ANI (@ANI) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এতকিছুর পরেও সচেতনতা বাড়ানোর দিকে নজর ছিল না সরকারের ৷ জাতীয় পরিবেশ আদালত (NGT) ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল 4 বছর আগে ৷ 1 টন ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোয় 60 কেজি কার্বন মনো অক্সাইড, 1400 কেজি গ্রিন হাউস গ্যাস, 3 কেজি সালফার ডাই অক্সাইড তৈরি করে ৷ আর সেখানে দাড়িয়ে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে প্রতি বছর 5 কোটি টন ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো হয় ৷ কবে বাড়বে সচেতনতা ? আবারও কি অপেক্ষা পরের কোনও দীপাবলীর জন্য? অপেক্ষায় রাজধানী ৷

দিল্লি, 6 নভেম্বর : জোড়-বিজোড় আইন চালু হওয়ার পর দিল্লির দূষণ পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ সফর-লোধি রোডে আজ সকাল সাড়ে 6টায় বাতাসের গুণমান সূচক ছিল 279 (PM 2.5) এবং 250 (PM 10) ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আজ জানান, সাধারণ মানুষ জোড়-বিজোড় আইন সচেতনতার সঙ্গে মেনে চলছে ৷ পাশাপাশি একাধিক নিয়ম ভাঙার ঘটনাও সামনে এসেছে ৷ শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 99 হাজারেরও বেশি জরিমানা জমা পড়েছে ৷

  • Delhi: Major pollutants PM 2.5 at 279 & PM 10 at 250, both in 'poor' category in Lodhi Road area, according to Air Quality Index (AQI) data. pic.twitter.com/N0Uhc9hCnQ

    — ANI (@ANI) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিস্থিতির আগের থেকে উন্নতি হলেও রাজধানীর আকাশ আজও ধোঁয়াশায় ঢাকা ৷ এদিকে দীপাবলির পরে আজ থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ রাজধানীতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে দীপাবলীর ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৷ আজ সকালে প্রচুর পড়ুয়াকে রাস্তায় দেখা যায় ৷ স্কুলমুখী খুদেদের মুখে ছিল দূষণ নিয়ন্ত্রক মাস্ক ৷

উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন " দিল্লির দূষণ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে ৷ আকাশে ধোঁয়াশার পরিমাণ আগের থেকে অনেক কমেছে ৷ আমরা পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখছি ৷ আশা করা যাচ্ছে নতুন করে পরিস্থিতির আর অবনতি হবে না ৷ "

প্রতিবছর দীপাবলীর পর দিল্লির দূষণের মাত্রা এভাবেই বেড়ে যায় ৷ রাজধানীর বিষ বাতাসে নিঃশ্বাস নেওয়াও হয়ে ওঠে দুষ্কর ৷ এবারের ধোঁয়াশার প্রকোপটা ছিল অতি বিপজ্জনক ৷ বাতাসের গুণমান সূচক প্রায় ছুঁয়ে ফেলেছিল 1000-এর গণ্ডি ৷ 180টি দেশের মধ্যে করা একটি সমীক্ষায় দেখা গেছে বাতাসের গুণমান সূচকে ভারতের স্থান সর্বশেষ ৷ দেশে গড়ে প্রতি 8 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে ৷ চিনে শিল্পজাত আবর্জনার পরিমাণ কমানোর পরে বায়ু দূষণের কারণে মৃত্যুর হারও কমেছে ৷ অন্যদিকে এদেশে বায়ুদূষণ জনিত মৃত্যুর হার বেড়েছে 23 শতাংশ ৷ দূষণের কারণে ফুসফুস ও হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সতর্কতাও জারি করেছে AIIMS ৷

  • Delhi: A layer of smog continues to cover the sky in the national capital. Visuals from the area around India Gate where the air quality remains in 'Unhealthy' category this morning. pic.twitter.com/emYn5UOc2g

    — ANI (@ANI) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এতকিছুর পরেও সচেতনতা বাড়ানোর দিকে নজর ছিল না সরকারের ৷ জাতীয় পরিবেশ আদালত (NGT) ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল 4 বছর আগে ৷ 1 টন ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোয় 60 কেজি কার্বন মনো অক্সাইড, 1400 কেজি গ্রিন হাউস গ্যাস, 3 কেজি সালফার ডাই অক্সাইড তৈরি করে ৷ আর সেখানে দাড়িয়ে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে প্রতি বছর 5 কোটি টন ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো হয় ৷ কবে বাড়বে সচেতনতা ? আবারও কি অপেক্ষা পরের কোনও দীপাবলীর জন্য? অপেক্ষায় রাজধানী ৷

Intro:Body:

DEATHLY SMOG IN DELHI



The national capital of India is literally struggling to breathe. It has a become common occurrence every year in Delhi after Diwali. This year, the effects of air pollution are more pronounced. The air quality in the city seemed better due to monsoons during August and September. While the smoke from Diwali crackers engulfed entire North India, Delhi suffered from the neighboring burns. Kejriwal government has declared a public health emergency in the event of dangerous smog. Schools were closed till November 5th and construction activities were banned. Implementing odd-even scheme shows the gravity of the situation. Though ministers are saying that the smoke from burning paddy stubble will be less due to incessant rains, the Air Quality Index (AQI) says otherwise. If the AQI is between 400-500, the situation is considered dangerous. Given the fact that the AQI exceeded 500 in many parts of Delhi, flights had to be canceled. People are unable to step out without masks in surrounding areas like Gurugram, Noida, Faridabad and Ghaziabad. States like Telangana, Maharashtra, Madhya Pradesh, Chhattisgarh and Odisha also face the brunt of this air pollution.



North Indian farmers use wheat as cattle fodder and burn paddy stubble in their fields. The National Green Tribunal (NGT) ordered a ban on stubble burning 4 years ago. Punjab and Haryana governments assured the enforcement of NGT guidelines. The central government allocated Rs.1,100 crores towards its implementation but the situation remained the same. If one ton of stubble is burnt, 60 kg Carbon Monoxide, 1,400 kg greenhouse gases, 3 kg Sulphur Dioxide will be emitted. Haryana, Punjab and Uttar Pradesh together burn about 5 crore tons of stubble every year. Besides emitting toxic gases, thousands of useful bacteria species are dying. The moisture content of the land is decreasing. The Environmental Pollution Prevention and Control Authority (EPCA) asked the governments of Haryana, Punjab and Delhi to take stringent measures. Experts suggest cultivation of millets as an alternative to sugarcane and paddy.



The menace of air pollution is not limited to Delhi or a select few cities. Two thirds of the Indian cities have become pollution chambers over the course of time. India stood last among the 180 surveyed countries for AQI. On an average, air pollution is causing 1 out of 8 deaths nationwide. Deaths due to air pollution are declining in China, which took severe action against industrial pollution. Meanwhile, India recorded a 23 percent increase in the number of deaths caused by air pollution. All India Institute of Medical Sciences (AIIMS) has been warning about the heart and lung ailments due to increased pollution. A recent study conducted by the University of Chicago revealed that toxic environment reduces the lifespan of citizens by 7 years. Even in relatively small towns like Kurnool and Warangal, the incidence of Nickel and Arsenic in the air is high. Air contamination directly impacts the lives of about 66 crore Indians. Nations like Australia, Canada and Barbados are setting an example by creating awareness among its citizens. India must take a leaf out of their book and create environmental acts accordingly. Only if the government and citizens work collectively, climate calamities can be prevented.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.