রায়গঞ্জ, 26 অক্টোবর : রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলল । গভীর রাত পর্যন্ত যে সব দোকান খোলা ছিল সেগুলি বন্ধ করে দেয় পুলিশ । প্রতিমা দর্শনের জন্য যাঁরা বেরিয়ে ছিলেন তাঁঁদের বাড়ি পাঠানো হয় ।
কোরোনা পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশ জারি করা হয় । স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজা়র ব্যবহার করার কথা বলা হয় । কিন্তু পুজোর দিনগুলিতে অনেকেই সামাজিক দূরত্ব বজায় রাখেননি । মাস্কও পরেননি অনেকে । পাশাপাশি রাস্তার ধারের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় জমে ছিল গভীর রাতে পর্যন্ত । ফলে তৎপর হয় রায়গঞ্জ থানার পুলিশ ।
মাইকিং করে দর্শনার্থীদের বাড়ি পাঠানোর পাশাপাশি দোকানপাট বন্ধের নির্দেশ দেন রায়গঞ্জ থানার IC সুরজ থাপা । পাশাপাশি মাইকিং করে তিনি বলেন, “আগে নিজের জীবন বাঁচান ।”