দিল্লি, 24 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে পৌঁছানোর আগেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি ও সংলগ্ন এলাকা । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে আজ সকাল থেকেই ঝমেলা শুরু হয় মৌজপুর, ভজনপুর, জাফরাবাদ ও গোকুলপুরিতে । প্রতিবাদের মাঝেই দিল্লির মৌজপুরে মৃত্যু হল এক পুলিশকর্মী সহ চারজনের ।
আজ সকাল থেকেই উত্তর দিল্লি সংলগ্ন তিন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । CAA-র পক্ষে থাকা ও বিপক্ষে থাকা আন্দোলনকারীরা নিজেদের মধ্যে ইট-পাথর ছুড়তে শুরু করে । আগুন লাগিয়ে দেয় বেশকিছু দোকান, অটো ও রিকসায় । পরিস্থিতি সামাল দিতে গিয়ে নামে পুলিশ । ফাটায় কাঁদানে গ্যাসের সেল । কিন্তু উলটে পুলিশকেই লক্ষ্য করে গুলি ছোড়ে আন্দোলনকারীরা । যাতে মৃত্যু হয় রতন লাল নামে এক হেড কনস্টেবলের । তবে, গুলিবিদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয় ।
এই নিয়ে 24 ঘণ্টায় দ্বিতীয়বার উত্তপ্ত হল দিল্লি । পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি টুইট করে উপ-রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন । এবং দিল্লিতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ।
-
Very distressing news regarding disturbance of peace and harmony in parts of Delhi coming in.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
I sincerely urge Hon’ble LG n Hon'ble Union Home Minister to restore law and order n ensure that peace and harmony is maintained. Nobody should be allowed to orchestrate flagrations.
">Very distressing news regarding disturbance of peace and harmony in parts of Delhi coming in.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 24, 2020
I sincerely urge Hon’ble LG n Hon'ble Union Home Minister to restore law and order n ensure that peace and harmony is maintained. Nobody should be allowed to orchestrate flagrations.Very distressing news regarding disturbance of peace and harmony in parts of Delhi coming in.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 24, 2020
I sincerely urge Hon’ble LG n Hon'ble Union Home Minister to restore law and order n ensure that peace and harmony is maintained. Nobody should be allowed to orchestrate flagrations.
দিল্লির এই চার জায়গায় গতকাল থেকে শান্তিপূর্ণ প্রতিবাদে নামে CAA বিরোধীরা । তবে সময় যতো এগোতে থাকে শান্তিপূর্ণ প্রতিবাদ রণক্ষেত্রের আকার নেয় । দিল্লি যখন অ্যামেরিকা প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে । ঠিক তার আগেই এমন ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।