ETV Bharat / bharat

দিল্লির আদালত চত্বরে পুলিশ-আইনজীবী সংঘর্ষ, পুড়ল গাড়ি - পুলিশ

দিল্লির তিস হাজারি আদালত চত্বরে আজ পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় । এর জেরে একজন আইনজীবী জখম হয়েছেন । সূত্রের খবর তিনি গুলিবিদ্ধ হয়েছেন ।

delhi
author img

By

Published : Nov 2, 2019, 4:48 PM IST

Updated : Nov 2, 2019, 8:10 PM IST

দিল্লি, 2 নভেম্বর : দিল্লির তিস হাজ়ারি আদালত চত্বরে আজ পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় । এর জেরে একজন আইনজীবী জখম হয়েছেন । সূত্রের খবর তিনি গুলিবিদ্ধ হয়েছেন । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আদালত চত্বরে পুলিশ একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । এছাড়া এই সংঘর্ষের আগে পুলিশের মারে আরও একজন আইনজীবী জখম হয়েছেন বলে জানা গেছে । আদালত কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবীদের বচসা হয় । তারপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । জখম আইনজীবীদের সেন্ট স্টিফেনস হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান কে সি মিত্তল বলেন," তিস হাজারি পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । প্ররোচনা ছাড়াই পুলিশ আইনজীবীদের উপর হামলা করেছে । হামলায় এক আইনজীবী গুরুতর জখম হয়েছেন । আর এক আইনজীবীকে লকআপে মারধর করা হয়েছে । এই ঘটনায় জড়িত পুলিশদের অবিলম্বে বরখাস্ত করে আইনি প্রক্রিয়া শুরু উচিত । আমরা দিল্লির আইজীবীদের সঙ্গে আছি। "

দেখুন ভিডিয়ো

তিস হাজারি আদালতের বার অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার জয় বিসওয়াল বলেন ,"আদালতে আসার সময় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ি ধাক্কা মারে । ওই আইনজীবী প্রতিবাদ করলে 6 পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় । সেখানে তাঁকে বেধড়ক মারধর করে । খবর পেয়ে আমরা থানায় যাই । কিন্তু আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি । আমাদের সঙ্গে 6 জন বিচারকও ছিলেন । বিচারকরা যখন থানা থেকে ফিরছিলেন তখন পুলিশ গুলি চালায় । "

দিল্লি, 2 নভেম্বর : দিল্লির তিস হাজ়ারি আদালত চত্বরে আজ পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় । এর জেরে একজন আইনজীবী জখম হয়েছেন । সূত্রের খবর তিনি গুলিবিদ্ধ হয়েছেন । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আদালত চত্বরে পুলিশ একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । এছাড়া এই সংঘর্ষের আগে পুলিশের মারে আরও একজন আইনজীবী জখম হয়েছেন বলে জানা গেছে । আদালত কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবীদের বচসা হয় । তারপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । জখম আইনজীবীদের সেন্ট স্টিফেনস হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান কে সি মিত্তল বলেন," তিস হাজারি পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । প্ররোচনা ছাড়াই পুলিশ আইনজীবীদের উপর হামলা করেছে । হামলায় এক আইনজীবী গুরুতর জখম হয়েছেন । আর এক আইনজীবীকে লকআপে মারধর করা হয়েছে । এই ঘটনায় জড়িত পুলিশদের অবিলম্বে বরখাস্ত করে আইনি প্রক্রিয়া শুরু উচিত । আমরা দিল্লির আইজীবীদের সঙ্গে আছি। "

দেখুন ভিডিয়ো

তিস হাজারি আদালতের বার অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার জয় বিসওয়াল বলেন ,"আদালতে আসার সময় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ি ধাক্কা মারে । ওই আইনজীবী প্রতিবাদ করলে 6 পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় । সেখানে তাঁকে বেধড়ক মারধর করে । খবর পেয়ে আমরা থানায় যাই । কিন্তু আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি । আমাদের সঙ্গে 6 জন বিচারকও ছিলেন । বিচারকরা যখন থানা থেকে ফিরছিলেন তখন পুলিশ গুলি চালায় । "

Tashkent (Uzbekistan), Nov 02 (ANI): While addressing the SCO (Shanghai Cooperation Organisation) summit in Uzbekistan's Tashkent, Defence Minister Rajnath Singh said, "Unilateralism and protectionism has done good to no one." "In this context, India remains committed to a transparent, rules-based, open, inclusive and non-discriminatory multilateral trading system with the World Trade Organisation at its centre. Economic cooperation is the foundation of cementing the future of our people and ensuring them a better life. It is of critical importance to us", said Rajnath Singh. Rajnath Singh is presenting India in the meeting of Council of Heads of Government (CHG) of SCO.
Last Updated : Nov 2, 2019, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.