ETV Bharat / bharat

একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে : বিদেশমন্ত্রী

পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ভারতের অংশ ৷ আশা করি একদিন তা ভারতের নিয়ন্ত্রণে আসবে ৷ গতকাল এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

বিদেশমন্ত্রী এস জয়শংকর
author img

By

Published : Sep 18, 2019, 4:39 AM IST

Updated : Sep 18, 2019, 5:04 AM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ার চেষ্টা করছে পাকিস্তান ৷ এই অবস্থায় পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে কেন্দ্র আরও একবার জানিয়ে দিল, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ভারতেরই অংশ ৷ আর একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

গতকাল সাংবাদিক বৈঠক বিদেশমন্ত্রী জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তোলেন ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে বিদেশমন্ত্রী বলেন, "আশা করি একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে ৷" এর আগে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট করে দিয়েছিলেন, PoK ভারতেরই অংশ ৷ এরপর একই কথা বলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ এবার সেই কথা আরও একবার বললেন বিদেশমন্ত্রী ৷

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি উত্থাপন করেছে পাকিস্তান ৷ প্রতিবারই কড়া জবাব দিয়েছে ভারত ৷ গতকাল পাকিস্তানকে আক্রমণ করে বিদেশমন্ত্রী বলেন, "বিশ্বের অন্য যেকোনও প্রান্তে এমন একটি দেশ দেখান যারা প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসে মদত দেওয়াকে নিজেদের বিদেশনীতি করে নিয়েছে ৷" সীমান্ত সন্ত্রাস বন্ধ করে যতক্ষণ না স্বাভাবিক প্রতিবেশী দেশ হচ্ছে, ততক্ষণ পাকিস্তানকে ভারত চ্যালেঞ্জ হিসেবে দেখবে বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী ৷

দিল্লি, 18 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ার চেষ্টা করছে পাকিস্তান ৷ এই অবস্থায় পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে কেন্দ্র আরও একবার জানিয়ে দিল, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ভারতেরই অংশ ৷ আর একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

গতকাল সাংবাদিক বৈঠক বিদেশমন্ত্রী জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তোলেন ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে বিদেশমন্ত্রী বলেন, "আশা করি একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে ৷" এর আগে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট করে দিয়েছিলেন, PoK ভারতেরই অংশ ৷ এরপর একই কথা বলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ এবার সেই কথা আরও একবার বললেন বিদেশমন্ত্রী ৷

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি উত্থাপন করেছে পাকিস্তান ৷ প্রতিবারই কড়া জবাব দিয়েছে ভারত ৷ গতকাল পাকিস্তানকে আক্রমণ করে বিদেশমন্ত্রী বলেন, "বিশ্বের অন্য যেকোনও প্রান্তে এমন একটি দেশ দেখান যারা প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসে মদত দেওয়াকে নিজেদের বিদেশনীতি করে নিয়েছে ৷" সীমান্ত সন্ত্রাস বন্ধ করে যতক্ষণ না স্বাভাবিক প্রতিবেশী দেশ হচ্ছে, ততক্ষণ পাকিস্তানকে ভারত চ্যালেঞ্জ হিসেবে দেখবে বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী ৷

Kathua (JandK), Sep 17 (ANI): Residents of Jammu and Kashmir's Kathua are getting benefits of Center's Pradhan Mantri Awas Yojana. This rainy season of residents of block Kerrian-Gandyal is passing pretty nice as they got 'pucca' houses under PMAY scheme. With the help of this scheme, poor people can get financial assistance from the Central Government and can construct their houses. Under PMAY scheme more than 193 'pucca' houses have been constructed and 189 more houses are under construction in the block.
Last Updated : Sep 18, 2019, 5:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.