চেন্নাই, 30 সেপ্টেম্বর : তামিল ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি । বর্তমানে অ্যামেরিকাতেও প্রতিধ্বনিত হচ্ছে তামিল । আজ চেন্নাইয়ে IIT মাদ্রাজ়ের 56তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা বলেন । অমিত শাহের হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল । বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে এই বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় । সেই বিষয়টিকে শান্ত করতেই প্রধানমন্ত্রীর এই তামিল প্রীতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।
আজ প্রধানমন্ত্রী বলেন, "চেন্নাই এসে আমি আপ্লুত । নির্বাচনের পর এই প্রথমবার চেন্নাই এলাম । এখানকার মানুষের উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত । অ্যামেরিকা সফর চলাকালীন রাষ্ট্রসংঘে আমি তামিলে কিছু কথা বলেছিলাম । সেখানকার মানুষকে জানাই যে পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা হল তামিল । তামিলে আমার ভাষণ শোনার পরই অ্যামেরিকায় সবচেয়ে চর্চিত ভাষা হয়েছে তামিলই ।"
আরও পড়ুন : মাতৃভাষা নিয়ে আপোস নয় : ইয়েদুরাপ্পা
কয়েকদিন আগে হিন্দি দিবসে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার পক্ষে সওয়াল করেন অমিত শাহ । এরপর দেশজুড়ে শুরু হয় বিতর্ক । অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মুখ খুলেছেন একাধিক বিরোধী দলনেতা । ঝড় বয়ে যায় দক্ষিণের রাজ্য রাজনীতিতে । অমিত শাহের প্রস্তাবে দৃঢ়ভাবে না জানিয়ে মুখ খোলেন দক্ষিণে একমাত্র BJP শাসিত রাজ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও ।
আরও পড়ুন : হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল অমিত শাহের
প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী তামিল দার্শনিক কানিয়ান পুনগুনদ্রানারের সঙ্গম যুগের কথা বলে ভারতের ঐক্য বোঝাতে চেয়েছিলেন । হাউডি মোদি অনুষ্ঠানেও ভারতের আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দেন মোদি । সেই মঞ্চে বাংলা সহ দেশের একাধিক ভাষা শোনা গেছিল প্রধানমন্ত্রীর মুখ থেকে । ছিল তামিল ভাষাও । ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন, "আপনারা যদি জিজ্ঞাসা করেন, হাউডি মোদি? আমি বলব, ভারতে সব আচ্ছা হ্যায় । সব চাঙ্গাসি । মজা মাছে! অন্তা বাগুম্বি । এল্লা চেন্না গ্রে । এল্লাম সওকিয়াম । সর্বছান চাল্লায়ে । সব খুব ভালো । সবু ভাল্লাছি ।" তিনি আরও বলেছিলেন, "আমাদের দেশের ভাষা বৈচিত্র্যই আমাদের গর্ব । আর বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি । এই বিবিধতাই গোটা বিশ্বের মধ্যে ভারতকে অনন্য করে তোলে ।"