ETV Bharat / bharat

আমার ভাষণের পর অ্যামেরিকায় সবচেয়ে চর্চিত ভাষা তামিল : প্রধানমন্ত্রী - Hindi

আজ চেন্নাইয়ে IIT মাদ্রাজ়ের 56তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "তামিলে আমার ভাষণ শোনার পরই অ্যামেরিকায় সবচেয়ে চর্চিত ভাষা হয়েছে তামিলই ।"

আমার ভাষণের পর আমেরিকায় সবচেয়ে চর্চিত ভাষা তামিল, চেন্নাইতে বললেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Sep 30, 2019, 4:42 PM IST

চেন্নাই, 30 সেপ্টেম্বর : তামিল ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি । বর্তমানে অ্যামেরিকাতেও প্রতিধ্বনিত হচ্ছে তামিল । আজ চেন্নাইয়ে IIT মাদ্রাজ়ের 56তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা বলেন । অমিত শাহের হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল । বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে এই বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় । সেই বিষয়টিকে শান্ত করতেই প্রধানমন্ত্রীর এই তামিল প্রীতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

আজ প্রধানমন্ত্রী বলেন, "চেন্নাই এসে আমি আপ্লুত । নির্বাচনের পর এই প্রথমবার চেন্নাই এলাম । এখানকার মানুষের উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত । অ্যামেরিকা সফর চলাকালীন রাষ্ট্রসংঘে আমি তামিলে কিছু কথা বলেছিলাম । সেখানকার মানুষকে জানাই যে পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা হল তামিল । তামিলে আমার ভাষণ শোনার পরই অ্যামেরিকায় সবচেয়ে চর্চিত ভাষা হয়েছে তামিলই ।"

আরও পড়ুন : মাতৃভাষা নিয়ে আপোস নয় : ইয়েদুরাপ্পা

কয়েকদিন আগে হিন্দি দিবসে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার পক্ষে সওয়াল করেন অমিত শাহ । এরপর দেশজুড়ে শুরু হয় বিতর্ক । অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মুখ খুলেছেন একাধিক বিরোধী দলনেতা । ঝড় বয়ে যায় দক্ষিণের রাজ্য রাজনীতিতে । অমিত শাহের প্রস্তাবে দৃঢ়ভাবে না জানিয়ে মুখ খোলেন দক্ষিণে একমাত্র BJP শাসিত রাজ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও ।

আরও পড়ুন : হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল অমিত শাহের

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী তামিল দার্শনিক কানিয়ান পুনগুনদ্রানারের সঙ্গম যুগের কথা বলে ভারতের ঐক্য বোঝাতে চেয়েছিলেন । হাউডি মোদি অনুষ্ঠানেও ভারতের আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দেন মোদি । সেই মঞ্চে বাংলা সহ দেশের একাধিক ভাষা শোনা গেছিল প্রধানমন্ত্রীর মুখ থেকে । ছিল তামিল ভাষাও । ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন, "আপনারা যদি জিজ্ঞাসা করেন, হাউডি মোদি? আমি বলব, ভারতে সব আচ্ছা হ্যায় । সব চাঙ্গাসি । মজা মাছে! অন্তা বাগুম্বি । এল্লা চেন্না গ্রে । এল্লাম সওকিয়াম । সর্বছান চাল্লায়ে । সব খুব ভালো । সবু ভাল্লাছি ।" তিনি আরও বলেছিলেন, "আমাদের দেশের ভাষা বৈচিত্র্যই আমাদের গর্ব । আর বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি । এই বিবিধতাই গোটা বিশ্বের মধ্যে ভারতকে অনন্য করে তোলে ।"

চেন্নাই, 30 সেপ্টেম্বর : তামিল ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি । বর্তমানে অ্যামেরিকাতেও প্রতিধ্বনিত হচ্ছে তামিল । আজ চেন্নাইয়ে IIT মাদ্রাজ়ের 56তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা বলেন । অমিত শাহের হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল । বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে এই বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় । সেই বিষয়টিকে শান্ত করতেই প্রধানমন্ত্রীর এই তামিল প্রীতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

আজ প্রধানমন্ত্রী বলেন, "চেন্নাই এসে আমি আপ্লুত । নির্বাচনের পর এই প্রথমবার চেন্নাই এলাম । এখানকার মানুষের উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত । অ্যামেরিকা সফর চলাকালীন রাষ্ট্রসংঘে আমি তামিলে কিছু কথা বলেছিলাম । সেখানকার মানুষকে জানাই যে পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা হল তামিল । তামিলে আমার ভাষণ শোনার পরই অ্যামেরিকায় সবচেয়ে চর্চিত ভাষা হয়েছে তামিলই ।"

আরও পড়ুন : মাতৃভাষা নিয়ে আপোস নয় : ইয়েদুরাপ্পা

কয়েকদিন আগে হিন্দি দিবসে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার পক্ষে সওয়াল করেন অমিত শাহ । এরপর দেশজুড়ে শুরু হয় বিতর্ক । অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মুখ খুলেছেন একাধিক বিরোধী দলনেতা । ঝড় বয়ে যায় দক্ষিণের রাজ্য রাজনীতিতে । অমিত শাহের প্রস্তাবে দৃঢ়ভাবে না জানিয়ে মুখ খোলেন দক্ষিণে একমাত্র BJP শাসিত রাজ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও ।

আরও পড়ুন : হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল অমিত শাহের

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী তামিল দার্শনিক কানিয়ান পুনগুনদ্রানারের সঙ্গম যুগের কথা বলে ভারতের ঐক্য বোঝাতে চেয়েছিলেন । হাউডি মোদি অনুষ্ঠানেও ভারতের আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দেন মোদি । সেই মঞ্চে বাংলা সহ দেশের একাধিক ভাষা শোনা গেছিল প্রধানমন্ত্রীর মুখ থেকে । ছিল তামিল ভাষাও । ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন, "আপনারা যদি জিজ্ঞাসা করেন, হাউডি মোদি? আমি বলব, ভারতে সব আচ্ছা হ্যায় । সব চাঙ্গাসি । মজা মাছে! অন্তা বাগুম্বি । এল্লা চেন্না গ্রে । এল্লাম সওকিয়াম । সর্বছান চাল্লায়ে । সব খুব ভালো । সবু ভাল্লাছি ।" তিনি আরও বলেছিলেন, "আমাদের দেশের ভাষা বৈচিত্র্যই আমাদের গর্ব । আর বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি । এই বিবিধতাই গোটা বিশ্বের মধ্যে ভারতকে অনন্য করে তোলে ।"

Mumbai, Sep 30 (ANI): Celebrities attended the closing ceremony of 'Khidkiyaan Theatre Festival'. The event was closed with great pomp and show. The event saw participation from all over the world. Aayush Sharma was seen at the event. 'Scared Games' Jatin Sarna aka 'Bunty' was also spotted at the event. Film 'Chhichhore' team was also marked their presence at the event. 'Khidkiyaan Theatre Festival' is organised by casting director Mukesh Chhabra and offers an opportunity for theatre lovers to celebrate the moods of the stage.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.