দিল্লি, 9 জুলাই : ইন্ডিয়া গ্লোবাল উইকের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ দুপুর দেড়টায় প্রধানমন্ত্রীর ভাষণ দিয়ে শুরু হবে ইন্ডিয়া গ্লোবাল উইক ৷ 30 দেশের পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেবেন ৷ তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান ৷ পুরো অনুষ্ঠান ভার্চুয়াল পদ্ধতিতে হবে ৷ ভারতের বিশ্বায়নের ক্ষেত্রে এই অনুষ্ঠান যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ এবারের ইন্ডিয়া গ্লোবাল উইকের থিম ‘‘বি দ্য রিভাইভাল : ইন্ডিয়া অ্যান্ড এ বেটার নিউ ওয়ার্ল্ড’’ ৷
তিনদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে 250 জন বক্তা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন ৷ তারমধ্যে ভৌগোলিক রাজনীতি, ব্যবসা, টেকনোলজি, ব্যাঙ্কিং এবং অর্থনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, সুরক্ষা ও ফার্মা-র বিষয়ে বক্তব্য রাখবেন তাঁরা ৷ প্রধানমন্ত্রী গতকাল টুইটে জানান, ‘‘আগামীকাল দুপুর দেড়টায় ইন্ডিয়া গ্লোবাল উইকে বক্তব্য রাখব ৷ এই অনুষ্ঠানের মাধ্যমে সর্বজনীন নেতা ও শিল্প ক্ষেত্রের প্রথম সারির মানুষজনকে এক জায়গায় নিয়ে আসা হবে ৷ তাঁরা ভারতে শিল্প ও বাণিজ্যের বিভিন্ন দিক ও COVID-19 পরবর্তী অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে আলোচনা করবেন ৷ ’’
-
Will be addressing the India Global Week, organised by @IndiaIncorp at 1:30 PM tomorrow. This forum brings together global thought leaders and captains of industry, who will discuss aspects relating to opportunities in India as well as the global economic revival post-COVID.
— Narendra Modi (@narendramodi) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Will be addressing the India Global Week, organised by @IndiaIncorp at 1:30 PM tomorrow. This forum brings together global thought leaders and captains of industry, who will discuss aspects relating to opportunities in India as well as the global economic revival post-COVID.
— Narendra Modi (@narendramodi) July 8, 2020Will be addressing the India Global Week, organised by @IndiaIncorp at 1:30 PM tomorrow. This forum brings together global thought leaders and captains of industry, who will discuss aspects relating to opportunities in India as well as the global economic revival post-COVID.
— Narendra Modi (@narendramodi) July 8, 2020
প্রধানমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জি সি মুর্মু, ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু এবং আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবি শংকর ৷ বিশ্বের অন্যান্য দেশ থেকে যাঁরা আসবেন তাঁদের মধ্যে রয়েছেন- ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক র্যাব এবং স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল, ভারতে অ্যামেরিকার প্রতিনিধি কেন জাস্টার ও অন্যান্যরা ৷ তিনদিন ধরে চলা ইন্ডিয়া গ্লোবাল উইকে "আত্মনির্ভর ভারত" নিয়ে আলোচনা হবে ৷ মধু নটরাজ এই নিয়ে বক্তব্য রাখবেন ৷ পাশাপাশি প্রবাদপ্রতিম সেতারবাদক রবি শংকরের 100 তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর তিন শিষ্য শ্রদ্ধা নিবেদন করবেন ৷