ভোপাল , 9 সেপ্টেম্বর : পানীয় জলের জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলগুলির পরিবর্তে মাটির কলসির ব্যবহারের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ মধ্যপ্রদেশে ফুটপাথ বিক্রেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ মূলত , যাঁরা প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি (PM SVANidhi) প্রকল্পের সুবিধা পাচ্ছেন , তাদের সঙ্গে আজ মত বিনিময় করেন তিনি ৷ সেখানে পানীয়জলের জন্য মাটির কলসি ব্যবহার করার পরামর্শ দেন ৷
ভার্চুয়াল বৈঠকে তিনি ইন্দোর জেলার তিনি ইন্দোর জেলার বিক্রেতা ছাগনলাল এবং তাঁর স্ত্রী , গোয়ালিয়রের অর্চনা শর্মা এবং রাইসেন জেলার সবজি বিক্রেতা ডালচাঁদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের পরামর্শ দেন ৷ ছাগনলাল কীভাবে ব্যবসা বাড়াবেন সেই বিষয়ে পরামর্শ দেন ৷ পরিবেশ রক্ষার জন্য প্রধানমন্ত্রী তাঁকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলের বদলে মাটির কলসি ব্যবহার করতে বলেন ৷ মোদি তাঁকে উজ্জ্বলা যোজনায় তাঁর পরিবার কোনও উপকার পাচ্ছে কি না সেই বিষয়েও জিজ্ঞেস করেন ৷
এরপর গোয়ালিয়রের অর্চনা শর্মার সঙ্গে কথা বলেন এবং তাঁর হাতের তৈরি টিক্কি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ৷ পাশাপাশি , আত্মনির্ভর নিধি ও আয়ুষ্মান প্রকল্পে তাঁরা কোনও উপকার পাচ্ছেন কি না সেই সম্বন্ধেও জিজ্ঞেস করেন তিনি ৷ অন্যদিকে , সবজি বিক্রেতা ডালচাঁদকে তিনি ডিজিটাল মাধ্যমে অর্থ আদান-প্রদানের জন্য প্রশংসা করেন ৷