ETV Bharat / bharat

আমরা কি পরমাণু অস্ত্র দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ? পাকিস্তানকে পালটা মোদির - পাকিস্তান,

নরেন্দ্র মোদি বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 22, 2019, 7:59 AM IST

Updated : Apr 22, 2019, 12:54 PM IST

বারমের (রাজস্থান), 22 এপ্রিল : নির্বাচনী প্রচারে ফের একবার বালাকোট হামলার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদি । সেইসঙ্গে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন । গতকাল রাজস্থানের বারমেরে সভা করেন মোদি । সেখানে তিনি জনতার উদ্দেশে প্রশ্ন করেন, "আমরা কি পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে ঠিক কাজ করেছি ?" সমস্বরে উত্তর আসে, "হ্যাঁ ।"

মোদি বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"

তিনি আরও বলেন, "পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমাদের পাইলটের সঙ্গে কিছু হলে বিশ্বকে বলতে শুরু করবেন মোদি কী করেছে আপনাদের সঙ্গে । " অ্যামেরিকার এক আধিকারিকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "ওরাই তো বলেছে, দ্বিতীয় দিনে (অভিনন্দনকে আটকে রাখার পর) মোদি 12টি মিজ়াইল তৈরি রেখেছিল । পরিস্থিতিও খারাপ হচ্ছিল । পাকিস্তান এরপরই ঘোষণা করে পাইলটকে ছেড়ে দেওয়া হবে । নাহলে ওদের কাছে মৃত্যুর রাত হত । এটা অ্যামেরিকা বলেছে । আমি এবিষয়ে আর কিছু বলতে চাই না । যখন সময় আসবে সব বলব ।"

14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । শহিদ হন 40 জওয়ান । কিছুদিন পর প্রত্যাঘাত করে ভারতও । হামলা চালানো হয় বালাকোটের জঙ্গিঘাঁটিতে । পরেরদিন ভারতের আকাশে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান । ভারতীয় বায়ুসেনা তাদের আটকে দেয় । অভিনন্দন বর্তমান একটি F-16 যুদ্ধবিমানকে ধ্বংসও করেন । পরে তিনি পাকিস্তানের হাতে বন্দী হন । দু'দিন পর কূটনৈতিক চাপে পড়ে তাঁকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান ।

বারমের (রাজস্থান), 22 এপ্রিল : নির্বাচনী প্রচারে ফের একবার বালাকোট হামলার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদি । সেইসঙ্গে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন । গতকাল রাজস্থানের বারমেরে সভা করেন মোদি । সেখানে তিনি জনতার উদ্দেশে প্রশ্ন করেন, "আমরা কি পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে ঠিক কাজ করেছি ?" সমস্বরে উত্তর আসে, "হ্যাঁ ।"

মোদি বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"

তিনি আরও বলেন, "পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমাদের পাইলটের সঙ্গে কিছু হলে বিশ্বকে বলতে শুরু করবেন মোদি কী করেছে আপনাদের সঙ্গে । " অ্যামেরিকার এক আধিকারিকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "ওরাই তো বলেছে, দ্বিতীয় দিনে (অভিনন্দনকে আটকে রাখার পর) মোদি 12টি মিজ়াইল তৈরি রেখেছিল । পরিস্থিতিও খারাপ হচ্ছিল । পাকিস্তান এরপরই ঘোষণা করে পাইলটকে ছেড়ে দেওয়া হবে । নাহলে ওদের কাছে মৃত্যুর রাত হত । এটা অ্যামেরিকা বলেছে । আমি এবিষয়ে আর কিছু বলতে চাই না । যখন সময় আসবে সব বলব ।"

14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । শহিদ হন 40 জওয়ান । কিছুদিন পর প্রত্যাঘাত করে ভারতও । হামলা চালানো হয় বালাকোটের জঙ্গিঘাঁটিতে । পরেরদিন ভারতের আকাশে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান । ভারতীয় বায়ুসেনা তাদের আটকে দেয় । অভিনন্দন বর্তমান একটি F-16 যুদ্ধবিমানকে ধ্বংসও করেন । পরে তিনি পাকিস্তানের হাতে বন্দী হন । দু'দিন পর কূটনৈতিক চাপে পড়ে তাঁকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান ।

Hyderabad, Apr 22 (ANI): While speaking to ANI on National Investigation Agency (NIA) raids being conducted in Hyderabad, Bharatiya Janata Party (BJP) Member of Parliament (MP) Bandaru Dattatreya on Sunday said, "The recent investigations of NIA in Hyderabad reveal that Hyderabad is a safe haven for Islamic terrorist activities, that the very activity of Islamic terrorists are increasing in Hyderabad. Large number of people and youths are recruited only in Hyderabad." "Telangana Rashtra Samithi (TRS) government is aligned with All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) that is why police is sometimes unable to take stern action. I demand that state government should form a special cell under the Director General (DG) or Inspector General (IG) rank officer for investigation of these activities," he added.

Last Updated : Apr 22, 2019, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.