ETV Bharat / bharat

আসছে নিসর্গ, সকলকে সতর্ক থাকার আবেদন প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ার আগে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার । পাশাপাশি, সকলকে সতর্ক থাকতে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

narendra modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 2, 2020, 5:31 PM IST

দিল্লি, 2 জুন : ঘূর্ণিঝড় নিসর্গ নিয়ে এবার মহারাষ্ট্রের বাসিন্দাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানালেন, সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি । পাশাপাশি সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করতে আবেদনও জানান তিনি ।

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, "দেশের পশ্চিম উপকূলে যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে তার উপর নজর রাখছি । সকলের সুস্থতা কামনা করছি । আমি সব ধরনের সতর্কতা অবলম্বনের জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছি ।"

মহারাষ্ট্র উপকূলে আগামীকাল আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নিসর্গ । ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড় । সঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷

আরব সাগরের উপর লাক্ষাদ্বীপের কাছে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ । সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার বিকেলের পর মহারাষ্ট্রের দমন ও হরিহরেশ্বর উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে ৷ যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও গুজরাতে প্রবল বৃষ্টিপাত হবে ৷ মুম্বইয়ের থানে, পালঘর, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা ও কোঙ্কনের আশপাশের এলাকায় ব্যাপক প্রভাব ফেলবে নিসর্গ ৷

মৌসম ভবনের ডিরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, "ক্ষতি যতটা সম্ভব এড়াতে চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার ৷ মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, গোয়া, গুজরাত, লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ যারা গেছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

দিল্লি, 2 জুন : ঘূর্ণিঝড় নিসর্গ নিয়ে এবার মহারাষ্ট্রের বাসিন্দাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানালেন, সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি । পাশাপাশি সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করতে আবেদনও জানান তিনি ।

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, "দেশের পশ্চিম উপকূলে যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে তার উপর নজর রাখছি । সকলের সুস্থতা কামনা করছি । আমি সব ধরনের সতর্কতা অবলম্বনের জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছি ।"

মহারাষ্ট্র উপকূলে আগামীকাল আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নিসর্গ । ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড় । সঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷

আরব সাগরের উপর লাক্ষাদ্বীপের কাছে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ । সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার বিকেলের পর মহারাষ্ট্রের দমন ও হরিহরেশ্বর উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে ৷ যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও গুজরাতে প্রবল বৃষ্টিপাত হবে ৷ মুম্বইয়ের থানে, পালঘর, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা ও কোঙ্কনের আশপাশের এলাকায় ব্যাপক প্রভাব ফেলবে নিসর্গ ৷

মৌসম ভবনের ডিরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, "ক্ষতি যতটা সম্ভব এড়াতে চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার ৷ মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, গোয়া, গুজরাত, লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ যারা গেছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.