ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গ সফর ঘিরে উচ্ছ্বসিত, বাংলায় টুইট মোদির - WestBengal

দু'দিনের সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী । তিনি উচ্ছ্বসিত, টুইট করলেন একথা ।

মোদি
মোদি
author img

By

Published : Jan 11, 2020, 9:58 AM IST

Updated : Jan 11, 2020, 12:06 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ টুইটে এমনই লিখলেন নরেন্দ্র মোদি ৷ প্রথমে ইংরেজিতে লিখে তারপর বাংলাতেও টুইট করেন প্রধানমন্ত্রী৷ রামকৃষ্ণ মিশনে সময় কাটাতে পেরে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর সময় বেলুড়ে যেতে পারছেন, এটা ভেবেই তিনি অত্যন্ত খুশি ৷

বেলুড় মঠের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, এমনও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷ দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে আসতে পেরে তিনি অসম্ভব খুশি ৷ কিন্তু শূন্যতাও রয়েছে, টুইটে এমন লেখেন তিনি ৷

  • I am excited to be in West Bengal today and tomorrow. I am delighted to be spending time at the Ramakrishna Mission and that too when we mark Swami Vivekananda’s Jayanti. There is something special about that place.

    — Narendra Modi (@narendramodi) January 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'জন সেবাই প্রভু সেবা' এ কথা স্বামী আত্মস্থানন্দজির থেকে শিখেছেন ৷ রামকৃষ্ণ মিশনে তিনি যাচ্ছেন, অথচ সেখানে আত্মস্থানন্দজি নেই একথা তিনি ভাবতেও পারছেন না , একথাও টুইটে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷

মূল টুইট দু'টি করার পর বাংলায়ও টুইট করলেন নরেন্দ্র মোদি ।

  • তবুও, একটা শূন্যতাও থাকবে! যিনি আমাকে ‘জন সেবাই প্রভু সেবা’র মহৎ নীতিটি শিখিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দ জি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর পবিত্র সান্নিধ্য না পাওয়াটা অকল্পনীয়!

    — Narendra Modi (@narendramodi) January 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 11 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ টুইটে এমনই লিখলেন নরেন্দ্র মোদি ৷ প্রথমে ইংরেজিতে লিখে তারপর বাংলাতেও টুইট করেন প্রধানমন্ত্রী৷ রামকৃষ্ণ মিশনে সময় কাটাতে পেরে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর সময় বেলুড়ে যেতে পারছেন, এটা ভেবেই তিনি অত্যন্ত খুশি ৷

বেলুড় মঠের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, এমনও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷ দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে আসতে পেরে তিনি অসম্ভব খুশি ৷ কিন্তু শূন্যতাও রয়েছে, টুইটে এমন লেখেন তিনি ৷

  • I am excited to be in West Bengal today and tomorrow. I am delighted to be spending time at the Ramakrishna Mission and that too when we mark Swami Vivekananda’s Jayanti. There is something special about that place.

    — Narendra Modi (@narendramodi) January 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'জন সেবাই প্রভু সেবা' এ কথা স্বামী আত্মস্থানন্দজির থেকে শিখেছেন ৷ রামকৃষ্ণ মিশনে তিনি যাচ্ছেন, অথচ সেখানে আত্মস্থানন্দজি নেই একথা তিনি ভাবতেও পারছেন না , একথাও টুইটে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷

মূল টুইট দু'টি করার পর বাংলায়ও টুইট করলেন নরেন্দ্র মোদি ।

  • তবুও, একটা শূন্যতাও থাকবে! যিনি আমাকে ‘জন সেবাই প্রভু সেবা’র মহৎ নীতিটি শিখিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দ জি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর পবিত্র সান্নিধ্য না পাওয়াটা অকল্পনীয়!

    — Narendra Modi (@narendramodi) January 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Pune (Maharashtra), Jan 11 (ANI): After winning the three-match T20I series against Sri Lanka India batsman Shikhar Dhawan said they dominated the series while experimenting with different players and batting order. "We dominated the series and if I talk about myself, I had a challenge that I am coming back after an injury and I have to perform. Everyone has different challenges. A lot of players coming in, they have their own challenges," Dhawan said in the post-match press conference.
Last Updated : Jan 11, 2020, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.