ETV Bharat / bharat

ASEAN শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3 দিনের থাইল্যান্ড সফরে মোদি - ASEAN, পূর্ব এশিয়া ও RCEP -র শীর্ষ সম্মেলন

আজ তিনদিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি ৷ ASEAN, পূর্ব এশিয়া ও RCEP -র শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি ৷ সদস্য দেশগুলির মধ্যে যোগাযোগ আরও দৃঢ় করা, পারস্পরিক অর্থনৈতিক অবস্থা মজবুত করাই এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য ৷

ছবি
author img

By

Published : Nov 2, 2019, 9:11 AM IST

Updated : Nov 2, 2019, 9:23 AM IST

দিল্লি, 2 নভেম্বর : তিনদিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যোগ দেবেন ASEAN (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এসিয়ান নেশনস), পূর্ব এশিয়া ও RCEP (রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ )-র শীর্ষ সম্মেলনে ৷

থাইল্যান্ড সফরের কর্মসূচি :

  • প্রথমদিন, থাইল্যান্ডে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর গুরু নানকের 550তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মারক মুদ্রা প্রকাশ করবেন ৷ পাশাপাশি তামিল ভাষার অন্যতম সৃষ্টি তিরুক্কুরালের থাই অনুবাদ প্রকাশ করবেন তিনি ৷
  • গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রক সচিব বিজয় ঠাকুর সিং বলেন," এই শীর্ষ সম্মেলনর অন্যতম অঙ্গ কূটনৈতিক পর্যালোচনা ৷ 3 নভেম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও চার সঙ্গে 16তম ASEAN সামিটে যোগ দেবেন ৷ এটি নরেন্দ্র মোদির সপ্তম ভারত-ASEAN শীর্ষ সম্মলেন ও ষষ্ঠ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ৷"
  • ভারত ও ASEAN-র সদস্য দেশগুলির সম্পর্ক দৃঢ় করতে এই সম্মেলন খুব গুরুত্বপূর্ণ ৷ ইতিমধ্যে কেন্দ্রের তরফে ASEAN-র সদস্য দেশগুলির গবেষণারত ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া শুরু হয়েছে৷ উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার বিষয়ে সদস্য দেশগুলির মধ্যে আলোচনা হতে পারে ৷ এই কর্মসূচিতে প্রায় 300 কোটি টাকার স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷
  • সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ও CMLV প্রশিক্ষণ ( কাম্বোডিয়া,মায়ানমার, লাওস ও ভিয়েতনাম) কেন্দ্র স্থাপনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ভারত ৷ যার বাজেট প্রায় 8.6 মার্কিন ডলার ৷
  • বিদেশমন্ত্রক সচিব জানিয়েছেন, জল, স্থল,আকাশপথ হোক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম দেশের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করা, পারস্পরিক অর্থনৈতিক অবস্থা আরও মজবুত করাই ASEAN সম্মেলনের মূল লক্ষ্য ৷
  • 3 নভেম্বর দুপুরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও অন্য দেশগুলির প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মোদি ৷ তারপর সারা বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলির মধ্য উন্নয়নের স্থিতাবস্থা নিয়ে চলবে আলোচনা ৷
  • 14 তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি ৷ এই সম্মেলনের মূল লক্ষ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে পূর্ব এশিয়ার দেশগুলির পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতের কর্মসূচিগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ৷
  • পাশাপাশি RCEP শীর্ষ সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি ৷ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর করার কথা রয়েছে ৷ 4 নভেম্বর দেশে ফিরবেন তিনি৷ তবে RCEP নিয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস৷ কারণ এই সম্মেলনে কয়েকটি চুক্তির ফলে চিনের লাভবান হওয়ার কথা ৷ এর ফলে দেশের বাজারে আরও বেশি করে চিনা দ্রব্য ছেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই ৷

দিল্লি, 2 নভেম্বর : তিনদিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যোগ দেবেন ASEAN (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এসিয়ান নেশনস), পূর্ব এশিয়া ও RCEP (রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ )-র শীর্ষ সম্মেলনে ৷

থাইল্যান্ড সফরের কর্মসূচি :

  • প্রথমদিন, থাইল্যান্ডে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর গুরু নানকের 550তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মারক মুদ্রা প্রকাশ করবেন ৷ পাশাপাশি তামিল ভাষার অন্যতম সৃষ্টি তিরুক্কুরালের থাই অনুবাদ প্রকাশ করবেন তিনি ৷
  • গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রক সচিব বিজয় ঠাকুর সিং বলেন," এই শীর্ষ সম্মেলনর অন্যতম অঙ্গ কূটনৈতিক পর্যালোচনা ৷ 3 নভেম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও চার সঙ্গে 16তম ASEAN সামিটে যোগ দেবেন ৷ এটি নরেন্দ্র মোদির সপ্তম ভারত-ASEAN শীর্ষ সম্মলেন ও ষষ্ঠ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ৷"
  • ভারত ও ASEAN-র সদস্য দেশগুলির সম্পর্ক দৃঢ় করতে এই সম্মেলন খুব গুরুত্বপূর্ণ ৷ ইতিমধ্যে কেন্দ্রের তরফে ASEAN-র সদস্য দেশগুলির গবেষণারত ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া শুরু হয়েছে৷ উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার বিষয়ে সদস্য দেশগুলির মধ্যে আলোচনা হতে পারে ৷ এই কর্মসূচিতে প্রায় 300 কোটি টাকার স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷
  • সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ও CMLV প্রশিক্ষণ ( কাম্বোডিয়া,মায়ানমার, লাওস ও ভিয়েতনাম) কেন্দ্র স্থাপনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ভারত ৷ যার বাজেট প্রায় 8.6 মার্কিন ডলার ৷
  • বিদেশমন্ত্রক সচিব জানিয়েছেন, জল, স্থল,আকাশপথ হোক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম দেশের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করা, পারস্পরিক অর্থনৈতিক অবস্থা আরও মজবুত করাই ASEAN সম্মেলনের মূল লক্ষ্য ৷
  • 3 নভেম্বর দুপুরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও অন্য দেশগুলির প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মোদি ৷ তারপর সারা বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলির মধ্য উন্নয়নের স্থিতাবস্থা নিয়ে চলবে আলোচনা ৷
  • 14 তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি ৷ এই সম্মেলনের মূল লক্ষ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে পূর্ব এশিয়ার দেশগুলির পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতের কর্মসূচিগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ৷
  • পাশাপাশি RCEP শীর্ষ সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি ৷ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর করার কথা রয়েছে ৷ 4 নভেম্বর দেশে ফিরবেন তিনি৷ তবে RCEP নিয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস৷ কারণ এই সম্মেলনে কয়েকটি চুক্তির ফলে চিনের লাভবান হওয়ার কথা ৷ এর ফলে দেশের বাজারে আরও বেশি করে চিনা দ্রব্য ছেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই ৷
Hapur (UP), Nov 2 (ANI): Massive fire broke out at wooden godown in UP's Hapur on November 2. Three fire tenders rushed to the spot as soon as the incident was reported. No injuries have been reported so far. Further investigation is underway, more details are awaited.

Last Updated : Nov 2, 2019, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.