ETV Bharat / bharat

বিশ্বে বেড়েছে আয়ুর্বেদিক দ্রব্যের চাহিদা : প্রধানমন্ত্রী - জামনগর

এদিন ভার্চুয়াল এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, আজকের যুগে সবকিছুরই সমন্বয় ঘটছে ৷ আর সেই সূত্রেই চিকিৎসা শাস্ত্রে আয়ুর্বেদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ তিনি আরো বলেন, অ্য়ালোপ্য়াথি এবং আয়ুর্বেদ চিকিৎসা এবার থেকে একসঙ্গে হাতেহাত রেখে কাজ করবে ৷

pm_narendra_modi_inaugurated_two_ayurveda_institutes_on_ayurveda_day
আয়ুর্বেদ দিবসে 2টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর
author img

By

Published : Nov 13, 2020, 2:33 PM IST

দিল্লি, 13 নভেম্বর : কোরোনা সংক্রমণের কারণে ভারতীয় আয়ুর্বেদিক পণ্য়ের চাহিদা বিশ্বের বাজারেও বেড়েছে ৷ শুক্রবার আয়ুর্বেদ দিবস উপলক্ষ্য়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন আয়ুর্বেদ দিবসে দু’টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ যার মধ্য়ে একটি হল ইনস্টিটিউট অফ টিচিং অ্য়ান্ড রিসার্চ ইন আয়ুর্বেদ, যা জামনগরে তৈরি করা হয়েছে ৷ দ্বিতীয় প্রতিষ্ঠানটি জয়পুরে, যার নাম ন্য়াশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ ৷

এদিন ভার্চুয়াল এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, আজকের যুগে সবকিছুরই সমন্বয় ঘটছে ৷ আর সেই সূত্রেই চিকিৎসা শাস্ত্রে আয়ুর্বেদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ তিনি আরো বলেন, অ্য়ালোপ্য়াথি এবং আয়ুর্বেদ চিকিৎসা এবার থেকে একসঙ্গে হাতে হাত রেখে কাজ করবে ৷ এরপরই তিনি উল্লেখ করেন, প্রাচীন ভারতের বিজ্ঞান এবং 21 শতকের বিজ্ঞান প্রথমবার একসঙ্গে মিলিত হতে চলেছে ৷ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের উদ্দেশে মোদি বলেন, তাঁরা সকলে দেশের সবচেয়ে বড় দু’টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানের অংশ হয়ে উঠেছে ৷ ফলে তাঁদের দায়িত্ব এবং কর্তব্য় অনেক বেড়ে গিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ তাই আয়ুর্বেদের এমন একটি সিলেবাস নিয়ে আসতে হবে, যা হবে আন্তর্জাতিকমানের ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য় হলুদ এবং অন্য়ান্য় আয়ুর্বেদিক দ্রব্য়ের চাহিদা বিশ্বের দরবারে অনেক বেড়ে গিয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷ এরপরই তিনি যোগ করেন, ভারত বিশাল জনবহুল দেশ ৷ যেখানে কোরোনার সংক্রমণ ঠেকাতে ভারতের প্রতিটি বাড়িতে রোগ প্রতিরোদ ক্ষমতা বাড়াতে হলুদ দুধ, অর্শ্বগন্ধার ভেষজ এবং কাড়া ব্য়বহার করা হয়েছে ৷ এই সব দ্রব্য়ের চাদিহা মহামারির এই সময়ে অনেক বেড়েছে বলে জানান মোদি ৷

এদিনের এই অনুষ্ঠানে রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলত এবং গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি হাজির ছিলেন ৷ জামনগরের আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ITRA-কে মান্য়তা দিয়েছে ইনস্টিটিউট অফ ন্য়াশনাল ইম্পর্টেন্স ৷ আর জয়পুরের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদকে মান্য়তা দিয়েছে UGC । অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে এদিন টুইট করে ভারতবাসীকে আয়ুর্বেদ দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি লেখেন, আয়ুর্বেদ দিবসের শুভেচ্ছা ৷ বিশেষ এই দিনটিতে সরকার দু’টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানের উদ্বোধন করছে ৷ যে প্রতিষ্ঠান দু’টি রাজস্থান এবং গুজরাতে তৈরি করা হয়েছে ৷

দিল্লি, 13 নভেম্বর : কোরোনা সংক্রমণের কারণে ভারতীয় আয়ুর্বেদিক পণ্য়ের চাহিদা বিশ্বের বাজারেও বেড়েছে ৷ শুক্রবার আয়ুর্বেদ দিবস উপলক্ষ্য়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন আয়ুর্বেদ দিবসে দু’টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ যার মধ্য়ে একটি হল ইনস্টিটিউট অফ টিচিং অ্য়ান্ড রিসার্চ ইন আয়ুর্বেদ, যা জামনগরে তৈরি করা হয়েছে ৷ দ্বিতীয় প্রতিষ্ঠানটি জয়পুরে, যার নাম ন্য়াশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ ৷

এদিন ভার্চুয়াল এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, আজকের যুগে সবকিছুরই সমন্বয় ঘটছে ৷ আর সেই সূত্রেই চিকিৎসা শাস্ত্রে আয়ুর্বেদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ তিনি আরো বলেন, অ্য়ালোপ্য়াথি এবং আয়ুর্বেদ চিকিৎসা এবার থেকে একসঙ্গে হাতে হাত রেখে কাজ করবে ৷ এরপরই তিনি উল্লেখ করেন, প্রাচীন ভারতের বিজ্ঞান এবং 21 শতকের বিজ্ঞান প্রথমবার একসঙ্গে মিলিত হতে চলেছে ৷ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের উদ্দেশে মোদি বলেন, তাঁরা সকলে দেশের সবচেয়ে বড় দু’টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানের অংশ হয়ে উঠেছে ৷ ফলে তাঁদের দায়িত্ব এবং কর্তব্য় অনেক বেড়ে গিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ তাই আয়ুর্বেদের এমন একটি সিলেবাস নিয়ে আসতে হবে, যা হবে আন্তর্জাতিকমানের ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য় হলুদ এবং অন্য়ান্য় আয়ুর্বেদিক দ্রব্য়ের চাহিদা বিশ্বের দরবারে অনেক বেড়ে গিয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷ এরপরই তিনি যোগ করেন, ভারত বিশাল জনবহুল দেশ ৷ যেখানে কোরোনার সংক্রমণ ঠেকাতে ভারতের প্রতিটি বাড়িতে রোগ প্রতিরোদ ক্ষমতা বাড়াতে হলুদ দুধ, অর্শ্বগন্ধার ভেষজ এবং কাড়া ব্য়বহার করা হয়েছে ৷ এই সব দ্রব্য়ের চাদিহা মহামারির এই সময়ে অনেক বেড়েছে বলে জানান মোদি ৷

এদিনের এই অনুষ্ঠানে রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলত এবং গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি হাজির ছিলেন ৷ জামনগরের আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ITRA-কে মান্য়তা দিয়েছে ইনস্টিটিউট অফ ন্য়াশনাল ইম্পর্টেন্স ৷ আর জয়পুরের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদকে মান্য়তা দিয়েছে UGC । অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে এদিন টুইট করে ভারতবাসীকে আয়ুর্বেদ দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি লেখেন, আয়ুর্বেদ দিবসের শুভেচ্ছা ৷ বিশেষ এই দিনটিতে সরকার দু’টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানের উদ্বোধন করছে ৷ যে প্রতিষ্ঠান দু’টি রাজস্থান এবং গুজরাতে তৈরি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.