ETV Bharat / bharat

মহাত্মার সার্ধশতবর্ষে বলিউড তারকাদের সামনে ETV ভারতের ভিডিয়ো প্রদর্শন প্রধানমন্ত্রীর - মহাত্মা গান্ধি সার্ধশতবর্ষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ETV ভারতের গান্ধি শ্রদ্ধার্ঘ্য তুলে ধরলেন বলিউড শিল্পীদের সামনে ৷ গান্ধিজির আদর্শ নিয়ে বার্তাও রাখলেন তিনি ৷

মহাত্মার সার্ধশতবর্ষে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য, ভিডিয়ো প্রকাশ প্রধানমন্ত্রীর
author img

By

Published : Oct 20, 2019, 1:15 AM IST

Updated : Oct 20, 2019, 1:29 AM IST

দিল্লি, 20 অক্টোবর : চলতি বছর সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছিল সেই উদযাপনে ৷ ETV ভারতের গান্ধি জয়ন্তীর সেই নিবেদনের কথা গতকাল (শুক্রবার) একটি অনুষ্ঠানে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার 7 লোককল্যাণ মার্গের একটি অনুষ্ঠানে ETV ভারতের সেই বিশেষ ভিডিয়ো প্রদর্শন করেন প্রধানমন্ত্রী ৷ শাহরুখ খান, আমির খান সহ বলিউড শিল্পীদের এই চাঁদের হাটে প্রধানমন্ত্রী তুলে ধরলেন মহাত্মার আদর্শের কথা ৷ শাহরুখ অনুষ্ঠানের ধন্যবাদ জানিয়ে বলেন, ''অন্তরের মধ্যে পরিবর্তনের কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷''

  • Delhi: Shahrukh Khan, Aamir Khan, Kangana Ranaut and other members of film fraternity with Prime Minister Narendra Modi after an interaction on ‘ways to mark the 150th birth anniversary of Mahatma Gandhi.’ pic.twitter.com/SuRHZsKJkR

    — ANI (@ANI) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ৷ এই প্রিয় ভজনের মাধ্যমেই সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ এই ভিডিয়োটি গতকালের অনুষ্ঠানে প্রদর্শন করেন নরেন্দ্র মোদি ৷ এর আগে নিজের টুইটেও এই ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী ৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও টুইট করেছিলেন সেটি ৷

  • #WATCH Shahrukh Khan speaks during Prime Minister Narendra Modi’s interaction with members of film fraternity on 'ways to mark the 150th birth anniversary of Mahatma Gandhi.' pic.twitter.com/GdA8VKWV9c

    — ANI (@ANI) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মহাত্মার সার্ধশতবর্ষে 'বৈষ্ণব জন তো'-র সুরে ETV ভারতের নিবেদন

গতকাল ETV ভারত ছাড়াও মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে নির্মিত আরও তিনটি ভিডিয়ো প্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷ পরিচালক রাজকুমার হিরানি, তারক মেহতা গোষ্ঠী এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের তরফে সেগুলি নির্মাণ করা হয়েছে ৷

আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ নরসিংহ মেহতা রচিত গীতি কবিতার ছত্রে ছত্রে বলা হয়েছে এক বৈষ্ণবের আদর্শ ও জীবন কী হতে পারে ৷ সেই মেলবন্ধনকেই সুরের মাধ্যমে প্রকাশ করেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ সেই ভিডিয়ো নরেন্দ্র মোদি গতকাল তুলে ধরলেন বলিউডের শিল্পীদের সামনে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, শাহরুখ খান, রাজকুমার হিরানি, কঙ্গনা রানাওয়াত, সোনম কাপুর, আনন্দ এল রাই, জ্যাকি শ্রফ, সোনু নিগম, একতা কাপুর সহ আরও অনেকে ৷ ছিলেন শিল্পী এসপি বালাসুব্রামানিয়াম, তিনিও গলা মিলিয়েছেন ETV ভারতের শ্রদ্ধার্ঘ্যে ৷ ETV ভারতের প্রতিনিধি এবং তারক মেহতা গোষ্ঠীর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

গতকালের অনুষ্ঠানে ভিডিয়োগুলির শিল্পী ও নির্মাতাদের প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ বলেন, ব্যস্ত সময়ের মাঝেও প্রধানমন্ত্রীর অনুরোধ রেখেছেন তাঁরা ৷ বর্তমানে মহাত্মা গান্ধির গুরুত্ব কতটা এই প্রসঙ্গে মোদি বলেন, ''যদি একটা ভাবনায়, একটা মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে সংযোগস্থাপন করতে পারেন, তবে তিনি মোহনদাস করমচাঁদ গান্ধি ৷'' বলিউডের তারকাদের তিনি গান্ধির ভাবনাকে সকলের সামনে তুলে ধরতেও অনুরোধ জানান ৷

দিল্লি, 20 অক্টোবর : চলতি বছর সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছিল সেই উদযাপনে ৷ ETV ভারতের গান্ধি জয়ন্তীর সেই নিবেদনের কথা গতকাল (শুক্রবার) একটি অনুষ্ঠানে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার 7 লোককল্যাণ মার্গের একটি অনুষ্ঠানে ETV ভারতের সেই বিশেষ ভিডিয়ো প্রদর্শন করেন প্রধানমন্ত্রী ৷ শাহরুখ খান, আমির খান সহ বলিউড শিল্পীদের এই চাঁদের হাটে প্রধানমন্ত্রী তুলে ধরলেন মহাত্মার আদর্শের কথা ৷ শাহরুখ অনুষ্ঠানের ধন্যবাদ জানিয়ে বলেন, ''অন্তরের মধ্যে পরিবর্তনের কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷''

  • Delhi: Shahrukh Khan, Aamir Khan, Kangana Ranaut and other members of film fraternity with Prime Minister Narendra Modi after an interaction on ‘ways to mark the 150th birth anniversary of Mahatma Gandhi.’ pic.twitter.com/SuRHZsKJkR

    — ANI (@ANI) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ৷ এই প্রিয় ভজনের মাধ্যমেই সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ এই ভিডিয়োটি গতকালের অনুষ্ঠানে প্রদর্শন করেন নরেন্দ্র মোদি ৷ এর আগে নিজের টুইটেও এই ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী ৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও টুইট করেছিলেন সেটি ৷

  • #WATCH Shahrukh Khan speaks during Prime Minister Narendra Modi’s interaction with members of film fraternity on 'ways to mark the 150th birth anniversary of Mahatma Gandhi.' pic.twitter.com/GdA8VKWV9c

    — ANI (@ANI) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মহাত্মার সার্ধশতবর্ষে 'বৈষ্ণব জন তো'-র সুরে ETV ভারতের নিবেদন

গতকাল ETV ভারত ছাড়াও মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে নির্মিত আরও তিনটি ভিডিয়ো প্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷ পরিচালক রাজকুমার হিরানি, তারক মেহতা গোষ্ঠী এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের তরফে সেগুলি নির্মাণ করা হয়েছে ৷

আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ নরসিংহ মেহতা রচিত গীতি কবিতার ছত্রে ছত্রে বলা হয়েছে এক বৈষ্ণবের আদর্শ ও জীবন কী হতে পারে ৷ সেই মেলবন্ধনকেই সুরের মাধ্যমে প্রকাশ করেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ সেই ভিডিয়ো নরেন্দ্র মোদি গতকাল তুলে ধরলেন বলিউডের শিল্পীদের সামনে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, শাহরুখ খান, রাজকুমার হিরানি, কঙ্গনা রানাওয়াত, সোনম কাপুর, আনন্দ এল রাই, জ্যাকি শ্রফ, সোনু নিগম, একতা কাপুর সহ আরও অনেকে ৷ ছিলেন শিল্পী এসপি বালাসুব্রামানিয়াম, তিনিও গলা মিলিয়েছেন ETV ভারতের শ্রদ্ধার্ঘ্যে ৷ ETV ভারতের প্রতিনিধি এবং তারক মেহতা গোষ্ঠীর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

গতকালের অনুষ্ঠানে ভিডিয়োগুলির শিল্পী ও নির্মাতাদের প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ বলেন, ব্যস্ত সময়ের মাঝেও প্রধানমন্ত্রীর অনুরোধ রেখেছেন তাঁরা ৷ বর্তমানে মহাত্মা গান্ধির গুরুত্ব কতটা এই প্রসঙ্গে মোদি বলেন, ''যদি একটা ভাবনায়, একটা মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে সংযোগস্থাপন করতে পারেন, তবে তিনি মোহনদাস করমচাঁদ গান্ধি ৷'' বলিউডের তারকাদের তিনি গান্ধির ভাবনাকে সকলের সামনে তুলে ধরতেও অনুরোধ জানান ৷

Hamirpur (UP), Oct 19 (ANI): In a first, Hamirpur District Jail authority has started radio service for inmates to promote a positive feeling among all those serving sentence for different crimes. "In morning 'bhajans' are played and in afternoon songs as per inmates' choice are played. Useful information is broadcasted in the evening." Vinay Prakash Tiwari, Jail Superintendent told ANI.
Last Updated : Oct 20, 2019, 1:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.