দিল্লি, 22 জুন : সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ চিঠিতে লেখেন, সরকারকে নিশ্চিত করতে হবে যাঁতে কর্নেল সহ যাঁরা শহিদ হয়েছেন তাঁরা যাতে ন্যায় পান। কোনওরকম খামতি হলে মানুষের সঙ্গে ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হবে ৷
আজ এক প্রেস বিবৃতিতে তিনি লেখেন, "দেশকে ঐক্যবদ্ধ হতে হবে ৷ " চিন অবৈধভাবে ভারতের ভূখণ্ড দাবি করছে বলে তাঁর অভিযোগ ।
তিনি লেখেন, "আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই তথ্যের বিকৃতি কূটনীতির বিকল্প হতে পারে না । মিথ্যা বিবৃতি দিয়ে সত্যকে চেপে রাখা যাবে না ৷" প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, "জাতীয় সুরক্ষা নিয়ে বক্তব্য রাখার সময় সচেতন থাকুন ।" তাঁকে আরও দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দেন ৷ সঙ্গে বলেন, "ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কীভাবে দেখবে তার উপর প্রভাব ফেলবে কেন্দ্রের সিদ্ধান্ত ও পদক্ষেপ ৷"
তিনি আরও লেখেন, "আমরা দেশের 20 জন সাহসী জওয়ানকে লাদাখের গালওয়ান ভ্যালিতে হারিয়েছি ৷ তাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছে ৷ তাঁরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সীমান্তে দেশের জন্য লড়ে গেছে ৷ তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷ তাঁদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেব না ৷ "
সীমান্তে সংঘর্ষ নিয়ে তিনি লেখেন, " চিন নির্লজ্জ ও অবৈধভাবে এপ্রিল মাস থেকেই একাধিক আক্রমণ চালিয়ে যাচ্ছে ৷ ভারতীয় ভূখণ্ডের অংশ গালওয়ান উপত্যকা ও পানগং তসো হ্রদ দাবি করছে । আমরা কখনও কোনও হুমকি বা ভয় দেখানো থেকে ভয় পাব না ৷ ভৌগলিক অখণ্ডতার সঙ্গে কোনওরকম আপস করব না ৷ "