ETV Bharat / bharat

চিনা অ্যাপ উইবো ছাড়লেন প্রধানমন্ত্রী - India China war

আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন । চিনা অ্যাপ উইবো থেকে নিজের অ্যাকাউন্ট বন্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Weibo
ফাইল ছবি
author img

By

Published : Jul 1, 2020, 9:03 PM IST

Updated : Jul 2, 2020, 5:04 AM IST

দিল্লি, 1 জুলাই : ইতিমধ্যেই 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার । সেই তালিকায় রয়েছে উইবো অ্যাপও । যা অনেকটা টুইটারের মতো । সেখানে অ্যাকাউন্ট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও । কিন্তু, নিষেধাজ্ঞা জারির দু'দিনের মধ্যে সেই অ্যাকাউন্ট বন্ধ করলেন তিনি । মুছে দেওয়া হল সব ছবি, কমেন্ট, পোস্ট ।

সূত্রের খবর, সোমবারই এই অ্যাপে নিজের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী । কিন্তু উইবোর VIP অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়াটি বেশ জটিল । উইবো অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর 115টি পোস্ট এক এক করে ডিলিট করতে হয়েছে । উইবো কোনও ব্যবহারকারীকে অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করার অনুমতি দেয় না । এই ক্ষমতা শুধুমাত্র উইবো কর্তৃপক্ষের হাতেই রয়েছে ।

জানা গেছে, সংস্থার তরফে অ্যাকাউন্টটি বন্ধ করার প্রক্রিয়া চালু হয়েছে । সাধারণ কিছু অনুমতি দিতেই সংস্থার থেকে অনেকটা সময় লাগিয়ে দেওয়া হয়েছে । প্রথমে 115টি পোস্টের মধ্যে দু'টি ছবি মুছে ফেলা সম্ভব হয়নি । কারণ সেগুলিতে নরেন্দ্র মোদির সঙ্গে শি চিনপিংও ছিলেন । পরে তাও মুছে ফেলা হয় বলে সূত্রের খবর ।

2015 সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চিন সফরে যাওয়ার আগে নরেন্দ্র মোদি এই অ্যাপটির ব্যবহার শুরু করেছিলেন । সেই থেকে এখনও পর্যন্ত 2 লাখ 44 হাজার ফলোয়ার রয়েছে অ্যাকাউন্টে । তাঁদের মধ্যে অনেকেই চিনের । শুধুমাত্র এবছর বাদ দিলে 2015 সাল থেকে শুরু করে প্রতিবছর 15 জুন শি চিনপিংয়ের জন্মদিনে উইবোতে শুভেচ্ছাবার্তাও জানাতেন প্রধানমন্ত্রী । উইবোতে যাবতীয় পোস্ট চিনা ভাষাতেই লিখতেন তিনি ।

দিল্লি, 1 জুলাই : ইতিমধ্যেই 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার । সেই তালিকায় রয়েছে উইবো অ্যাপও । যা অনেকটা টুইটারের মতো । সেখানে অ্যাকাউন্ট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও । কিন্তু, নিষেধাজ্ঞা জারির দু'দিনের মধ্যে সেই অ্যাকাউন্ট বন্ধ করলেন তিনি । মুছে দেওয়া হল সব ছবি, কমেন্ট, পোস্ট ।

সূত্রের খবর, সোমবারই এই অ্যাপে নিজের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী । কিন্তু উইবোর VIP অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়াটি বেশ জটিল । উইবো অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর 115টি পোস্ট এক এক করে ডিলিট করতে হয়েছে । উইবো কোনও ব্যবহারকারীকে অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করার অনুমতি দেয় না । এই ক্ষমতা শুধুমাত্র উইবো কর্তৃপক্ষের হাতেই রয়েছে ।

জানা গেছে, সংস্থার তরফে অ্যাকাউন্টটি বন্ধ করার প্রক্রিয়া চালু হয়েছে । সাধারণ কিছু অনুমতি দিতেই সংস্থার থেকে অনেকটা সময় লাগিয়ে দেওয়া হয়েছে । প্রথমে 115টি পোস্টের মধ্যে দু'টি ছবি মুছে ফেলা সম্ভব হয়নি । কারণ সেগুলিতে নরেন্দ্র মোদির সঙ্গে শি চিনপিংও ছিলেন । পরে তাও মুছে ফেলা হয় বলে সূত্রের খবর ।

2015 সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চিন সফরে যাওয়ার আগে নরেন্দ্র মোদি এই অ্যাপটির ব্যবহার শুরু করেছিলেন । সেই থেকে এখনও পর্যন্ত 2 লাখ 44 হাজার ফলোয়ার রয়েছে অ্যাকাউন্টে । তাঁদের মধ্যে অনেকেই চিনের । শুধুমাত্র এবছর বাদ দিলে 2015 সাল থেকে শুরু করে প্রতিবছর 15 জুন শি চিনপিংয়ের জন্মদিনে উইবোতে শুভেচ্ছাবার্তাও জানাতেন প্রধানমন্ত্রী । উইবোতে যাবতীয় পোস্ট চিনা ভাষাতেই লিখতেন তিনি ।

Last Updated : Jul 2, 2020, 5:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.